‘স্ত্রী ২’ ছবির কোরিওগ্রাফারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
ভারতের মালয়ালাম ইন্ডাস্ট্রির ওপর তৈরি সরকারি হেমা কমিশনের রিপোর্টের পর তোলপাড় চলছে পুরো দেশে। একের পর এক উঠে আসছে যৌন হেনস্থার অভিযোগ। ইতিমধ্যে দক্ষিণী সিনে জগতে একাধিক যৌন হয়রানির ঘটনা সামনে এসেছে।
এবার অভিযোগ বলিউডের আলোচিত ছবি ‘স্ত্রী ২’র কোরিওগ্রাফারের বিরুদ্ধে। সিনেমার জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’-র নাচের কোরিওগ্রাফি করেছেন শেখ জনি বাসা। তিনি বি-টাউনে জনি মাস্টার নামেও পরিচিত।
২১ বছরের এক তরুণী তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। হায়দরাবাদে রাইদুরগম থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। জনি মাস্টারের সঙ্গে গত কয়েক মাস ধরে কাজ করেছেন এ নারী। আউটডোর শুটিংয়ের সময় তাঁকে হেনস্থা করেছেন বলে অভিযোগ। তারপরই মুখ খোলার সিদ্ধান্ত নেন ভিকটিম।
চেন্নাই, মুম্বাই বা হায়দরাবাদের মতো নানা শহরে গিয়ে আউটডোর শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন জনি মাস্টার। নারসিঙ্গিতে তাঁর বাড়িতেও একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছেন জনি মাস্টারের দ্বারা, অভিযোগ এমনই। জানা যায়, পরবর্তী তদন্তের জন্য মামলাটিকে নারসিঙ্গি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, এই ঘটনা ২০১৯ সালের। কিন্তু এতদিন তিনি মুখ খুলতে পারেননি। কারণ তাঁকে জনি মাস্টার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। তাঁকে ইন্ডাস্ট্রি থেকে ব্ল্যাকলিস্ট করে দেওয়ার ভয় দেখানো হয় বলে দাবি ওই নারীর। জনির সহযোগীরাও ভয় দেখিয়েছেন বলে তিনি জানান। তবে অভিযুক্ত এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
তেলুগু ছবির ইন্ডাস্ট্রিতে জনি মাস্টার কোরিওগ্রাফার হিসেবে পরিচিত মুখ। কন্নড় ছবিতেও কাজ করেছেন। একাধিক জনপ্রিয় গান রয়েছে তাঁর কোরিওগ্রাফির তালিকায়। বলিউডে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’। সম্প্রতি ‘স্ত্রী’ ছবির গানের কোরিওগ্রাফি করে খবরের শিরোনামে আসেন তিনি।
T.A.S / T.A.S