যে সরকারই আসুক দায়িত্বের জায়গায় অটল থাকব : চবি উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া বলেছেন, আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আমি একটি পরিবর্তিত অবস্থায় দায়িত্ব পেয়েছি। যে সরকারই ক্ষমতায় আসুক না কেনো আমি নিজের দায়িত্বের জায়গায় অটল থাকব, পিছপা হব না। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
চবি উপাচার্য আরো বলেন, আমি গত ৪০ বছর ধরে এই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ সময়ে আমি কোনো প্রশাসনিক কাজে জড়িত ছিলাম না বা সুযোগ পাইনি। এর কারণ হচ্ছে আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা একাডেমিক ইনস্টিটিউট। এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠান কাজ করবে শিক্ষা ও গবেষণা নিয়ে। কিন্তু এতদিন ধরে তা না হওয়ায় ওয়ার্ল্ড র্যাংকিংয়ে খুজতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়কে খুজে পাওয়া যায়না।
সাংবাদিকদের সাথে আলোচনা সভায় উপাচার্য বেশ কিছু দিক নিয়ে কথা বলেন। আবাসিক হল নিয়ে উপাচার্য বলেন, আবাসিক হলে শিক্ষার্থী তোলা নিয়ে আমি দুইজন বিদেশি বিশেষজ্ঞের সাথে আলোচনা করব। দূরত্ব বিবেচনার পাশাপাশি আর কি কি বিষয় দেখে শিক্ষার্থীদের হলে সিট দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করব।
আবাসিক হলের খাবার মান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আবাসিক হলের মধ্যে ফাও খাওয়া, মাস্তানি করা এগুলো জাদুঘরে যাবে। আমি হলে গিয়ে অণুবীক্ষণযন্ত্র দিয়ে দেখব মাছের মধ্যে কিছু আছে কিনা।
ক্লাস কবে নাগাদ শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নিয়োগ হয় সেপ্টেম্বরের ১৯ তারিখ বৃহস্পতিবারে। এরপর মাত্র ১টি কর্মদিবস পেয়েছি। এই একদিনেই আমি হল প্রভোস্টসহ, প্রক্টর ও ডিন নিয়োগ দিয়েছি। আমাদের প্রথম লক্ষ অতিদ্রুত একাডেমিক কার্যক্রম চালু করা।
উপাচার্যের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চবিসাসের সভাপতি মোহাম্মদ আজহার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সহ-সভাপতি আহমেদ জুনাইদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহরিয়াজ, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জানে আলম ও কার্যনির্বাহী সদস্য মাহফুজ শুভ্রসহ সাধারণ সদস্যবৃন্দ।
T.A.S / জামান
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল