ওরিয়ন গ্রুপের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ওরিয়ন গ্রুপের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদ এবং দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে রবিবার (২৯ সেপ্টেম্বর) তিতুমীর কলেজ গেটের সামনে মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি তাওসিফ মাইমুনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাহেদুজ্জামান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ডিআরইউ, ডিইউজে, সাংবাদিক সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ওরিয়ন গ্রুপ মানহানির মামলা দিয়ে স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের কন্ঠরোধ করতে চাচ্ছে। বৈষম্যবিরোধী সরকারের সময়ও সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে মামলা কেন বলে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। দুর্নীতির খবর প্রচারে গণমাধ্যমের স্বাধীনতা চাই বলে মানববন্ধনে জোর দাবি তোলে সাংবাদিকরা।
মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ও এশিয়ান টিভির জয়েন্ট নিউজ এডিটর মাহবুব জুয়েল বলেন, সাংবাদিকরা কখনো বানানো নিউজ করে না। তারা সুস্পষ্ট তথ্যের ওপর নির্ভর করে সংবাদ প্রকাশ করেন। দুর্নীতির নিউজ প্রকাশ করা হলে যদি আমাদের নামে উল্টো মামলা দেয়া হয়, তাহলে আমরা এ আচরণকে অবশ্যই ফ্যাসিবাদি আচরণ বলব। এ থেকে সবাইকে বিরত থাকতে বলা হলো।
সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় ৫০০ কোটি টাকা করে দুটি মামলা করে দেশ টিভির বিরুদ্ধে। মামলায় দেশ টেলিভিশন লিমিটেড, দেশ টেলিভিশনের প্রধান নির্বাহী আরিফ হাসান এবং টেলিভিশনটির প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাদকে বিবাদী করা হয়েছে। একই সাথে মামলা করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধেও। স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা না করতে আহ্বান জানান সাংবাদিকরা।
জামান / জামান

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন
