মাদারীপুরে দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিসের দাবিতে অভিনব প্রতিবাদ

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতির যেন শেষ নেই। দুর্নীতি রোধে মাঝে মাঝে কঠোর ব্যবস্থা নেয়ার কথা শোনা গেলেও বাস্তবে সবকিছুই শূন্য। এ কারণে দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিসের দাবিতে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং পাসপোর্ট অফিসের অফিস সহকারী কামরুল হাসানের বিচার ও পদত্যাগের দাবিতে পাসপোর্ট অফিসের দরজায় ব্যানার টাঙিয়ে দিয়েছে স্থানীয় সচেতন মহল। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলে টাকা ছাড়া মেলে না কোনো ধরনের সেবা। সেবাগ্রহীতা ভুক্তভোগীদের দাবি, দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে পাসপোর্ট অফিস। বিশেষ সাংকেতিক চিহ্ন ছাড়া কোনো পাসপোর্ট ফরম জমা নেয়া হয় না। কারো নামের বানান ভুল বা প্রবাসী হলে একেকটি পাসপোর্ট থেকে লাখ টাকা পর্যন্ত আদায় করা হয় বলেও অভিযোগ।
অনুসন্ধানে পাওয়া গেল, নানা অনিয়মের মূল হোতা সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং অফিস সহকারী কামরুল হাসানের নেতৃত্বে রয়েছে বিশাল সিন্ডিকেট। সূত্র জানায়, পাসপোর্টের জন্য কেউ সরাসরি আবেদনপত্র জমা দিলে ওই আবেদনপত্রে যে কোনোভাবে ভুলত্রুটি ধরে পুনরায় আবেদন করতে বলা হয়। তবে আবেদনকারী যদি নির্ধারিত কর্মচারীর কাছে ঘুষের টাকাসহ আবেদনপত্র জমা দেন, তাহলে কোনো সমস্যা হয় না। এখানে প্রতিদিন গড়ে দুই শতাধিক আবেদনপত্র জমা ও পাসপোর্ট সরবরাহ হয়ে থাকে। প্রতি পাসপোর্টে এক হাজার টাকা হিসাবে দৈনিক আদায় হয় মোটা অঙ্কের টাকা। পাসপোর্ট সংশোধনে নেয়া হয় ৫০ থেকে এক লাখ টাকা। ঘুষের টাকার সমন্বয় করেন অফিস সহকারী কামরুল হাসান। শীর্ষ কর্মকর্তাসহ সবাই এই টাকার ভাগ পান বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, আমার জাতীয় পরিচয়পত্রে নামের বানান একটি অক্ষর ভুল রয়েছে। এ কারণে আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়েছে। আমি দেশের বাইরে যাব। সময় কম তাই দিতে বাধ্য হয়েছি।
মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, দীর্ঘদিন থেকেই পাসপোর্ট অফিসে দুর্নীতি চলে আসছে। এখন নিরপেক্ষ সরকারের অধীনে দেশ চলছে। এ সময়ও থেমে নেই দুর্নীতি। আমরা চাই দুর্নীতিমুক্ত দেশ। দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিস। এ অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিচার চাই।
এ ব্যাপারে মাদারীপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের ব্যবহৃত সরকারি নাম্বারে ফোন দিলেও সাড়া মেলেনি। অভিযুক্ত কামরুল হাসানও কথা বলতে রাজি হননি।
তবে মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ এলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান

কালীগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

বেনাপোলে মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ

পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ বাকেরগঞ্জ বাসী

সীমান্তে রোহিঙ্গা পারাপারে সক্রিয় পাচঁ পাচারকারী আটক

রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

বিদ্যালয়ের মূল্যবান গাছ কম দামে বিক্রির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে

গোমস্তাপুরে বিএনপি নেতা মাসুদের গণসংযোগ

টাঙ্গাইলে নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেড চলাচলের ভাঙনে ৪০ পরিবার নিঃস্ব

কুড়িগ্রামে দুধকুমার নদীতে ডুবে বৃদ্ধা নিখোঁজ

পাঁচবিবিতে কৃষকের বাড়ী ভস্মীভূত, শত্রুতার আগুন নাকি, শর্ট সার্কিট ?

ঝিনাইদহ সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় বাবা ও মেয়ে দুজন নিহত
Link Copied