ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

চাকরি দেয়ার নামে প্রতারণা : অভিযোগের ৫ মাস পর নোটিস


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৬-৮-২০২১ বিকাল ৫:৫২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম বালারডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষিকা পদে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শাহানাজ সুলতানা সরকারি বিভিন্ন দপ্তরে রেজিস্ট্রি করে ডাকযোগে লিখিত অভিযোগ দেন চলতি বছরের ১৪ মার্চ। অভিযোগের অনুলিপি পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও দেন তিনি। অভিযোগ দেয়ার দীর্ঘ ৫ মাস ৪ দিন পর তদন্ত করতে নোটিস করেছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া। ২৩ আগস্ট ইস্যুকৃত নোটিসে আগামী ৪ সেপ্টেম্বর তার কার্যালয়ে বেলা ১১টায় তদন্ত করা হবে উল্লেখ করা হয়েছে।

যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের মধ্যে দুজনকে বাদ দিয়ে নোটিস করেছেন জানিয়ে শাহানাজ সুলতানা বলেন, তারা (যে দুজনকে নোটিস করে ডাকা হয়নি) প্রভাবশালী হওয়ায় তদন্তকালীন ডাকা হয়নি। এতে তদন্তও প্রভাবিত হওয়ার আশঙ্কা করছি।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, তদন্ত প্রভাবিত হওয়ার কিছু নেই। অভিযোগে ৫ জনের মধ্যে ২ জনকে কেন ডাকা হয়নি জানতে চাইলে বলেন, তারা ওই মাদ্রাসার কেউ নন। এজন্য নোটিস করা হয়নি।

অভিযোগে শাহানাজ দাবি করেন, ২০০৪ সালে ওই মাদ্রাসার এবতেদায়ী শাখায় প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার আশ্বাস দিয়ে ৫ জনের যোগসাজশে ৬ লাখ ৭০ হাজার টাকা নেন দহগ্রাম বালারডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মো. আজম আলী। ওই সময়ে (২০০৪ সালে) আমার বাবা শফিকুল ইসলাম আবাদী জমি বিক্রি করে ৩ লোখ টাকা দেন সুপারকে। অনেক দিন মাদ্রাসায় গিয়ে ক্লাসও নিই। ২০১৯ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। এমপিওর তালিকায় আমার নাম আসেনি। এমপিওভুক্তির কথা বলে আবারো সুপার টাকা দাবি করেন। বাধ্য হয়ে গৃহপালিত পশু বিক্রি করে ‍এবং এনজিও থেকে ঋণ ও চড়া সুদে টাকা নিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা অফিস সহকারী মো. লুৎফর রহমান বুলু ও আমিনুল ইসলামের মাধ্যমে সুপারকে দিই। পরবর্তীতে চাকরির ব্যাপারে সঠিক সুরাহা না হওয়ায় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করি।  

শাহানাজ সুলতানা ‍আরো বলেন, অভিযোগে ওই মাদ্রাসার (দহগ্রাম বালারডাঙ্গা দাখিল মাদ্রাসা) সুপার, শিক্ষক, অফিস সহকারী, আউলিয়ারহাট দাখিল মাদ্রাসার সুপার, চিলার বাজার মহিলা মাদ্রাসার অফিস সহকারী পরস্পর আলোচনা করে টাক নেয়। তাদের ৫ জনের মধ্যে আউলিয়ারহাট দাখিল মাদ্রাসার সুপার, চিলার বাজার মহিলা মাদ্রাসার অফিস সহকারীকে নোটিস করা হয়নি। এই তদন্ত প্রভাবিত হতে পারে বলে আমার মনে হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে সুপার আজম আলী বলেন, অভিযোগ সত্য না মিথ্যা ওই দিন (তদন্তের দিন) কথা হবে। নোটিস করেছে, আমরা যাব। অভিযোগে ৫ জনকে অভিযুক্ত করা আছে কিন্তু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৩ জনকে ডেকেছেন। আমি সবাইকে ডাকতে বলেছি। অভিযোগ তো অবশ্যই মিথ্যা।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ