ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

অবৈধভাবে পিতার জমি দখল ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:৫৩

বিএনপির এক কেন্দ্রীয় নেতার অনুসারী ও গ্রুপের সাহাপুর ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে পিতার জমি অবৈধভাবে দখল ও চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী-পাবনা রোডের নিকটস্থ দরিনারিচা গ্রামের নিজ বাড়িতে আহত সরদার সাইফুল ইসলাম শাকিল সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় এসএম মিনহানউল ইসলাম শান্ত সরদারসহ অন্যরা উপস্থিত থেকে বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে সরদার সাইফুল ইসলাম শাকিল বলেন, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের রমিপুরে আমার পিতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে ঈশ্বরদী থানায় দায়ের করা এজাহারে উল্লিখিত আসামি শরিফুল ইসলাম ওরফে বাবু সরদারের নেতৃত্বে অন্য আসামিরা অনধিকার প্রবেশ করে জমিতে থাকা একটি বড় মেহগনি গাছ অন্যায়ভাবে কর্তন করে। সংবাদ পেয়ে আমি গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রহিমপুর গ্রামে আমার পিতার প্রাপ্ত সম্পত্তি আসামিদের বসতবাড়িসংলগ্ন জমিতে উপস্থিত হওয়ার পর আসামিরা জমিজমাসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে বেআইনি জনতায় দলবদ্ধভাবে হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাকে ঘিরে ধরে।

তিনি বলেন, ওই সময় ঈশ্বরদী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আসামিরা আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। তখন তাদের গালমন্দ করতে নিষেধ করলে ৩ নম্বর আসামি পিন্টু সরদার হুকুম দিয়ে বলে- শালাকে প্রাণে মেরে ফেলো। এ কথা বলার পর ৩ নম্বর আসামিসহ অন্যরা আমাকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে আহত করে। এরপরও তারা আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে আমি মাথা সরিয়ে নিলে নাকের নিচে ঠোঁটের উপরিভাগ কেটে মারাত্মক জখম হই।

তিনি আরো বলেন, ওই ঘটনার পর উপস্থিত সাক্ষীরা গুরুতর জখম অবস্থায় আমাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসি। এরপরও তারা হুমকি-ধমকি অব্যাহত রাখায় আমরা নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করি। উপরে উল্লেখিত অভিযোগ এবং ঈশ্বরদী থানায় দায়েরকৃত অভিযোগের বিষয়টি সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে পেশ করি। একই সাথে ঘটনার সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি জানাই।

T.A.S / জামান

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন

তাড়াশে সড়ক দুর্ঘটায় প্রাণ হারালেন শিশুসহ ২ জন

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট

মানিকগঞ্জে ষড়যন্ত্রমুলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ

লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মধুখালীতে সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জামালপুরে বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, আহত ২ পুলিশ সদস্য, আটক ৫

মসজিদের পুকুরের মাছ লুট, চরম হতাশায় গুচ্ছগ্রামবাসী

ছাতকে তারেক রহমান ঘোষিত জাতির সনদ ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে

নবীনগরে ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী

ভূঞাপুরে অবৈধ করাতকলে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত