ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

এমির মঞ্চে ইতিহাস গড়ল ‘শোগুন’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৪ দুপুর ১২:৪৬

টেলিভিশনের জগতের অস্কার বলা হয় এই পুরস্কারকে। টিভির সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো এমি! গত বছর অভিনেতা ও লেখকদের ধর্মঘটের কারণে অনুষ্ঠানটি বেশ খানিকটা পিছিয়ে চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। মাত্র ৮ মাসের ব্যবধানে ফের বসল এমি অ্যাওয়ার্ডসের আসর। আর এবারের আসরে রেকর্ড গড়ল শোগুন।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত তারকাখচিত আসরে এবছর জয়জয়কার শোগুনের। সামন্ততান্ত্রিক জাপানে যুদ্ধরত রাজবংশের গল্প নির্মিত সিরিজটি সব মিলিয়ে রেকর্ড ১৮টি পুরস্কার জিতেছে যা এমির ইতিহাসে আগে ঘটেনি। জাপানের সেনগোকু যুদ্ধরত রাজ্যের সময়কালকে ঘিরে সিরিজটি আবর্তিত হয়েছে। ‘শোগুন’-এ একজন সামুরাই যোদ্ধা এবং তার অধীনস্থ হওয়া একজন ব্রিটিশ নাবিকের কাহিনি উঠে এসেছে।

১০ পর্বের এই সিরিজের সংলাপের অধিকাংশই জাপানি ভাষায়, যা মার্কিন প্রযোজনার জন্য অস্বাভাবিক। তবে ভাষার গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী সব দেশের দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ায় শোগুন। সিরিজটির আইএমডিবি রেটিংও ঈর্ষনীয়। বর্তমানে ৮.৬ রেটিং রয়েছে এটির। রোটেন টমেটোস রেটিং ৯৯ শতাংশ। ড্রামা সিরিজের প্রধান অভিনেত্রী, ড্রামা সিরিজের প্রধান অভিনেতা, ড্রামা সিরিজের সেরা পরিচালক - এই তিন প্রধান ক্যাটাগরির সবগুলোই জিতে নিয়েছে শোগুন। এ বছর মোট ২৫টি মনোনয়ন পেয়ে সর্বোচ্চ ১৮টি পুরস্কার জিতে নিয়েছে শোগুন। শোগুনের পর এবারের এমির মঞ্চে ড্রামা ও কমেডি বিভাগে আধিপত্য বিস্তার করল জেরেমি অ্যালেন হোয়াইটের এফএক্স সিরিজ ‘দ্য বিয়ার।’ দ্য বিয়ার রাতের প্রথম দিকের কয়েকটি পুরস্কার জিতেছে।

প্রথমত, জেরেমি অ্যালেন হোয়াইট এবং ইবন স এফএক্সের দ্য বিয়ার-এ অভিনয়ের জন্য কমেডি সিরিজে সেরা অভিনেতা ও সহ-অভিনেতার সম্মান ছিনিয়ে নিয়েছেন। তাদের কো-স্টার লিজা কোলন জায়াস সেরা সহ-অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন। পরবর্তীতে, শোগুন ড্রামা বিভাগে আধিপত্য বিস্তার করতে শুরু করে। দ্য বিয়ারের ঝুলিতে এসেছে ১১টা এমি পুরস্কার। গত বছর হলিউডে জোড়া আঘাতের পর ২০২৩ সালের অনুষ্ঠানটি জানুয়ারিতে ঠেলে দেওয়ার পরে এটি এই বছরের দ্বিতীয় এমি অ্যাওয়ার্ডস।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে গত রাতে অনুষ্ঠিত হয় ৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শিটস ক্রিক তারকা ইউজিন লেভি এবং ড্যান লেভি। ৭৬ তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি লায়ন্স্যাগ প্লে-তে ভারতে স্ট্রিমিং হচ্ছে।

T.A.S / T.A.S