ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ওরিয়ন গ্রুপের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১১:১৫

ওরিয়ন গ্রুপের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদ এবং দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে রবিবার (২৯ সেপ্টেম্বর) তিতুমীর কলেজ গেটের সামনে মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ডিআরইউ, ডিইউজে, সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কন্ঠরোধ করতে চাচ্ছে। বৈষম্যবিরোধী সরকারের সময়ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে মামলা কেন বলে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধনে জোর দাবি তোলে সাংবাদিকরা।

মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও এশিয়ান টিভির জয়েন্ট নিউজ এডিটর মাহবুব জুয়েল বলেন, সাংবাদিকরা কখনো বানানো নিউজ করে না। তারা সুস্পষ্ট তথ্যের ওপর নির্ভর করে সংবাদ প্রকাশ করেন। দুর্নীতির নিউজ প্রকাশ করা হলে যদি আমাদের নামে উল্টো মামলা দেয়া হয়, তাহলে আমরা এ আচরণকে অবশ্যই ফ্যাসিবাদি আচরণ বলব। এ থেকে সবাইকে বিরত থাকতে বলা হলো।

সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ৫০০ কোটি টাকা করে দুটি মামলা করে দেশ টিভির বিরুদ্ধে। মামলায় দেশ টেলিভিশন লিমিটেড, দেশ টেলিভিশনের প্রধান নির্বাহী আরিফ হাসান এবং টেলিভিশনটির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদকে বিবাদী করা হয়েছে। একই সাথে মামলা করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধেও। স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা না করতে আহ্বান জানান সাংবাদিকরা।

জামান / জামান

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা