ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রাস্তা নয় যেন চাষের জমি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৮-২০২১ বিকাল ৫:২১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরের হাসনাবাদ গ্রামের একটি গুরুত্বপূর্ণ জনচলাচল রাস্তা ঢালিপাড়া সড়ক। কিন্তু দেখলে যে কেউ মনে করবেন এটি রাস্তা নয়, যেন চাষের জমি, ধান রোপণের জন্য এটি তৈরি করা। এলাকার এই একটি মাত্র সড়ক দিয়ে চলাচল করতে প্রতি মুহূর্তে যেন যুদ্ধের মুখোমুখি হতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বিশেষ করে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদা মাড়িয়ে চলতে হয় এলাকাবাসীকে। অবস্থাদৃষ্টিতে মনে হয়, এটি মেরামতে কারো দায়িত্বের মধ্যে পড়ে না।

দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সংস্কারবিহীন থাকায় বর্তমানে এ সড়ক এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এক যুগেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট দফতরে এলাকাবাসী সংস্কারের দাবি জানিয়ে এলেও এখনো হয়নি সংস্কারকাজ। এভাবে বছরের পর বছর অতিবাহিত হলেও সড়কটির বিষয়ে এখনো দেখা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি। বর্ষা এলেই ওই এলাকার কয়েক হাজার বাসিন্দার চলাচলে পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। 

সরেজামিন দেখা যায়, প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি কাদাতে ভরপুর যেন চাষের জমিতে পরিণত হয়েছে। অথচ এ সড়কেই প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে চলাচলা করতে হয়। সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান কাদায় মাড়িয়ে বাজারে-ঘাটে যাতায়াতে হয় নানা অসুবিধা। এভাবে হাঁটু সমান কাদা নিয়ে মধ্যবয়সীরা বহু কষ্টে চলাচল করলেও বৃদ্ধ এবং শিশুরা চলাচলে সীমাহীন কষ্টে পড়তে হয়। মুমুর্ষ রোগী হলেতো কষ্টের সীমা নেই। এ পরিস্থিতিতে স্কুল - কলেজের ছাত্র-ছাত্রীদের চলাফেরা চরম ঝুঁকিতে। বিকল্প রাস্তা না থাকায় প্রতিদিন এই সড়ক দিয়ে কৃষকের যেতে হচ্ছে ক্ষেত-খামারে এবং বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষদের নানা কাজে রাস্তাটি ব্যবহার করতে হয়। এছাড়া বহু বসত-বাড়ি থাকায় বিভিন্ন বয়সের মানুষ ওই রাস্তা দিয়ে বাধ্য হয়ে চলাফেরা করতে হচ্ছে। কিন্তু রাস্তাটির অতিরিক্ত কাদার কারনে চলাচলে অযোগ্য হয়ে পড়ায় সীমাহীন দুর্ভোগে এলাকার মানুষ।

স্থানীয় এলাকাবাসী মনে করেন, জনপ্রতিনিধিদের উদাসীনতা আর অবহেলার কারণে দীর্ঘ এক যুগ ধরে রাস্তার সংস্কার হচ্ছে না। তারা বলেন, আমাদের চলাচলের মূল রাস্তাটির অবস্থা খুবই নাজুক। রাস্তার মধ্যে হাঁটু সমান কাদায় আমাদের হাঁটা চলা দুঃসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত আমরা এলাকাবাসীরা কষ্ট ভোগ করছি। অনেক জনপ্রতিনিধি নির্বাচন আসলেই রাস্তার কাজ করে দেয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু তাতেই সীমাবদ্ধ থেকে যায় । কাজ কিছুই হয়না। তারা আশা প্রকাশ করেন পূর্নাঙ্গ সড়কটি পাকা করার বিষয়ে বর্তমান নেতৃবৃন্দের নিরবচ্ছিন্ন মনযোগ ও আন্তরিকতাভাবে সহযোগিতা করবেন । 

এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বলেন, গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের জন্য কয়েকবার বরাদ্ধ চেয়ে আবেদন করছি, বরাদ্ধ পাইনি তাই কাজ হয়নি, বর্তমান এই সরকারের আমলে এমন রাস্তা থাকা সত্যি লজ্জাজনক, আমি চেষ্টা করবো রাস্তাটি দ্রুত মেরামতের।

এমএসএম / জামান

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক