ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে রদবদল


আশিক মিয়া, চবি photo আশিক মিয়া, চবি
প্রকাশিত: ২৪-৯-২০২৪ বিকাল ৭:৪৭

গণঅভ্যুত্থান পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনিক বড় বড় পদে রদবদল হয়েছে। ভিসি থেকে শুরু করে দুই প্রো-ভিসি, প্রক্টর, প্রভোস্টসহ নতুন ডিন নিয়োগ হয়েছে। 

গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ তম ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারকে। এদিকে ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি (প্রশাসন) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে ২২ সেপ্টেম্বর চবি প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয় ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে। একই দিনে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে চবির ৯ অনুষদের ডিনদের অব্যাহতি দিয়ে নতুন ডিন নিয়োগ দেয়া হয়। ওইদিনই বিশ্ববিদ্যালয়ের ১৪ টি আবাসিক হলে নতুন করে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়।

নতুন নিয়োগপ্রাপ্ত চবির কলা ও মানববিদ্যা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো: ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, ব্যাবসায় প্রশাসন অনুষদের দায়িত্ব পালন করবেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস.এম. নছরুল কদির, সমাজ বিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: আলাউদ্দিন মজুমদার, আইন অনুষদের দায়িত্ব পালন করবেন আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের দায়িত্ব পালন করবেন ইন্সটিটিউট অব মেরিম সায়েন্সের অধ্যাপক ড. মো: শাহাদাত হোসেন। এছাড়া উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নিজে শিক্ষা অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন।

এদিকে ছেলেদের ৯ টি আবাসিক হলের দায়িত্ব পেলেন যারা- শাহজালাল হলে নতুন হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান, শাহ্ আমানত হলে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া, সোহরাওয়ার্দী হলে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, আলাওল হলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, এএফ রহমান হলে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, শহীদ আব্দুর রব হলে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, মাস্টার দা সূর্যসেন হলে বন ও পরিবেশ বিজ্ঞান ইনিস্টিটিউটের অধ্যাপক ড.মোহাম্মদ সৈয়দ শামসুল হুদা। 

মেয়েদের ৫ টি আবাসিক হলের দায়িত্ব পেলেন যারা- প্রীতিলতা হলের নতুন হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহীন চৌধুরী, শেখ হাসিনা হলে আইন বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আফরোজ, শামসুর নাহার হলে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সোনিয়া হক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে জীন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এসএম রফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় কার্যক্রম স্থবির থাকার পর আবারও প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি নতুন করে বিশ্ববিদ্যালয় তার ভাবমূর্তি রক্ষায় কাজ করে যাবেন নতুন দায়িত্বপ্রাপ্ত সবাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধানের নিজের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে সচেষ্ট থাকব।

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বিশ্বের কাছে একটি মডেল হিসেবে এই বিশ্ববিদ্যালয়কে তোলে ধরতে কাজ করে যাব।

T.A.S / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন