ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জাককানইবির ৩ অনুষদে নতুন ডিন নিয়োগ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৫:১৯
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) তিনটি অনুষদের ডিন নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো: মিজানুর রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি অফিস আদেশে বিষয়টি জানা যায়।
 
সদ্য নিয়োগ পাওয়া তিন ডিন হলেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে অধ্যাপক ড. এএইচএম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদে অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার এবং আইন অনুষদে সহযোগী অধ্যাপক ইরফান আজিজ । আগামী দুই বছরের জন্য তাদের ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়।
বিজ্ঞান ও প্রকৌশল অনুসদের সদ্য নিয়োগ প্রাপ্ত ডিন ড. এ এইচ এম কামাল কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক এবং আইন অনুষদের ডিন ইরফান আজিজ আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক। 
 
নিজের প্রাপ্য বুঝে পেয়ে উপাচার্যকে ধন্যবাদ দিয়ে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কামাল বলেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন হিসাবে নিয়োগ দেয়ার জন্যে উপাচার্য স্যারকে অনেক ধন্যবাদ। দীর্ঘ বঞ্চনার পর অবশেষে আমার প্রাপ্যতা বুঝে পেয়ে সৃষ্টিকর্তাকেও ধন্যবাদ জানাই। আমি আমার সাধ্য অনুযায়ী অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব। সে জন্যে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে চলতে চাই। আমি আমার অনুষদকে সেখানে দেখতে চাই যেখানে শিক্ষার্থী-শিক্ষক মিলে গবেষণা করবে, প্রকল্প নিয়ে কাজ হবে। তার জন্যে আমার দ্বারা যা সহযোগিতা প্রয়োজন এবং আমি করতে পারব, তার সবটুকুই করব।
 
সবার সহযোগিতা প্রত্যাশা করে ব্যবসায় প্রশাসন অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার বলেন, আমি আন্তরিক ভাবে আমার সর্বাত্মক চেষ্টা করবো। আমি সবাইকে নিয়ে যেভাবে জয়েন করেছিলাম সেভাবেই সবাইকে নিয়ে কাজ করবো। যাতে করে আমাদের বিশ্ববিদ্যালয় ভালোভাবে এগিয়ে যায়। সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
 
বিশ্ববিদ্যালয়ে ডিন নিয়োগে বারবার বিশ্ববিদ্যালয় আইন অমান্য করা হয়েছে। ভবিষ্যতে আর যেন না হয় সেদিকে গুরুত্ব দিয়ে নবনিযুক্ত ডিন ইরফান আজিজ বলেন, আইন অনুযায়ী আমাকে ডিন পদে নিয়োগ প্রদান করায় আমি আনন্দিত।  অতীতে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ বারবার অমান্য করা হয়েছে, আর যেন কোনভাবেই অমান্য না হয় সেদিকে জোর দেব এবং একই সাথে বিশ্ববিদ্যালয় যেন শিক্ষা,গবেষণা এবং সহপাঠ কার্যক্রমে সত্যিকার বিশ্ববিদ্যালয় হয়ে উঠে সেই প্রচেষ্টা চালিয়ে যাব।
 
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ২২(৫) ধারা মোতাবেক এবং পরবর্তী সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য তিন অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই নিয়োগাদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিন ডিন সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

এমএসএম / জামান

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’