মধুখালীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুরের মধুখালীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুকতারা টিভি নামে একটি পেজ থেকে মিথ্যা, বানোয়াট ও মনগড়া ভিডিও প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের পক্ষে আ. রশিদ, মো. ফজলুর রহমান, মো. নওশের আলী এবং মো. জাকির হোসেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের নিরিবিলি পিকনিক কর্নারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর ফেসবুকে শুকতারা টিভি নামে একটি পেজ থেকে মিথ্যা, বানোয়াট ও মনগড়া, ভিত্তিহীন ভিডিও আপলোড করা দেখতে পাই। এটা মিথ্যা, বানোয়াট, মনগড়া ও ভিত্তিহীন, যা আমাদের পরিবারের সুনাম নষ্ট করার অপপ্রচার মাত্র।
সংবাদ সম্মেলনে তারা তাদের লিখিত বক্তব্যে আরো বলেন, প্রকৃত সত্য হলো শর্তসাপেক্ষে একটি এবতেদায়ী মাদ্রাসা দেয়া হলে শর্ত পূরণ না হওয়ায় এবং মাদ্রাসার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকায় উক্ত স্থানে আমরা স্থায়ীভাবে ১৯৯৭ থেকে ২০২১ সাল পর্যন্ত স্থায়ীভাবে বসতবাড়ি তৈরি করে বসবাস করি। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা না থাকায় এবং প্রতিবেশীরা তাদের জায়গা দিয়ে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়ায় আমরা অন্যত্র বাড়ি নির্মাণ করি। এর ২-৩ মাস পর ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা দলীয় প্রভাব খাটিয়ে ১০ খানা টিন দিয়ে উক্ত স্থানে ছাপড়াঘর তুলে ব্র্যাক আনন্দ স্কুলে ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ করেন। ইতিপূর্বে আমরা দলিল বাতিলের জন্য আদালতে মামলা করি এবং ২০২২ সালের ১৬ আগস্ট আদালত আমাদের পক্ষে রায় প্রদান করে। রেজিট্রি অফিসের মূল ভলিয়ম থেকে দলিল বাতিলের নিদের্শ দেয়া হয়। ২০২২ সালে ২ নভেম্বর বোয়ালমারী সাব-রেজিট্রি অফিস দলিল বাতিলপূর্বক আমাদের নকল প্রদান করে।
তারা আরো বলেন, রায় ও দলিল বাতিলের কপি দেখিয়ে হাকিম ফকিরকে ছাপড়াঘর সরানোর কথা বলায় তারা আমাদেকে প্রাণনাশের হুমকি দেয় এবং থানায় অভিযোগ করে বলে আমরা রায়ের বিরুদ্ধে আপিল করেছি। থানার কর্মকর্তা আদালতের রায় না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে উক্ত জায়গায় যেতে নিষেধ করেন। এর এক দিন পর মো. রাজ্জাক ফকির সাংবাদিকদের মাধ্যমে উক্ত ভিডিও ফেসবুক পেজে আপলোড করেন। ভিডিও আপলোড করার দুদিন পর রাজ্জাক ফকির তার ভাই-ভাতিজাসহ ২০-২৫ জনের একটি দল লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া দিয়ে আমাদের বাড়ি ঘেরাও করে হুমকি দিয়ে চলে যায়।
T.A.S / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
