ঢাকা বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

হাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত


অলংকার গুপ্তা, হাবিপ্রবি photo অলংকার গুপ্তা, হাবিপ্রবি
প্রকাশিত: ১৮-৯-২০২৪ বিকাল ৭:৯

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের বিজনেস স্টাডিজ অনুষদের ৩০৫ নং কক্ষে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। উক্ত ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মামুনার রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মোঃ শামসুজ্জোহা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শাখার পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সেখ মোহাম্মদ শহিদ উজ জামান। এ সময় ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মহোদয়। পরবর্তীতে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল কালামের নির্দেশনায় উক্ত বিভাগের এমবিএ ১৫ ব্যাচের শিক্ষার্থীরা উক্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল আয়োজন করে। আয়োজনে মার্কেটিং মেরিটস, মার্কেটিং বাজ, ক্যাপ্টেন অব কমার্স, মার্কেটিং ম্যাভ্রিক্স ও মার্কেটিং ম্যানিয়া নামের ৫ টি প্রতিযোগী দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন স্বাদের খাবার তৈরি করে স্টলে প্রদর্শন করে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, আজকের ফেস্টিভ্যালে শিক্ষার্থীরা যে খাবার তৈরি করেছে, সেগুলোর গুণগত মান ও স্বাদের দিক থেকে অতুলনীয়। এই আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ট্যুরিজম সেক্টরে দেশ বিদেশে বিভিন্ন নামি দামি সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবে। তিনি বলেন, প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তারা সকলেই অনেক ভালো ভালো আয়োজন করেছে। খুব সামান্য ব্যবধানের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে। আসলে এটি কোনো বিষয় না। এখান থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারবো সেটিই বিবেচ্য বিষয়। পরিশেষে এতো সুন্দর আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আবুল কালাম বলেন, আমরা নতুন কিছু শেখানোর চেষ্টায় থাকি সবসময়। মার্কেটিং বিভাগ সবসময়ই ডায়নামিক কিছু করার চেষ্টা করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। মার্কেটিং বিভাগের আয়োজনে ভবিষ্যতে আরো ভালো ভালো আয়োজন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।
বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফেস্টিভ্যালে প্রথম স্থান অর্জন করে মার্কেটিং মেরিটস।

T.A.S / T.A.S

কুবিতে দ্বিতীয়বারের মতো আসছে 'টেডএক্স'

দুই শতাধিক প্রশ্নবিদ্ধ নিয়োগ দিয়েছেন শেকৃবির তিন ভিসি

ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে শঙ্কা

এবার জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজার

এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৭৭.৭৮

এইচএসসির ফল প্রস্তুত, বাতিল পরীক্ষার নম্বর নির্ধারণ যেভাবে

এইচএসসির ফল প্রকাশ আগামীকাল, জানা যাবে যেভাবে

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণের সভাপতি নাহিদ, সম্পাদক সজিব

বন্যার্তদের মাঝে খুকৃবির ত্রাণ ও প্রাণিখাদ্য বিতরণ

ইবিতে পোষ্য কোটার পাস নাম্বার নির্ধারণ

যবিপ্রবিতে মতবিনিময় সভায় সিনিয়র সচিব নাসিমুল গনি

কুবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ' টিক ইউর টক ৩.০'

এইচএসসির ফল ঘোষণা করবেন বোর্ড চেয়ারম্যানরা, জানা যাবে যেভাবে