ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

শিবচরে বিএনপিতে পুনর্বাসন হচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৫:৩৬

৫ আগস্টের পর মাত্র ৫৫ দিনেই ভোল পাল্টাচ্ছেন শিবচরের আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যান ও নেতারা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির একাংশের সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহসেন উদ্দিন সোহেল বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগের একঝাঁক নেতা বিএনপিতে যোগ দেন। এ যেন বিএনপিতে পুনর্বাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহসেন উদ্দিন সোহেল বেপারী আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরীর খুবই আস্থাভাজন। পুরোদস্তুর একজন আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি বেশ সমাদৃত শিবচরে। পটপরিবর্তনের ৫৫ দিনের মধ্যেই তাকে বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত থাকতে দেখে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিব্রত অবস্থায় পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরাও। 

সোমবার দুপুরে শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নে বিএনপি একাংশের সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগের ওই চেয়ারম্যানকে উপস্থিত থাকতে দেখা গেছে। একই দিন আরো কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীকে বিএনপিতে যোগদান করানো হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। সোমবার দুপুরে কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সোমবার দুপুরে শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাদশা বেপারীর বাড়িতে বিএনপির একাংশের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নুরুদ্দিন মোল্লাকে স্বাগত জানাতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহসেন উদ্দিন সোহেল বেপারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে সভার মঞ্চেও বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলতে দেখা গেছে ওই চেয়ারম্যানকে। 

একই অনুষ্ঠানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজীব হাওলাদারকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করারও খবর পাওয়া গেছে। এছাড়াও একই সঙ্গে এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো বেশকিছু নেতারও বিএনপিতে যোগদানের খবর পাওয়া গেছে। এতে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে। 

শেখ নূর উদ্দীন নামে এক ছাত্রদল নেতা বলেন, 'শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ মোল্লার আপন ছোট ভাই কামাল জামান নূরুদ্দীন মোল্লা এক সময় আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। এরপর থেকে নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দিতে থাকেন। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত শিবচরে তার কোনো কার্যক্রম ছিল না। 

তিনি আরো বলেন, ৫ আগস্টের পর তিনি হঠাৎ করে প্রকাশ্যে এসে আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে পুনর্বাসন করে রাজনীতিতে ফেোতে চেষ্টা করছেন। তিনি এখন আওয়ামী লীগ নেতাদের অভয়ারণ্যে পরিণত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার দুজন আসামি ইউপি চেয়ারম্যান সোহেল বেপারী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজিব হাওলাদারকে সোমবার দলে নিয়ে বিএনপির কর্মীসমাবেশ করেছেন। এটা দুঃখজনক। এতে শিবচরে বিএনপির ওপর তেকে আস্থা হারাচ্ছেন সাধারণ জনগণ। অতিসত্বর হাইকমান্ডকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাই আমরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে থেকে বিগত ১৭ বছর সকল সুযোগ-সুবিধা নিয়েছেন তারা। দিনবদলের মাত্র ৫৫ দিনেই এই পরিবর্তন! এটা খুবই লজ্জার।

এদিকে যোগদান বা সমাবেশে উপস্থিত থাকার বিষয়ে জানতে সোহেল বেপারী ও সজীব হাওলাদারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এছাড়াও বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লার মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন খলিফা বলেন, আওয়ামী লীগের যারা ত্যাগী ও আস্থাশীল, এমন নেতাদের সাথে সমন্বয় না করে কিছু দালাল চক্রের সাথে সমন্বয় করে তাদের দলে স্থান দেয়া হয়েছিল। তারা দলের সকল সুযোগ-সুবিধা নিয়েছে। তারা এসেছিল ব্যবসা করতে, ব্যবসা শেষ এখন আবার চলে গেছে। আমাদের দলের নেতা জননেতা নূর-ই আলম চৌধুরী কোনো সাংগঠনিক সম্পাদক বা দলের কারো সাথে আলাপ-আলোচনা না করে তাদের দলে এনছিলেন। এখন তারা সুযোগ পেয়ে চলে গেছে। কোনো ত্যাগী নেতা দল ছাড়েননি। ছেড়েছেন সুযোগসন্ধানীরা।

শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, দেশে বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের ছাত্র-জনতা মারা গেছে, তাদের হত্যা করা হয়েছে। সেই আসামিদের সাথে বিএনপি নামধারী আওয়ামী লীগের প্রেতাত্মারা অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমরা শিবচর উপজেলা বিএনপি এর তীব্র নিন্দা জানাই। যারা এ কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে আমরা শিবচর উপজেলা বিএনপির ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

গণঅধিকারের সভাপতি নূরের উপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন

এমএজি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকীতে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে আইডিয়াল মাদ্রাসার অভিভাবকদের নিয়ে মত বিনিয় সভা

পটুয়াখালীতে রাতের আঁধারে নদী তীরের মাটি লুট

‎সুনামগঞ্জের পাথারিয়া বাজারে প্রবাসী ময়না মিয়ার জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করছে কুচক্রীমহল

কাপাসিয়ায় সদস্য নবায়ন কর্মসূচি পালিত

ত্রিশালে মাদ্রাসার চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি প্রস্থার স্থাপন উদ্বোধন

‎কাঠইর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি এখন আ-লীগসহ জাতীয় পার্টির অনুসারীদের দখলে

উলিপুরে জাতীয় পার্টির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময়

সাংবাদিক এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ