ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

মসজিদ নির্মাণকাজে অস্বাভাবিক ধীরগতি


মো. আরাফাত রহমান, জাককানইবি photo মো. আরাফাত রহমান, জাককানইবি
প্রকাশিত: ২৬-৮-২০২১ বিকাল ৫:৪৯

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মিতব্য কেন্দ্রীয় মসজিদ নির্মাণকাজে অস্বাভাবিক ধীরগতির অভিযোগ উঠেছে। গত দুই মাস ধরে দৃশ্যত বিশেষ কোনো কারণ ছাড়াই বন্ধ রয়েছে নির্মাণকাজ। এতে যথাসময়ে নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

জানা গেছে, চলতি বছরের ৭ ‍এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য ড. এএইচএম মুস্তাফিজুর রহমান। ২ হাজার ২৫২ বর্গমিটার এরিয়ায় ৯ কোটি টাকা মূল্যের এ প্রকল্পের মেয়াদ ১২ মাস। অথচ টানা ৫ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মসজিদের পিলার স্থাপনের কাজই শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান এমকোটি-এনএইচই (জেভি)।

কাজ বন্ধ থাকার কারণ জানতে চাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মুফাসসিরুল ইসলাম বলেন, মসজিদের পিলার তৈরির কাজ শেষ হয়েছে কিন্তু পাইলিংয়ের জন্য হ্যামার মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই কাজ আপাতত বন্ধ রয়েছে। তাছাড়া বর্ষা মৌসুম হওয়ায় কাজ করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

শুধুমাত্র কয়েকটি পিলার তৈরি করতেই কেন পাঁচ মাস লেগে গেল- এমন প্রশ্নের জবাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বলেন, বিভিন্ন সময়ে লকডাউন থাকায় এবং বর্ষা মৌসুম হওয়ায় ধীরগতিতে কাজ চালাতে হচ্ছে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।

প্রসঙ্গত, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমপ্লেক্স হিসেবে ব্যবহৃত টিনশেড ভবনটির ধারণক্ষমতা একেবারেই কম। এতে একসাথে সর্বোচ্চ ২৫০-৩০০ জন নামাজ পড়তে পারেন। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা সাড়ে ৭ হাজার। শুক্রবার জুমার নামাজের সময় অগনিত মুসল্লির বাহিরে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। প্রায়ই মুসল্লিদের বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করতেও দেখা যায়।

মসজিদ নির্মাণকাজে ধীরগতির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হিসাব বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জান বলেন, বিশ্ববিদ্যালয়ের বয়স ১৫ বছর হয়ে গেছে অথচ দুঃখজনকভাবে আমাদের ক্যাম্পাসে এখন পর্যন্ত ভালো একটি মসজিদ নেই। শুক্রবার নামাজ পড়তে আমাদের খুব কষ্ট হয়। নির্মাণকাজ তদারকিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের গাফিলতির কারণেই যথাসময়ে মসজিদের নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত