ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৪-৯-২০২৪ বিকাল ৬:৪৬

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) গোলাম কবিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, এনটিভির গোপালগঞ্জ প্রতিনিধি সারমাত হোসেন, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা, দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার প্রকাশক ও বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি এসএম মোস্তফা জামান, দৈনিক প্রথম আলো পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নুতন শেখ, দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কেএম সাইফুর রহমান, দৈনিক মানবজমিন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মুন্সী সাদিকুর রহমান শাহীন প্রমুখ। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামসুল আরেফীন, সহকারী কমিশনার মো. আতাউর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, দৈনিক সমকাল পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা, দৈনিক কালবেলা পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি বিএম জুবায়ের হোসেন, সিনিয়র সাংবাদিক আহমেদ আলী খান, আলিমুজ্জামান আলিম, কবীর মাহমুদ, মাই টিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ, সময় টিভির গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শেরালী, মাছরাঙ্গা টিভির গোপালগঞ্জ প্রতিনিধি এমএম সাবেত আহমেদ, নিউজ ২৪ টিভির গোপালগঞ্জ প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের ডাক পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ আকবর, দৈনিক আমার বার্তা ও এশিয়ান এইজ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমান মানিক, দৈনিক ভোরের বাণী পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মামুনুর রহমান জুয়েল, দৈনিক সকালের সময় পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি গোলাম রব্বানী, সাংবাদিক তানভীর হাসান সৈকত, ইকবাল মিয়া, অর্জুন বিশ্বাস, রিংকু মিয়াসহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচিতি পর্ব শেষে গোপালগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মুহম্মদ কামরুজ্জামান যোগদান করায় গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়া সাংবাদিকগণ প্রাপ্ত তথ্যউপাত্তের ভিত্তিতে স্বাধীনভাবে তাদের মতপ্রকাশের নিশ্চয়তা এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান দুর্নীতিমুক্ত সমাজ গড়া, আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং সকল ধরনের বৈষম্য দূর করে সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

নির্বাচনকে বানচাল করতে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে - আবুল কালাম

রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে জামায়াত:বিএনপি প্রার্থী ফখরুল

কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন

ময়মনসিংহ জেলখানা থেকে জামিন ছাড়াই ৩ আসামীর মুক্তি - ডেপুটি জেলার বরখাস্ত....

কাপাসিয়ার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিন--- শাহ রিয়াজুল হান্নান

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম অঞ্চল নৌ-কমান্ডার:

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, দুই সাবেক সেনা সদস্য গুরুতর আহত

উষ্ণতার বার্তা: মনপুরার অসহায়দের পাশে দাঁড়ালেন অনিক

রাজস্থলীতে ত্রয়োদশ নির্বাচনের উপলক্ষে সেনাবাহিনীর মতবিনিময় সভা

বড়লেখায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪৫০৫ জন প্রবাসী

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আমরা ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাবো-মিয়া গোলাম পরওয়ার