ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

চাকরি দেয়ার নামে প্রতারণা : অভিযোগের ৫ মাস পর নোটিস


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৬-৮-২০২১ বিকাল ৫:৫২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম বালারডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষিকা পদে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শাহানাজ সুলতানা সরকারি বিভিন্ন দপ্তরে রেজিস্ট্রি করে ডাকযোগে লিখিত অভিযোগ দেন চলতি বছরের ১৪ মার্চ। অভিযোগের অনুলিপি পাটগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকেও দেন তিনি। অভিযোগ দেয়ার দীর্ঘ ৫ মাস ৪ দিন পর তদন্ত করতে নোটিস করেছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া। ২৩ আগস্ট ইস্যুকৃত নোটিসে আগামী ৪ সেপ্টেম্বর তার কার্যালয়ে বেলা ১১টায় তদন্ত করা হবে উল্লেখ করা হয়েছে।

যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের মধ্যে দুজনকে বাদ দিয়ে নোটিস করেছেন জানিয়ে শাহানাজ সুলতানা বলেন, তারা (যে দুজনকে নোটিস করে ডাকা হয়নি) প্রভাবশালী হওয়ায় তদন্তকালীন ডাকা হয়নি। এতে তদন্তও প্রভাবিত হওয়ার আশঙ্কা করছি।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, তদন্ত প্রভাবিত হওয়ার কিছু নেই। অভিযোগে ৫ জনের মধ্যে ২ জনকে কেন ডাকা হয়নি জানতে চাইলে বলেন, তারা ওই মাদ্রাসার কেউ নন। এজন্য নোটিস করা হয়নি।

অভিযোগে শাহানাজ দাবি করেন, ২০০৪ সালে ওই মাদ্রাসার এবতেদায়ী শাখায় প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার আশ্বাস দিয়ে ৫ জনের যোগসাজশে ৬ লাখ ৭০ হাজার টাকা নেন দহগ্রাম বালারডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মো. আজম আলী। ওই সময়ে (২০০৪ সালে) আমার বাবা শফিকুল ইসলাম আবাদী জমি বিক্রি করে ৩ লোখ টাকা দেন সুপারকে। অনেক দিন মাদ্রাসায় গিয়ে ক্লাসও নিই। ২০১৯ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়। এমপিওর তালিকায় আমার নাম আসেনি। এমপিওভুক্তির কথা বলে আবারো সুপার টাকা দাবি করেন। বাধ্য হয়ে গৃহপালিত পশু বিক্রি করে ‍এবং এনজিও থেকে ঋণ ও চড়া সুদে টাকা নিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা অফিস সহকারী মো. লুৎফর রহমান বুলু ও আমিনুল ইসলামের মাধ্যমে সুপারকে দিই। পরবর্তীতে চাকরির ব্যাপারে সঠিক সুরাহা না হওয়ায় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করি।  

শাহানাজ সুলতানা ‍আরো বলেন, অভিযোগে ওই মাদ্রাসার (দহগ্রাম বালারডাঙ্গা দাখিল মাদ্রাসা) সুপার, শিক্ষক, অফিস সহকারী, আউলিয়ারহাট দাখিল মাদ্রাসার সুপার, চিলার বাজার মহিলা মাদ্রাসার অফিস সহকারী পরস্পর আলোচনা করে টাক নেয়। তাদের ৫ জনের মধ্যে আউলিয়ারহাট দাখিল মাদ্রাসার সুপার, চিলার বাজার মহিলা মাদ্রাসার অফিস সহকারীকে নোটিস করা হয়নি। এই তদন্ত প্রভাবিত হতে পারে বলে আমার মনে হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে সুপার আজম আলী বলেন, অভিযোগ সত্য না মিথ্যা ওই দিন (তদন্তের দিন) কথা হবে। নোটিস করেছে, আমরা যাব। অভিযোগে ৫ জনকে অভিযুক্ত করা আছে কিন্তু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৩ জনকে ডেকেছেন। আমি সবাইকে ডাকতে বলেছি। অভিযোগ তো অবশ্যই মিথ্যা।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য

সুরক্ষা দেয়াল না থাকায় সড়কের ধ্বস: ইউএনওর হস্তক্ষেপে চালু হলো অস্থায়ী যোগাযোগ

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও চারা বিতরণ

আড়িয়াল খাঁ নদে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

গুরুদাসপুরে জ্বলন্ত লাকড়ির আঘাতে শিশুর মৃত্যু

বরগুনায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ফুলছড়িতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পানি বিতরণ

জয়পুরহাটে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

স্বনির্ভর ইউনিটে পরিণত আরএমপি, রাজশাহীর গর্ব

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা জুড়ীর শরীফ খান