রাস্তা কার্পেটিংয়ে নিজস্ব মিক্সার ব্যবহারে অনিহা, আয় বঞ্চিত চসিক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাস্তা মেরামতে নিজস্ব এসফল্ট প্ল্যান্টের মিক্সার ব্যবহারের বাধ্যবাদকতা থাকলেও কতিপয় প্রকৌশলীরা তা মানছে না। সংশ্লিষ্ট প্রকৌশলীরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রধান প্রকৌশলীর অনুমতি নিয়ে বাইরের মিক্সার ব্যবহার করছে বলে জানা গেছে। ফলে বছরে প্রায় ৬ কোটি টাকা আয় বঞ্চিত হচ্ছে চসিক।
জানা যায়, চসিকের ৩টি নিজস্ব এসফল্ট মিক্সার প্ল্যান্ট রয়েছে। এরমধ্যে চালু আছে মাত্র একটি। এই একটি প্ল্যান্টের সক্ষমতা রয়েছে দৈনিক প্রায় ৭০০ টন। কিন্তু কয়েকটি অঞ্চলের নির্বাহী প্রকৌশলীরা মিক্সার না নেওয়ায় চাহিদা অনেক কম। নিয়মিত মিক্সার অর্ডার থাকলে বছরে চসিকের প্রায় ১০ কোটি টাকা আয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী।
এবিষয়ে চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) শাহীনুল ইসলাম বলেন, চসিকের ৩ টা এসফল্ট প্ল্যান্ট আছে এরমধ্যে চালু আছে ১ টা, এটার সক্ষমতা দৈনিক ৭০০ টনের মতো। বাকি দুটো চালু হলে বছরে ১০ কোটি টাকা আয় হতে পারে। কিন্তু কতিপয় প্রকৌশলীর গাফিলতির ফলে একটার উৎপাদিত পণ্যই ডেলিভারী হচ্ছে না। তবু গত নভেম্বর ও ডিসেম্বর ২ মাসে ১ কোটি ৮৪ লাখ টাকা আয় হয়েছে। শুধু একটা থেকেই বছরে ৫ কোটি টাকা আয় করা সম্ভব।
কার্পেটিং কাজে বাইরের প্রতিষ্ঠানের মিক্সার ব্যবহারের কথা স্বীকার করে চসিকের অঞ্চল ৪ এর নির্বাহী প্রকৌশলী (অ.দা.) মাহমুদ শাফকাত আমিন বলেন, ’চসিকের প্ল্যান্ট থেকে মিক্সার নেয়ার বাধ্যবাদকতা আছে আমরা ও নিচ্ছি তবে মাঝে মাঝে প্রধান প্রকৌশলীর অনুমতি সাপেক্ষে বাইরে থেকে নেয়া হয় এটা অস্বীকার করার উপায় নেই।’ নিজস্ব প্ল্যান্টের সক্ষমতা থাকা সত্ত্বেও বাইরের মিক্সার নিয়ে চসিকের ক্ষতি করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ’চিফ ইঞ্জিনিয়ারের অনুমতিতেই নেয়া হচ্ছে। এতে আমার কোন দায় নেই। আপনি স্যারের সাথে কথা বলেন।’
সার্বিক দিক বিবেচনায় চসিকের নিজস্ব প্ল্যান্টের মিক্সার ব্যবহার বাধ্যতামূলক করে গতবছরের ১৩ নভেম্বর আফিস আদেশ দিয়েছে প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল। অফিস আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিটুমিনাস কাপের্টিং রাস্তার উন্নয়ন/সংস্কার কাজের জন্য কর্পোরেশনের নিজস্ব এ্যাসফল্ট প্ল্যান্ট দ্বারা মিক্সার ব্যবহার করার জন্য ইতিপূর্বে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলেও কিছু ঠিকাদার বাইরের প্ল্যান্ট ব্যবহার করে কার্পেটিং কাজ করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এক্ষেত্রে ঠিকাদারের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা সাপেক্ষে নিজস্ব প্ল্যান্ট ব্যবহার করতে পারবেন নতুবা সিটি কর্পোরেশনের প্ল্যান্ট হতে বিটুমিনাস কার্পেটিং ব্যবহার করতে হবে। কোন কারণে চসিকের প্ল্যান্ট বন্ধ থাকলে ঠিকাদার অন্য কোন প্ল্যান্ট ব্যবহার করলে সুনির্দিষ্ট কারণ উল্লেখ পূর্বক তা চসিকের পূর্বানুমতিপত্র নিতে হবে। চসিকের প্ল্যান্ট ব্যবহার সংক্রান্ত বিষয়ে ঠিকাদারের বিল কপিতে যান্ত্রিক উপ-বিভাগের মতামত নিতে হবে।
সূত্র জানায় নগরীতে চসিকের রক্ষণাবেক্ষণাধিন প্রায় ১৪০০ কিলোমিটার পাকা রাস্তা রয়েছে এরমধ্যে ১১০০ কিলোমিটারের মতো কার্পেটিং, বাকীগুলো আরসিসি। সম্প্রতি আড়াই হাজার কোটি টাকার প্রকল্পে আরো কিছু নতুন রাস্তা তৈরি হচ্ছে। সব মিলিয়ে বিপুল পরিমাণ রাস্তা মেরামতে চসিকের নিজস্ব প্ল্যান্ট থেকে মিক্সার ব্যবহার করা হলে একদিকে যেমন আর বাড়বে অন্যদিকে গুনগত মানের কারণে কাজের স্থায়ীত্ব হবে বেশিদিন। ফলে সরকার বা চসিকের মোটা অংকের রাজস্ব ব্যয় থেকে রক্ষা পাবে।
এবিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল বলেন, ’নগরের রাস্তা মেরামতের গুনগত মাণ ও চসিকের স্বার্থ বিবেচনা করে নিজস্ব প্ল্যান্ট থেকে মিক্সার ব্যবহার করতে বলা হয়েছে। নিজস্ব প্ল্যান্টের মিক্সার ব্যবহার ফার্স্ট প্রায়োরিটি। অফিস আদেশ প্রতিপালনে কেউ ব্যর্থ হলে অবশ্যই শাস্তি পেতে হবে। তবে অনেক সময় ঠিকাদারের নিজস্ব প্ল্যান্ট থাকলে বা আমাদের প্ল্যান্ট কর্মঅক্ষম অথবা নষ্ট হলে সেক্ষেত্রে বাইরেরটা ব্যবহার করতে পারবে। আবার দেখা যায় একইদিনের একই সময়ে একাধিক স্থানে কার্পেটিংয়ের কাজ চলছে সেক্ষেত্রে সময়মতো কাজ শেষ করার জন্য প্রয়োজনে বাইরের মিক্সার ব্যবহার করা যাবে। ’
এমএসএম / এমএসএম
বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন
খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা
খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার
অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ
দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক
কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ
শহীদ ওসমান হাদী স্মরণে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা ও পাঠক সমাবেশ
বড়লেখায় ৬৯ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২০, ঝুঁকিপূর্ণ ৩৬ টি কেন্দ্র
রাস্তা কার্পেটিংয়ে নিজস্ব মিক্সার ব্যবহারে অনিহা, আয় বঞ্চিত চসিক
অবৈধ নিয়োগ ও ভূয়া সনদে চাকুরীর অভিযোগ উঠেছে প্রভাষক ইকবাল হোসেনের বিরুদ্ধে
শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত