উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন
বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উত্তরবঙ্গের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতকরণ ও বন্যাকবলিত এলাকায় দ্রুত রাষ্ট্রীয় সহায়তা পাঠানোর দাবিতে বুধবার (২ অক্টোবর) মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবি) সাধারণ শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ মানববন্ধন আয়োজন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ৫টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ১) তিস্তা কমিশন গঠন করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ২) তিস্তাপারের মানুষের এক দিকে নদীভাঙনে বিলীন হচ্ছে ভিটামাটি, অন্যদিকে বন্যায় ভেসে যাচ্ছে সর্বস্ব। তাই প্রতিকারের নিমিত্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্থায়ী পনর্বাসনের আওতায় আনতে হবে। ৩) শুষ্ক মৌসুমে মৃতপ্রায় তিস্তা বর্ষায় আগ্রাসী হয়ে ওঠে। তাই নদী খনন করে নাব্যতা ফিরিয়ে এনে নদী শাসনের ব্যবস্থা করতে হবে।
৪) নদীরক্ষা বাঁধের নামে নদীর উৎসমুখ বন্ধ করে ঘাঘট-মানস-বাইশাডারার মতো শাখা নদীগুলোকে তিস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাই অপরিকল্পিতভাবে নদীরক্ষা বাঁধ ও ব্যারাজ নির্মাণ বন্ধ করতে হবে। ৫) ২০১৪ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে এবং তিস্তা চুক্তির জন্য বাংলাদেশ সরকারের
জোরালো পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছাত্রবিষয়ক পরিচালক ড. নাজমুস সাদাত বলেন, ভারতের শোষণমূলক পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আর শুষ্ক মৌসুমে মরুভূমি এবং বর্ষায় পানিতে ভাসতে চাই না।
এ সময় চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফি তাহিয়াত বলেন, উত্তরবঙ্গের বন্যা কি কেবলই একটি আঞ্চলিক সমস্যা? কুড়িগ্রাম ও নীলফামারী কি বাংলাদেশের অংশ নয়? তাহলে কেন এত বৈষম্য?
T.A.S / জামান
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা