তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানিবন্দি ২০ হাজার পরিবার, দুর্ভোগ চরমে
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে লালমনিরহাটের পাঁচ উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় ২০ হাজার পরিবার। জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা, সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী, গড্ডিমারী ইউনিয়নের নিম্নাঞ্চলের গ্রামীণ কাঁচা-পাকা সড়কসহ আমনের ক্ষেত তলিয়ে গেছে। বাড়িঘরে পানি থাকায় রান্নাও বন্ধ। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাদ্য ও গোখাদ্যের সংকট। ফলে বানভাসিরা রয়েছেন চরম বিপাকে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫২.০৭ মিটার, যা বিপদসীমার মাত্র ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালে ব্যারাজ পয়েন্ট দিয়ে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার বন্যাকবলিত এলাকার মহিষখোঁচার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানিবন্দি মানুষের দুর্ভোগের অন্ত নেই। অনেকের ঘর পানিতে হাবুডুবু খাচ্ছে। তলিয়ে গেছে পাঁকা-কাচা সড়কসহ ধানক্ষেত। বাড়িঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যত্র।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা বারোঘরিয়ার বাসিন্দা রিপন মিয়া জানান, গত কয়েক দিনের বৃষ্টি ও ভারত থেকে আসা পানির কারণে নদীর পানি লোকালয়কে প্লাবিত করেছে। এতে আমার বাড়িতে কোমরসমান পানি। আমরা খুবই কষ্টে দিনাতিপাত করছি।
সদর উপজেলার কালমাটি পাকার মাথার বাসিন্দা খয়বর হোসেন জানান, গত বৃহস্পতিবার তিস্তার পানি বেশ কম ছিল। ওই দিন রাত থেকে পানি বৃদ্ধি দ্রুতগতিতে বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হলো। তিন দিন পানিবন্দি মানুষজনের কেউ খবর নিতে আসেনি বলে অভিযোগ তার।
একই এলাকার কৃষক নাজমুল আকন্দ বলেন, গত চার দিনের বৃষ্টির জন্য মানুষ প্রয়োজন ছাড়া ঘর ছাড়েনি। তিন দিন পানিবন্দি অবস্থায় দিন কাটছে খুনিয়াগাছের নদীপারের মানুষজনের। খাবার রান্না বন্ধ চুলাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভেজা থাকায়৷
কালীগঞ্জের ভোটমারী শৈলমারী চরাঞ্চলের বাসিন্দা ছকমল জানান, বন্যা আসবে নদীপারের কেউ ভাবেনি। অনেকের ধান, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির ক্ষেত পানির নিচে রয়েছে। পানি স্থায়ী হলে সব নষ্ট হয়ে যাবে। আমরা (কৃষকরা) খুবই ক্ষতিগ্রস্ত হব।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার সৃষ্টি করেছে। তবে রবিবার দুপুর থেকে পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বৃষ্টিপাতের সম্ভবনা কম জানিয়ে তিনি বলেন, পানি নেমে গেলে নদীর যে ভাঙন দেখা দেবে তা প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিওব্যাগ ফেলবে।
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার লালমনিরহাটের মহিষখোঁচা এলাকা পরিদর্শন শেষে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বন্যার্তদের তালিকা তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে কিছু বানভাসিকে সহয়তা প্রদান করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণসামগ্রী মজুদ রয়েছে, যা প্রয়োজন অনুযায়ী বানভাসিদের মাঝে বিতরণ করা হবে বলেও জানান তিনি।
T.A.S / জামান
পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার