অবৈধভাবে পিতার জমি দখল ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

বিএনপির এক কেন্দ্রীয় নেতার অনুসারী ও গ্রুপের সাহাপুর ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে পিতার জমি অবৈধভাবে দখল ও চাপাতি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী-পাবনা রোডের নিকটস্থ দরিনারিচা গ্রামের নিজ বাড়িতে আহত সরদার সাইফুল ইসলাম শাকিল সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় এসএম মিনহানউল ইসলাম শান্ত সরদারসহ অন্যরা উপস্থিত থেকে বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করে সরদার সাইফুল ইসলাম শাকিল বলেন, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের রমিপুরে আমার পিতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তিতে ঈশ্বরদী থানায় দায়ের করা এজাহারে উল্লিখিত আসামি শরিফুল ইসলাম ওরফে বাবু সরদারের নেতৃত্বে অন্য আসামিরা অনধিকার প্রবেশ করে জমিতে থাকা একটি বড় মেহগনি গাছ অন্যায়ভাবে কর্তন করে। সংবাদ পেয়ে আমি গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রহিমপুর গ্রামে আমার পিতার প্রাপ্ত সম্পত্তি আসামিদের বসতবাড়িসংলগ্ন জমিতে উপস্থিত হওয়ার পর আসামিরা জমিজমাসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে বেআইনি জনতায় দলবদ্ধভাবে হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাকে ঘিরে ধরে।
তিনি বলেন, ওই সময় ঈশ্বরদী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। আসামিরা আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করে। তখন তাদের গালমন্দ করতে নিষেধ করলে ৩ নম্বর আসামি পিন্টু সরদার হুকুম দিয়ে বলে- শালাকে প্রাণে মেরে ফেলো। এ কথা বলার পর ৩ নম্বর আসামিসহ অন্যরা আমাকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে আহত করে। এরপরও তারা আমাকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাপাতি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে আমি মাথা সরিয়ে নিলে নাকের নিচে ঠোঁটের উপরিভাগ কেটে মারাত্মক জখম হই।
তিনি আরো বলেন, ওই ঘটনার পর উপস্থিত সাক্ষীরা গুরুতর জখম অবস্থায় আমাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসি। এরপরও তারা হুমকি-ধমকি অব্যাহত রাখায় আমরা নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করি। উপরে উল্লেখিত অভিযোগ এবং ঈশ্বরদী থানায় দায়েরকৃত অভিযোগের বিষয়টি সংবাদ সম্মেলনে বক্তব্যের মাধ্যমে পেশ করি। একই সাথে ঘটনার সুষ্ঠু বিচার ও শাস্তির দাবি জানাই।
T.A.S / জামান

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
