ঢাকা শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

রায়পুরের চরআবাবিল ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ১২:৫৭

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পানচাষি, মাছচাষিসহ কৃষকরা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং চরআবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বটতলা সিএনজি স্টেশনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এ সময় বন্যায় কেড়ে নেয়া স্বপ্নের কথা স্মরণ করে ১নং চরআবাবিল ইউনিয়নের  হায়দারগঞ্জের ক্ষতিগ্রস্ত নিঃস্ব কৃষকরা বলেন, টানা বর্ষণে খাল-বিল, নদী-নালা প্লাবিত হয়ে আমাদের চারপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং ডাকাতিয়া নদীসহ স্থানীয় সকল খাল ও নদী স্থানীয় প্রভাবশালী কুচক্রী মহল জায়গায় জায়গায় বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে। ফলে সামান্য বৃষ্টি হলেও পানি নামছে না।

তারা বলেন, জলাবদ্ধতার কারণে আমাদের কয়েক কোটি টাকার পানের বরজ, মাছের  ঘের, ধানক্ষেত ডুবে পচে গেছে। আমরা পথে বসে গেছি। লাখ লাখ টাকা এনজিও থেকে লোন নিয়ে আমরা পানের বরজ করেছিলাম কিন্তু বন্যার পানি জলাবদ্ধতার কারণে নামতে না পারায় সকল কৃষি পচে নিঃস্ব হয়ে গেছি আমরা। বন্যার সেই পানি এখনো নামেনি ক্ষেত থেকে। আমাদের সকল স্বপ্ন পচে শেষ হয়ে গেছে। কিন্তু এনজিও থেকে নেয়া লোনের কিস্তি থেমে নেই। কিভাবে আমরা এখন কিস্তির টাকা পরিশোধ করব? অন্ততপক্ষে আমাদের কয়েকটা মাস সময় দেয়া হোক। কয়েকটা মাস কিস্তি আমাদের জন্য মওকুফ করা হোক এবং আমাদের ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের জন্য সুদবিহীন সহজশর্তে পুনরায় লোনের ব্যাবস্থা করা হলে আমরা আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব। আমরা কোনো দয়ার দান চাই না, আমরা সুদবিহীন লোন চাই এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, বন্যা আমাদের কোনো ক্ষতি করেনি, আমাদের ক্ষতি করেছে জলাবদ্ধতা। যদি সঠিক ড্রেনেজ ব্যবস্থা এবং নদীতে ঘের দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করা না হতো, তাহলে আমাদের কোনো ক্ষতি হতো না। আওয়ামী স্বৈরাচারের দোসর স্থানীয় চেয়ারম্যান দুলাল হাওলাদারের নেতৃত্বে কুচক্রী মহল ডাকাতিয়া নদীর জায়গায় জায়গায় বাঁধ দিয়ে কৃত্রিমভাবে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। আমরা ভুক্তভোগী কৃষক পরিবারসহ এলাকাবাসী ডাকাতিয়া নদীর সকল বাঁধ কেটে দেয়াসহ সুপরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে ১নং ইউনিয়নের জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাচ্ছি।

তারা বলেন, স্বৈরাচার সরকারের দোসর চেয়ারম্যান দুলাল হাওলাদার জোর করে তার দলের লোকের জন্য বাড়ির রাস্তা পরিবর্তন করে নির্মাণ করে দিতে পারেন। তথ্য সংগ্রহে সাংবাদিকরা গেলে তাদের অপমান, লাঞ্ছিত করতে পারেন। নদীগুলোতে তার নেতৃত্বে জলাবদ্ধতার সৃষ্টি করতে পারেন কিন্তু বাঁধগুলো কেটে দিয়ে সঠিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দিতে কেন পারছেন না? কিন্তু আমরা নদীতে দেয়া ঘেরগুলো কেটে দিয়ে সঠিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চাই।

জামান / জামান

আন্ধারিঝার ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগ

বিএনপি প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন নাঃ আইনজীবী

কোম্পানীগঞ্জে এতিমখানা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও হাফেজদের পাগড়ি প্রদান

আল্লাহর মহান আওলিয়াগনের জীবনী তুলে ধরতে ইমাম শেরে বাংলা (রহঃ) সুন্নী কনফারেন্স

নাটোর- ৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোটে জামায়াতের শক্ত অবস্থান

রৌমারীতে তিন দিন পর পুকুর থেকে বৃদ্ধনারীর লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ঠাকুরগাঁওয়ে ‘আলমগীর ফর টুমোরো’ ওয়েবসাইট উদ্বোধন

মুকসুদপুরে ২দিনব্যাপী জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চন্দনাইশে কার মাইক্রো-হাইচ শ্রমিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ত্রিশালে করিম-বানু ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু