ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

সিনিরদের মধ্যে মতপার্থক্য থাকলেও শিবচরের তরুণারা এক : কেন্দ্রীয় ছাত্রদল নেতা সোহেল রানা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৫-৯-২০২৪ দুপুর ৩:৩৮

সিনিয়রদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু শিবচরের তরুণরা এক বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সোহেল রানা। তিনি বলেন, শিবচর উপজেলা বিএনপির যে তরুণ সমাজ, আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। সিনিয়রদের মধ্যে মত, প্রাপ্তি এবং প্রত্যাশার পার্থক্য থাকতে পারে কিন্তু তরুণদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। তরুণরা দল, মত, গ্রুপ এবং এলাকা নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বৈরী আবহাওয়ার মধ্যেই বিগত ১৬ বছরে ফ্যসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত সকল শহীদসহ জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শিবচরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শোক শোভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা কেউ উচ্চাকাঙ্ক্ষী নই, কেউ দলের নমিনেশনপ্রত্যাশী নই। আমরা যারা বিএনপি করি, গত ১৭ বছর যে ক্রান্তিকাল পার হয়েছি, তারা সবাই একত্রিত হয়েছি। আমাদের যুদ্ধ শেষ হয়নি। যারা আমাদের সাথে ছিল, যে সহযোদ্ধারা পাশে ছিলেন, তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের রাজনীতিতে কিভাবে কাজ করা যায় তা নির্ধারণ করতে হবে।

তিনি আরো বলেন, অনুপ্রবেশকারীদের দ্বারা দল যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনুপ্রবেশকারীদের দ্বারা দল অতীতে যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সামনে যেন অনুপ্রবেশকারীদের দ্বারা দল ক্ষতিগ্রস্থ হতে না পারে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এই সহ-সভাপতি আরো বলেন, এই শিবচরে আমাদের বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার অনেক সময় গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন, আমরা এক জায়গায় দাঁড়িয়ে ম্যাডামের জন্য মোনাজাত করতে পারিনি। দেশনায়ক তারেক রহমান যখন দেশান্তরী হন, আমরা শিবচরে এক জায়গায় দাঁড়িয়ে তার মুক্তি চাইতে পারিনি। আমাদের অনেক ভুল আছে, অপ্রাপ্তি আছে। তবে একটা জায়গায় আমাদের সফলতা আছে। শিবচরে আমরা সকল লোভ-লালসা উপেক্ষা করে, হামলা-মামলাকে উপেক্ষা করে আমরা জাতীয়তাবাদকে ধারণ করেছি। এই একটা জায়গায় আমাদের সফলতা রয়েছে।

তিনি বলেন, আমরা তরুণসমাজ সিনিয়রদের বার্তা দিতে চাই, আপনারা একত্রে বসেন। দ্রুততম সময়ের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক সকল রাজনীতি বাদ করে দিন। আমরা শিবচরে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চাই না। শিবচরে আমরা খালেদা জিয়ার রাজনীতি চাই, জিয়াউর রহমানের আদর্শ চাই, তারেক রহমানের রাজনীতি চাই। আশা করি দ্রুততম সময়ে শিবচরে সাংগঠনিক রাজনীতি চালু হবে।

এ সময় গত ১৬ বছরে অসংখ্য খুন-গুম এবং রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার অভিযোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেল রানা।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হেমায়েত হোসেন খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বাক ইমতিয়াজ আহমেদ তুরাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর বেপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক শিহাব, সদস্য সচিব রিয়াজ গোমস্তাসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / জামান

চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক

বিগত সরকারের শাসনামলের ১৫ বছর আতঙ্কের ভিতর কাটিয়েছিঃ অভি

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য