ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

তরুণ কলাম লেখক ফোরাম জাককানইবি শাখার নেতৃত্বে আলমগীর-জুলফিকার


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ২:০

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে আইন ও বিচার বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহ বিলিয়া জুলফিকার দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে সাধারণ সম্পাদক শাহ বিলিয়া জুলফিকার বলেন, আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করে তাদের লেখালেখির প্রতিভাকে বিকশিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। পাশাপাশি আমাদের কলম সৈনিকদের নিয়ে পত্রিকায় লেখালেখির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবো।

লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে নতুন সভাপতি আলমগীর হোসেন বলেন, আজ আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আমাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। ২০২৩-২৪ কার্যবর্ষেও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আমি তরুণ লেখকদের সৃজনশীলতা এবং দক্ষতাকে আরও উন্নীত করার প্রতিশ্রুতি দিচ্ছি। নজরুল বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী এবং কার্যকরী লেখক সম্প্রদায় গড়ে তোলার প্রতিজ্ঞা করছি। সৃজনশীল লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের নানা সমস্যা ঐক্যবদ্ধভাবে তুলে ধরে পরিশুদ্ধ করতে চাই। তারুণ্যের শাণিত কলমে আলোকিত ধরণী দেখতে চাই। নজরুল বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজকে লেখালেখির জগতে নিয়ে এসে বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদের বুদ্ধিবৃত্তিক সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির সমৃদ্ধির স্বার্থে কাজ করতে চাই। ইতোমধ্যে কেন্দ্রীয় সেলে পুরো বছরের কর্মপরিকল্পনা জমা দিয়েছি। আশা করি, ভালো কিছু হবে। আমাদের লেখনির মাধ্যমে দেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমার উপর আস্থা রাখায় কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারিকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বর্তমানে দেশের সরকারি,বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এ সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে।

এমএসএম / জামান

জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বাতিলের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

শিক্ষা ব্যবসা নয়, ভর্তি ফি যৌক্তিক করতে আহ্বান জাবি ছাত্রশিবিরের

সুবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. মোঃ নিজাম উদ্দিন

অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কুবিতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০১ (এক) জন শিক্ষক ও ১৯ (উনিশ) জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান

আদিবাসীদের 'আদিবাসী' হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি

পবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান কর্ণার’ এর উদ্বোধন

জবি ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি প্রকাশ

সাউথইস্ট ইউনিভার্সিটি এবং এম্পোরিয়া স্টেট ইউনিভার্সিটি, ইউএসএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

যবিপ্রবিতে ‘প্যারাসাইট রিসোর্স ব্যাংক পরিচিতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রাবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

জবিতে পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষা ফি কমানোর দাবি