ঢাকা শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:৩৩

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, উত্তরবঙ্গের অবহেলিত মানুষের অধিকার নিশ্চিতকরণ ও বন্যাকবলিত এলাকায় দ্রুত রাষ্ট্রীয় সহায়তা পাঠানোর দাবিতে বুধবার (২ অক্টোবর) মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের খুবি) সাধারণ শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ মানববন্ধন আয়োজন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা ৫টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-  ১) তিস্তা কমিশন গঠন করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ২) তিস্তাপারের মানুষের এক দিকে নদীভাঙনে বিলীন হচ্ছে ভিটামাটি, অন্যদিকে বন্যায় ভেসে যাচ্ছে সর্বস্ব। তাই প্রতিকারের নিমিত্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্থায়ী পনর্বাসনের আওতায় আনতে হবে। ৩) শুষ্ক মৌসুমে মৃতপ্রায় তিস্তা বর্ষায় আগ্রাসী হয়ে ওঠে। তাই নদী খনন করে নাব্যতা ফিরিয়ে এনে নদী শাসনের ব্যবস্থা করতে হবে।

৪) নদীরক্ষা বাঁধের নামে নদীর উৎসমুখ বন্ধ করে ঘাঘট-মানস-বাইশাডারার মতো শাখা নদীগুলোকে তিস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাই অপরিকল্পিতভাবে নদীরক্ষা বাঁধ ও ব্যারাজ নির্মাণ বন্ধ করতে হবে। ৫) ২০১৪ সাল থেকে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ভারত একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে। ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে এবং তিস্তা চুক্তির জন্য বাংলাদেশ সরকারের 
জোরালো পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছাত্রবিষয়ক পরিচালক ড. নাজমুস সাদাত বলেন, ভারতের শোষণমূলক পররাষ্ট্রনীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আর শুষ্ক মৌসুমে মরুভূমি এবং বর্ষায় পানিতে ভাসতে চাই না।

এ সময় চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাফি তাহিয়াত বলেন, উত্তরবঙ্গের বন্যা কি কেবলই একটি আঞ্চলিক সমস্যা? কুড়িগ্রাম ও নীলফামারী কি বাংলাদেশের অংশ নয়? তাহলে কেন এত বৈষম্য?

T.A.S / জামান

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান সম্পাদক শাহাদৎ

গল্লামারীর মৎস্য খামারের সামনে 'খুলনা বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানালো খুবি শিক্ষার্থীরা

রাবি প্রশাসনের সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিব মোরাল ভাঙচুর

হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান

বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম

জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের

পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবিতে হিজাব দিবসের র‍্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল

গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের

সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন

নারী পুরোহিত করলেন সরস্বতী পূজা

রাবি হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান 'টিম ঝালমুড়ি'