মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

মানিকগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজে অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো. শহীদুজ্জামান বুধবার (১১ সেপ্টেম্বর) যোগদান করেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম খানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
তিনি সরকারি দেবেন্দ্র কলেজ থেকে ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় কৃষি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে (বোর্ড স্ট্যান্ড ৩য়) উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞানে বিএসসি (অনার্স) এবং এমএসসি (মাস্টার্স) সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ব্যাংকে ৬ মাস চাকরি করার পর ১৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সুপারিশকৃত হয়ে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন।
প্রফেসর মো. শহীদুজ্জামান ইতিপূর্বে সরকারি নাজিমউদ্দীন কলেজ মাদারীপুর, করটিয়া সা'দত কলেজ টাঙ্গাইল-এ দায়িত্ব পালন করেন। নাগরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে এবং সর্বশেষ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ টাঙ্গাইলে অধ্যক্ষ হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্বভার গ্রহণপরবর্তী সংক্ষিপ্ত পরিচিতিমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম খান, শিক্ষক পরিষদ সম্পাদক গিরীন্দ্র কুমার রায়, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপকবৃন্দ এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক মো ফজলুল হক।
এছাড়া মোহাম্মদ বাবুল হোসেন, সহকারী অধ্যাপক (মার্কেটিং) ও যুগ্ম-সম্পাদক, শিক্ষক পরিষদ, মো. সুজন মিয়া, সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান) ও কোষাধ্যক্ষ, শিক্ষক পরিষদসহ অন্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন যোগদানকৃত অধ্যক্ষ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদের একাডেমিক, সহ-শিক্ষা কার্যক্রমসহ সার্বিক উন্নয়নে সততার সাথে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। দেবেন্দ্র কলেজ থেকে পাস করা শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য বুয়েট, মেডিকেল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেন অধিক সংখ্যায় ভর্তি হতে পারে, সে বিষয়ে জোর দেবেন বলে জানান।
তিনি কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবকবৃন্দসহ সকল অংশীজনের সহযোগিতা ও দোয়া কামনা করেন। প্রফেসর মো. শহীদুজ্জামান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সন্তান।
T.A.S / জামান

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন
