মসজিদ নির্মাণকাজে অস্বাভাবিক ধীরগতি
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মিতব্য কেন্দ্রীয় মসজিদ নির্মাণকাজে অস্বাভাবিক ধীরগতির অভিযোগ উঠেছে। গত দুই মাস ধরে দৃশ্যত বিশেষ কোনো কারণ ছাড়াই বন্ধ রয়েছে নির্মাণকাজ। এতে যথাসময়ে নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
জানা গেছে, চলতি বছরের ৭ এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য ড. এএইচএম মুস্তাফিজুর রহমান। ২ হাজার ২৫২ বর্গমিটার এরিয়ায় ৯ কোটি টাকা মূল্যের এ প্রকল্পের মেয়াদ ১২ মাস। অথচ টানা ৫ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মসজিদের পিলার স্থাপনের কাজই শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এমকোটি-এনএইচই (জেভি)।
কাজ বন্ধ থাকার কারণ জানতে চাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মুফাসসিরুল ইসলাম বলেন, মসজিদের পিলার তৈরির কাজ শেষ হয়েছে কিন্তু পাইলিংয়ের জন্য হ্যামার মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কাজ আপাতত বন্ধ রয়েছে। তাছাড়া বর্ষা মৌসুম হওয়ায় কাজ করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
শুধুমাত্র কয়েকটি পিলার তৈরি করতেই কেন পাঁচ মাস লেগে গেল- এমন প্রশ্নের জবাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বলেন, বিভিন্ন সময়ে লকডাউন থাকায় এবং বর্ষা মৌসুম হওয়ায় ধীরগতিতে কাজ চালাতে হচ্ছে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।
প্রসঙ্গত, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমপ্লেক্স হিসেবে ব্যবহৃত টিনশেড ভবনটির ধারণক্ষমতা একেবারেই কম। এতে একসাথে সর্বোচ্চ ২৫০-৩০০ জন নামাজ পড়তে পারেন। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা সাড়ে ৭ হাজার। শুক্রবার জুমার নামাজের সময় অগনিত মুসল্লির বাহিরে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। প্রায়ই মুসল্লিদের বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করতেও দেখা যায়।
মসজিদ নির্মাণকাজে ধীরগতির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হিসাব বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জান বলেন, বিশ্ববিদ্যালয়ের বয়স ১৫ বছর হয়ে গেছে অথচ দুঃখজনকভাবে আমাদের ক্যাম্পাসে এখন পর্যন্ত ভালো একটি মসজিদ নেই। শুক্রবার নামাজ পড়তে আমাদের খুব কষ্ট হয়। নির্মাণকাজ তদারকিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের গাফিলতির কারণেই যথাসময়ে মসজিদের নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি
ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত