নির্বাচনকে বানচাল করতে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে - আবুল কালাম
বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী আবুল কালাম বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন দিয়ে গেছেন। তিনি সারাটা জীবন দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য কখনো কারো সঙ্গে আপস করেননি।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাপরগঞ্জ ইউনিয়নের কাগৈরতলা মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, ‘নির্বাচনকে বানচাল করতে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা কখনো সফল হবে না। তারা স্বাধীনতার সময়ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তা এ দেশের সবার জানা।
তারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, ‘তাদের শুধু দেশের সঙ্গে বেঈমানি করার অভিজ্ঞতা আছে। তারা স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার শত্রু ছিল। আমরা হলাম স্বাধীনতার পক্ষের শক্তি। আমাদের চারবার দেশ চালানোর অভিজ্ঞতা আছে। আমরা জানি রাষ্ট্র, জনগণ কিভাবে চালাতে হবে। আমি দেশনায়ক তারেক রহমানের ২৬ বছরের পরীক্ষিত সৈনিক।’
বিএনপির এই শিল্পবিষয়ক সম্পাদক বলেন, ‘এই দল (বিএনপি) করে আমি গর্ববোধ করি, কারণ এই দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই দল এই দেশের আপামর জনসাধারণের দল। আবুল কালাম বলেন, ‘জনতার ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি। যেখানে কোনো ভেদাভেদ বা বৈষম্য থাকবে না। একটি নিরাপদ বাংলাদেশ গঠনে বিএনপি মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।’
তিনি আরো বলেন, ‘এই দুই উপজেলার চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এবং মাদক বলতে কিছু থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করব।’
কালাম বলেন, ‘ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। এই প্রতীকের পবিত্রতা রাখতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি ধানের শীষকে আপনাদের কাছে আমানত হিসেবে দিয়ে রাখলাম। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।’
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু,নুর প্রমুখ।
এমএসএম / এমএসএম
নির্বাচনকে বানচাল করতে একটি মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে - আবুল কালাম
রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে জামায়াত:বিএনপি প্রার্থী ফখরুল
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন
ময়মনসিংহ জেলখানা থেকে জামিন ছাড়াই ৩ আসামীর মুক্তি - ডেপুটি জেলার বরখাস্ত....
কাপাসিয়ার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিন--- শাহ রিয়াজুল হান্নান
হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম অঞ্চল নৌ-কমান্ডার:
রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক নিহত, দুই সাবেক সেনা সদস্য গুরুতর আহত
উষ্ণতার বার্তা: মনপুরার অসহায়দের পাশে দাঁড়ালেন অনিক
রাজস্থলীতে ত্রয়োদশ নির্বাচনের উপলক্ষে সেনাবাহিনীর মতবিনিময় সভা
বড়লেখায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪৫০৫ জন প্রবাসী
বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
তাড়াশে ধাপ-ওয়াশিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা