চট্টগ্রাম হাটহাজারী মাদার্শা গ্রামে দূর্বেত্তের হামলায় আহত দুই

চট্টগ্রাম হাটহাজারী ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ৯ নাম্বার ওয়ার্ডে চিহ্নিত অপরাধী তিতুমীর এমরান গংদের হামলায় আহত হয়েছে মুমিনুল হক ও মুন্না। দুপুরে চইজ্জা পুকুর পাড় এলাকায় এমরান তার লোকজন নিয়ে অতর্কিত হামলা করে মমিন ও মুন্নার ওপর। আহতরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে অভিযুক্ত এমরান ও ইয়াছিনের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। আহত মমিনুল বলেন, এমরান ও ইয়াছিনের নেতৃত্ব ৫-৬ জন আমাদের ওপর হামলা করে। আমার হাত ভেঙ্গে যায়। এসময় তারা আমার ও মুন্নার কাছ থেকে স্বর্ণের আংটি ও নগদ টাকা নিয়ে যায়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হামলার বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার কথা জানান। এলাকাবাসী জানান এমরান ও ইয়াছিন দক্ষিণ মাদার্শা ১৩ নং ওয়ার্ডে জনমনে আতঙ্ক তৈরী করার চেষ্টা করছে দীর্ঘদিন যাবত। এমরানের নামে মার্ডার মামলাসহ একাধিক মামলা আছে ভোজপুরি ও হাটহাজারী থানায়। এলাকাবাসীর অভিযোগ হেফাজত, জামায়াত ও বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যক্তির নামে মামলা দেয়ার ভয়ভীতি প্রদর্শন করছে। তিতুমীর এমরান পীতা মোজাফফর একজন ওয়ারেন্ট মামলার আসামী। দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলো। পটপরিবর্তনের পর দেশে ফিরে রাজনৈতিক ভোল্ট পাল্টিয়ে এলাকায় মানুষকে মিথ্যা ও হয়রানি মূলক মামলা আসামি করার ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এমরান ও ইয়াছিন নীরহ মানুষের জমি দখলসহ এলাকায় নানান প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে বলে জানান ঈসমাইল- মান্নানসহ অনেকে।
চট্টগ্রামের বিনপি নেতা মীর হেলাল উদ্দিন বলেন, ফেরার বা মার্ডার মামলার আসামী বিএনপিতে স্থান হবেনা, এবং এসব চাঁদাবাজ বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করার কাজ চলছে। রাজনৈতিক পরিচয়ে যারা চাঁদাবাজি, জবর-দখল মানুষের মনে ভীতি তৈরী করবে তাদের বিরুদ্ধে দল ও প্রশাসন আইনী ব্যবস্থা নিবে। এমরান ও ইয়াছিন বিগত সরকারের সময় আওয়ামীলীগ বর্তমানে বিএনপি- জামায়াত ও হেফাজত নেতাদের নাম ভাঙ্গিয়ে এলাকায় জবরদখল মানুষের মনে আতঙ্ক তৈরী চেষ্টা করছে বলে জানান এলাকাবাসী। এমনকি মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মামুনকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, দীর্ঘদিন বিদেশে পলাতক এমরান দেশের বাইরে অবস্থান করে এলাকার মান্যগন্য ব্যাক্তি বর্গ, পুলিশের কর্মকর্তাদের হুমকি ধামকি ও সামাজিক মাধ্যমে নানান অপ্র-প্রচার চালিয়ে আসছে।
শান্ত এলাকাকে যারা অশান্ত করবে কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানান হাটহাজারী মডেল থানার ইনচার্জ হাবিবুর রহমান। তিনি বলেন অপরাধী সে যেই দলেরই হোক অপরাধ করলে ছাড় দেয়া হবে না। কেউ মিথ্যা বানোয়াট মামলা করলে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ। বলেন, এলাকায় কেউ জবর-দখল, সন্ত্রাসী বা উস্কানিমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, অভিযুক্তরা সেই যে দলেরই হোক কোন ছাড় নয বলে জানান দায়িত্বশীল এই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস
