ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

জনবল সংকটে ব্যাহত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১:৭
জনবল সংকটে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন কর্তব্যরত চিকিৎসক এবং রোগীরা। দীর্ঘদিন ধরেই জনবলের এ সংকট লেগে থাকলেও নেই কোনো সমাধান। ফলে রাতের বেলা একাধিক চুরির মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। নোংরা পরিবেশ থাকায় বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের। 
 
দেশের অন্যতম আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ডিজিটাল উপজেলার দাবিদার শিবচরে স্বাস্থ্যসেবার বেহালদশায় হতবাক সাধারণ মানুষ। চিকিৎসকদের দাবি, জনবল সংকট প্রকট আকার ধারণ করায় ইচ্ছা থাকা সত্ত্বেও পরিপূর্ণ সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দ্রুত জনবল সংকটসহ আনুষঙ্গিক সমস্যার সমাধান হলে এখানেই আধুনিক মানের চিকিৎসাসেবা দেয়া সম্ভব বলে মনে করেন কর্তব্যরত চিকিৎসকরা।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩৩২ দশমিক ৯০ বর্গকিলোমিটার আয়তনের শিবচর উপজেলা ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত একটি আধুনিক জনবহুল উপজেলা। পদ্মা, আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদীবেষ্টিত উপজেলার প্রত্যন্ত এলাকার অধিকাংশ মানুষ এখনো কৃষি পেশাজীবী। এছাড়া প্রবাসী থাকায় মানুষের জীবনমান বেশ উন্নত। তবে জরুরি প্রয়োজনে উপজেলার অধিকাংশ মানুষ চিকিৎসাসেবার জন্য ছুটে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এছাড়া দরিদ্র, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের চিকিৎসা ভরসা সরকারি এই হাসপাতালটি। দীর্ঘদিন ধরেই হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির বেশিরভাগ পদ শূন্য রয়েছে। ফলে চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় সেবা বিঘ্নিত হচ্ছে। ভোগান্তি সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি এবং রোগীদের সথে আলাপ করে জানা গেছে এই তথ্য।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীর মঞ্জুরিকৃত পদ রয়েছে ৫টি, যা শূন্য রয়েছে। নিরাপত্তা প্রহরীর ২টি পদই শূন্য, অফিস সহায়কের মঞ্জুরিকৃত পদ রয়েছে ৫ টি, শূন্য পদের সংখ্যা ৩টি। মালী পদের ২টি পদই শূন্য, ওয়ার্ড বয় পদের ৩টির মধ্যে শূন্যপদের সংখ্যা ২টি, আয়া পদের জন্য মঞ্জুরিকৃত ২ পদের ২টিই শূন্য রয়েছে। অন্যদিকে তৃতীয় শ্রেণির ৭টি পদে কোনো জনবলই নেই। ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, প্রধান সহকারী, ক্যাশিয়ার, প্রধান সহকারী কাম কম্পিউটার অপারেটর, গার্ডেনার এবং টিকিট ক্লার্ক পদে দীর্ঘদিন ধরেই জনবল শূন্য রয়েছে।
 
সরেজমিন জানা গেছে, জরুরি বিভাগের জন্য ডেডিকেটেড বিল্ডিং না থাকায় সেবা প্রদানে ব্যাহত হচ্ছে অনেক দিন ধরেই। এছাড়া কক্ষ সংকটে চিকিৎসকদের জন্য সঠিক কক্ষের কোনো বরাদ্দ না থাকায় এক কক্ষেই গাদাগাদি করে বসতে হচ্ছে চিকিৎসকদের। ফলে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। প্যাথলজি বিভাগে সেল কাউন্টার মেশিন না থাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের সঠিক সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
 
এছাড়া প্যাথলজি বিভাগে নেই হরমন এনালাইজার। অচল হয়ে পড়ে আছে এক্স-রে মেশিন। অপারেশন থিয়েটারের কাজ সম্পন্ন না হওয়ায় এবং পোস্ট অপারেটিভ রুম প্রস্তুত না হওয়ায় গর্ভবতী মহিলাদের সিজারিয়ানসহ অন্যান্য অপারেশনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না।
 
এদিকে নিরাপত্তা প্রহরী না থাকায় বেশ কয়েকবার একাধিক চুরির ঘটনাও ঘটেছে হাসপাতালে। রাতে পুরো অরক্ষিত থাকে হাসপাতাল আঙিনা। পরিচ্ছন্নতাকর্মীর অভাবে চারপাশে নোংরা পরিবেশ তৈরি হচ্ছে।
 
রোগীরা জানান, হাসপাতালের এক বেডে একাধিক রোগীকেও থাকতে হচ্ছে মাঝেমধ্যেই। তাছাড়া পরিবেশ নোংরা থাকায় চিকিৎসা নিতে এসে বিপাকে পড়তে হয়।
 
জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইব্রাহিম হোসেন বলেন, জনবল সংকটের কারণে আমরা খুবই বিপাকে আছি। যারা কর্মরত আছি, ব্যক্তিগতভাবে টাকা দিয়ে পরিচ্ছন্নতাকর্মী রাখতে হচ্ছে। এতগুলো পদ শূন্য থাকায় রোগীর সঠিক সেবা প্রদানও ব্যাহত হয়। তারপরও আমরা চিকিৎসাসেবা দিতে সর্বাত্মক কাজ করে যাচ্ছি। কিন্তু কিছু কিছু পদে লোক না থাকায় চাইলেও সঠিক সেবা প্রদান করা যায় না।
 
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতিমা মাহজাবিন বলেন, হাসপাতালে চতুর্থ শ্রেণির শূন্যপদ রয়েছে ১৬টি। চতুর্থ শ্রেণির মোট মঞ্জুরিকৃত ১৯টি পদে জনবল আছে মাত্র ৩টি পদে। অন্যদিকে তৃতীয় শ্রেণির মঞ্জুরিকৃত ৭টি পদই শূন্য। এছাড়া নতুন ১০০ শয্যার ভবনটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় নানা রকম সমস্যা রয়েছে। জনবলের সংকট না থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা দেয়া সম্ভব। আমাদের সকল চিকিৎসক যথেষ্ট আন্তরিকতা নিয়ে সেবা দেয়ার চেষ্টা করেন। আর শূন্যপদসহ নানা সমস্যার বিষয়ে লিখিতভাবে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এমএসএম / জামান

মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই

রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়

যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার

সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নেত্রকোনায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ