ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৬ রাত ৮:৩১

ভীষণ গ্রুপের পূর্ব নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে শোক দিবসে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও মোনাজাতে পর নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে সাভারে সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও আয়োজকদের বিরুদ্ধে কোনো  লিখিত সতর্কতা বা আইনি ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাসন পলুর মার্কেট এলাকায় ভিশন গ্রুপের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ১লা জানুয়ারি সকালে ভিশন গ্রুপের বাগান বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এ অনুষ্ঠানে ভিশন গ্রুপের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের কথা স্মরণ করেন। তার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ভিশন গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মোনাজাতের শেষে একই আয়োজনে নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শোক ও দোয়ার পরিবেশে এ ধরনের আয়োজনকে উপস্থিত অনেকেই অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন।

স্থানীয় সূত্র জানায়, অনুষ্ঠান চলাকালীন  অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে অভিযোগ যাচাইয়ের পরও আয়োজকদের বিরুদ্ধে কোনো লিখিত সতর্কতা, মোবাইল কোর্ট পরিচালনা কিংবা প্রচলিত আইনের কোনো ধারায় ব্যবস্থা নেওয়া হয়নি।এতে জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন—অভিযোগ পাওয়ার পর প্রশাসন ঘটনাস্থলে গেলেও কেন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হলো না।

সচেতন মহলের মতে, রাষ্ট্রীয় শোক দিবস বা শোকস্মরণমূলক অনুষ্ঠানে প্রকাশ্য বিনোদনমূলক আয়োজন সরকারি নির্দেশনা ও সামাজিক রীতিনীতির পরিপন্থী হতে পারে। সাধারণ মানুষের ক্ষেত্রে এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও প্রভাবশালী প্রতিষ্ঠানের আয়োজনে প্রশাসনের নীরবতা দ্বৈত মানদণ্ডের অভিযোগকে সামনে এনেছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন,“শোকের অনুষ্ঠানের পর নাচ-গান হওয়া অনভিপ্রেত। প্রশাসন এসে কোনো ব্যবস্থা না নেওয়ায় মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।”

অনুষ্ঠানের ব্যানার ও সাইনবোর্ডে লেখা ছিল Happy New Year- 2026 ; ১লা জানুয়ারি ২০২৬ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ।শোকানুষ্ঠানের মতো সংবেদনশীল আয়োজনে এ ধরনের ত্রুটি আয়োজকদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আয়োজক পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।

আইন ও প্রশাসন সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ঘটনায় সতর্কতা বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও তা প্রয়োগ না হওয়া আইন প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতার ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, ভিশন গার্মেন্টসের জিএম (অপারেশন) শহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ভিশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ. কে. এম. হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিশন গ্রুপের পরিচালক এ. এইচ. এ. গাফ্ফার।

এমএসএম / এমএসএম

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ

জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে

তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা

তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি

তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত

ধোপাছড়িতে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে বিজিবির টহলে ২টি ভারতীয় গরু আটক