ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নতুন অধ্যক্ষের যোগদান


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১১-৯-২০২৪ বিকাল ৭:৪৪

মানিকগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজে অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. শহীদুজ্জামান বুধবার (১১ সেপ্টেম্বর) যোগদান করেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম খানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। 

তিনি সরকারি দেবেন্দ্র কলেজ থেকে ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় কৃষি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে (বোর্ড স্ট্যান্ড ৩য়) উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞানে বিএসসি (অনার্স) এবং এমএসসি (মাস্টার্স) সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ব্যাংকে ৬ মাস চাকরি করার পর ১৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সুপারিশকৃত হয়ে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন।

প্রফেসর মো. শহীদুজ্জামান ইতিপূর্বে সরকারি নাজিমউদ্দীন কলেজ মাদারীপুর, করটিয়া সা'দত কলেজ টাঙ্গাইল-এ দায়িত্ব পালন করেন। নাগরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে এবং সর্বশেষ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ টাঙ্গাইলে অধ্যক্ষ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। 

দায়িত্বভার গ্রহণপরবর্তী সংক্ষিপ্ত পরিচিতিমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম খান, শিক্ষক পরিষদ সম্পাদক গিরীন্দ্র কুমার রায়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকবৃন্দ এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক মো ফজলুল হক।

এছাড়া মোহাম্মদ বাবুল হোসেন, সহকারী অধ্যাপক (মার্কেটিং) ও যুগ্ম-সম্পাদক, শিক্ষক পরিষদ, মো. সুজন মিয়া, সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান) ও কোষাধ্যক্ষ, শিক্ষক পরিষদসহ অন্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন যোগদানকৃত অধ্যক্ষ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদের একাডেমিক, সহ-শিক্ষা কার্যক্রমসহ সার্বিক উন্নয়নে সততার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। দেবেন্দ্র কলেজ থেকে পাস করা শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য বুয়েট, মেডিকেল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেন অধিক সংখ্যায় ভর্তি হতে পারে, সে বিষয়ে জোর দেবেন বলে জানান। 

তিনি কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ সকল অংশীজনের সহযোগিতা ও দোয়া কামনা করেন। প্রফেসর মো. শহীদুজ্জামান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সন্তান।

T.A.S / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা