ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

কপোতাক্ষের বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় বিপাকে ৩ উপজেলাবাসী


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৪-৯-২০২৪ দুপুর ১০:৪৬

সাতক্ষীরার তালাা ও কলারোয়া উপজেলা এবং যশোরের কেশবপুর উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বা ভরসা কপোতাক্ষ নদের উপর অবস্থিত কাটবাদামতলা নামক স্থানের একটি বাঁশের সাঁকো। সাগরদাঁড়ি লাগোয়া এলাকায় কপোতাক্ষ নদের উপর নদের উজান থেকে ভেসে আসা শেওলার চাপে সাঁকোটি ভেঙে ৩ উপজেলার কয়েক লাখ মানুষ দারুণ বিপাকে পড়েছে। একই সাথে এসব উপজেলার মানুষদের প্রয়োজনীয় কাজকর্মের জন্য আসা-যাওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, গত এক সপ্তাহ পার হয়ে গেলেও সাঁকোটি মেরামতের কোনো ব্যবস্থা করা হয়নি। উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের উজান থেকে ভেসে আসা শেওলার চাপে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত। সাগরদাঁড়ি ডাকবাংলোর পাশে কাটবাদামতলায় বাঁশের সাঁকোটি গত ২ সেপ্টেম্বর ভেঙে পড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে বিশেষ করে তালা উপজেলার সাথে কেশবপুর ও কলারোয়া উপজেলার প্রায় অর্ধশত গ্রামের মানুষের ওপর। যেমন পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার মানুষের সাগরদাঁড়ি বাজারে আসা-যাওয়া খুব সমস্যা হয়েছে। দীর্ঘদিন দুই পাড়ের মানুষ ওই বাঁশের সাঁকোটি ব্যবহার করে আসছে। কিন্তু তাদের ভরসা এখন নৌকা। জরুরি প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে নৌকায় পারাপার হতে হচ্ছে।

সরেজমিন পরিদর্শনে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নওশের আলী (৬৮) আক্ষেপ করে বলেন, দেশ স্বাধীনের পর আজও পর্যন্ত এখানে একটি ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি। এখানকার মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ বা সেতু নির্মাণ করা খুবই জরুরি। একই সাথে  জরুরি ভিত্তিতে সাগরদাঁড়ি, তালা ও কলারোয়া উপজেলার গ্রামবাসীর সুবিধার কথা বিবেচনা করে বাঁশের সাঁকোটি মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ ব্যাপারে স্থানীয়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন বলেন, সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের উপর সাঁকোটি স্থানীয় জনগণ নির্মাণ করেছিল। সাঁকোটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলে সমস্যা দেখা দিয়েছে। তবে দ্রুত সাঁকোটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

এমএসএম / জামান

গোপালগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসকের পরিদর্শন

হানিওয়েল কারখানা বন্ধ ঘোষণা,শ্রমিকদের বিক্ষোভ

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী