সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাবি উপাচার্য বরাবর শিক্ষার্থীদের স্মারকলিপি
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ অধিভুক্ত হওয়ার পর থেকেই বিভিন্ন সংকট, সমস্যা এবং বৈষম্যের শিকার হয়ে আসছে। বিভিন্ন সময়ে এসব কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান করতেও দেখা গেছে। সর্বশেষ গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে শিক্ষার্থীরা সোচ্চার হয়ে ওঠেন এবং কলেজ সাত টিকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি তুলে ধরেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর), স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ খানকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। স্মারকলিপি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আওলাদ জিসান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সিলমোহর দিয়ে গ্রহণ করেছে। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ও অপরিকল্পিত। ফলে যে লক্ষ্য আর উদ্দেশ্যের কথা বলে এ পদক্ষেপ নেয়া হয়েছিল, সেটা বিগত ৮ বছরেও অর্জন করা সম্ভব হয়নি। বিপরীতে এসব কলেজের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেমে আসে চরম বিশৃঙ্খলা। এককথায় শিক্ষার মানের উন্নতির পরিবর্তে ঢাবি প্রশাসনের বৈষম্যমূলক বিভিন্ন নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে শিক্ষার্থীরা শিক্ষার যথাযথ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, ঢাবির অধীনে সাত কলেজ শিক্ষার্থীদের সামনে বর্তমানে যেসব সমস্যা বড় আকারে দেখা দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয়ের অভাব। এছাড়া বিভাগভিত্তিক মানসম্পন্ন শিক্ষকের অভাব, গবেষণার সুযোগের অপ্রতুলতা, একাডেমিক ক্যালেন্ডারের অনুপস্থিতি, শ্রেণিকক্ষের তীব্র সংকট, আবাসন সমস্যা, পরিবহন সংকট, ফল প্রকাশে বিলম্ব, একাডেমিক সিলেবাস অসম্পূর্ণ থাকাসহ পরীক্ষা মূল্যায়নে গণহারে ফেল করিয়ে দেয়াঅ এসব সমস্যা দীর্ঘদিন ধরে সমাধানহীনভাবে চলছে।
ফলস্বরূপ সাত কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ে বারবার রাজপথে আন্দোলন করতে বাধ্য হয়েছেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাত কলেজ কর্তৃপক্ষ এসব সমস্যার স্থায়ী সমাধান না করে বারবার একে অপরের দিকে দায়িত্ব ঠেলে দিয়ে এসব সমস্যা জিইয়ে রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল করে রাজধানীর সাতটি কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
জিসান আরো বলেন, আমাদের কর্মসূচির ধারাবাহিকতার ফলস্বরূপ আজ ঢাবির ভিসি এবং ইউজিসির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেয়া হয়। শিক্ষা উপদেষ্টার মতো দুজন আমাদের প্রতি ছিলেন ইতিবাচক। তাই আমরা আসা করি শিগগিরই বাস্তবায়ন হবে আমাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়।
এর আগে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে একই দাবিতে স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা।
এমএসএম / জামান
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল