ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বায়ুদূষণের শীর্ষে গাজীপুর


জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী photo জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী
প্রকাশিত: ২৪-৯-২০২৪ দুপুর ৪:২৩

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে বায়ুদূষণের শীর্ষে রয়েছে গাজীপুর জেলা। টঙ্গীর দত্তপাড়া এলাকায় সাদিয়া কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ‘নির্মল বায়ু নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন রোধে করণীয়’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস্) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ) এবং বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহযোগিতায় কর্মশালায় সাংবাদিক ও মাঠকর্মীদের সাথে মতবিনিময় করা হয়।

এতে জানানো হয়, বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ৬৪ জেলার বায়ুমান বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করে। ২০২১-২৩ সালে গবেষণা থেকে দেখা যায়, বাংলাদেশের ৬৪ জেলার গড় অতিক্ষুদ্র বস্তুকণা প্রতি ঘনমিটারে ১০৫.৫৮ মাইক্রোগ্রাম ছিল, যা অতিক্ষুদ্র বস্তুকণার দৈনিক আদর্শ মান (প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম) থেকে প্রায় ১.৬২ গুণ বেশি। এতে দেখা গেছে, অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি ক্রমে শিল্প অধ্যুষিত ৩টি জেলা গাজীপুর, ঢাকা এবং নারায়ণগঞ্জ দূষণের শীর্ষে অবস্থান করছে। 

প্রধান আলোচক ছিলেন, ক্যাপস্ এর চেয়ারম্যান গবেষক ও অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার। গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, আই.ইউ.বি.এ.টি এর পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আহমেদ। 

বায়ুদূষণ, শব্দদূষণ, পানিদূষণ ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা ও তথ্য এবং এর আলোকে সকলের করণীয় সম্পর্কে আলোচকগণ বিস্তারিত তুলে ধরেন। প্রধান আলোচক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, দেশে ২৫শতাংশ বনায়নের প্রয়োজনীয়তা থাকলেও আছে মাত্র ১১শতাংশ। শুধুমাত্র ছাদবাগান দিয়ে এই ঘাটতি পুরণ করা যাবে না। নদী দূষণ, গাড়ির কালো ধোঁয়া, ট্রাফিক জ্যাম, অবকাঠামো নির্মাণ থেকে দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরেন। ব্যক্তি জীবনে প্রত্যেককে ভোগবাদী চিন্তা পরিহার করে প্রয়োজনের সঠিক মাত্রা নির্ণয় ও ব্যবহারে সচেতন হতে পরামর্শ দেন তিনি। পলিথিন এবং প্লাস্টিক ব্যবহারের মাত্রা কমিয়ে আনা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার প্রতি যত্নশীল হবার পরামর্শের পাশাপাশি সরকারের উদ্দেশ্যে ফিটনেস বিহীন যান, ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ, নির্মাণাধীন ভবন ঘেরাও দিয়ে ঢেকে পানি ছিটিয়ে নির্মাণ আইননুসারে বিল্ডিং নির্মাণ নির্দেশনা এবং বিশেষ করে সড়ক-মহাসড়কে উন্নয়ন কাজের বিলম্বের প্রতি কড়া ব্যবস্থা নিতে আহ্বান জানান। 

আলোচনায় ড. ফেরদৌস আহমেদ বলেন, দুঃখজনক সত্য হলো নদী দখলের কথা বললেও আমরা নদী দূষণকারীদের চিন্হিত করছি না। কলকারখানার কেমিক্যালের দূষিত পদার্থ মিশে জলাধার ও নদীর পানি দূষিত করছে। তিনি টঙ্গীর ঐতিহ্যবাহী তুরাগ নদীর কথা তুলে ধরে বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ নদী কলকারখানার কেমিক্যালের সরাসরি প্রভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। রেমিট্যান্সের দোহাই দিয়ে দেশের প্রকৃতিকে এভাবে ক্ষতি করে মানবিক বিপর্যয়ের সম্মুখীন করা যায় না। তিনি পচনশীল বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন এবং রিসাইকিলিং উদ্যোক্তাদের সহজ ও দ্রুত ঋণ দিতে সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে আসতে অনুরোধ করেন। দেশের প্রতিটি অঞ্চলে পরিবেশ ক্যাডার নিয়োগসহ পরিবেশ নিয়ে কাজ করা গবেষণা ও মাঠপর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করতেও তিনি আহ্বান জানান। 

বক্তারা পরিবেশ রক্ষায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসার পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকি এবং বিশেষ করে শিশুদের নিরাপত্তা বিবেচনা করে আরো বেশি করে তথ্য-উপাত্ত সমৃদ্ধ প্রতিবেদন করতে আহ্বান জানান। এছাড়াও বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের এবিষয়ে যথাযথ ভূমিকা নিশ্চিত করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। 

বাপার সহ-সভাপতি ইসরাত জাহান পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে প্রচারণামূলক উদ্যোগ গ্রহণের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডভোক্যাসি ও কেম্পেইন কো-অর্ডিনেটর মীর রেজাউল করিম। সভাপতির বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন টঙ্গী এপি'র মানষ বিশ্বাস। বক্তব্য রাখেন, নদী বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোটের হাসান ইউসুফ খান প্রমুখ। 

কর্মশালায় উপস্থিত সাংবাদিকগণ আলোচনায় নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এবং এবিষয়ে তথ্য প্রদান ও সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ নিহত ৩

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান

হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব

টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা