ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আবাসিক হলে আটকে রেখে ছাত্রলীগকর্মীকে মারধর


আশিক মিয়া, চবি photo আশিক মিয়া, চবি
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১১:২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রলীগকর্মীকে তুলে নিয়ে আবাসিক হলে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের শিকার হায়াত উল্লাহ চবির সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের কর্মী। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আবাসিক হলের আসন বরাদ্দের লক্ষ্যে রবিবারের (২৯ সেপ্টেম্বর) মধ্যে হল থেকে নিজেদের মালামাল সরাতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার শহীদ আবদুর রব হল থেকে নিজের মালামাল নিতে ক্যাম্পাসে এসেছিলেন হায়াত উল্লাহ।

ভুক্তভোগীর পক্ষে তার সহপাঠী সাইদুর রহমান জুবায়ের শনিবার সন্ধ্যায় এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৯টা ২০ মিনিটে ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে অজ্ঞাত তিনজন হায়াত উল্লাহকে শহীদ আবদুর রব হলের ৩২৪ নম্বর কক্ষে নিয়ে যায়। এ সময় আরো ১০-১২ জন তাকে ওই কক্ষে আবদ্ধ করে নির্যাতন করে। এতে ভুক্তভোগীর বাম হাত ও পা-সহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়।

জানা গেছে, ছাত্রলীগের ভিএক্স উপ-গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন হায়াত উল্লাহ। কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ‘মীরজাফর’ উল্লেখ করে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শিক্ষার্থীরা বলছেন, বিচারবহির্ভূত নির্যাতন ছাত্রলীগের সংস্কৃতি। তারা এ ধরনের কার্যক্রম সমর্থন করেন না। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি মারধরের শিকার ছাত্র কোনো অপরাধ করে থাকলে তাও খতিয়ে দেখার দাবি তাদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, মারধরের ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক রব হলে গিয়ে ওই ছাত্রকে গেস্টরুমে পান প্রক্টরিয়াল টিমের সদস্যরা। পরে চিকিৎসার জন্য চবি মেডিকেলে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সহকারী প্রক্টরসহ চমেক হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করান। হাসপাতালে ভর্তি থাকার মতো গুরুতর সমস্যা না থাকায় তাকে বন্ধুদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

তিনি আরো বলেন, রবিবার হল কর্তৃপক্ষকে বিষয়টি অফিসিয়ালি জানানো হবে। তারপর খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা