তিস্তা মহাপরিকল্পনা এখনো নীতিনির্ধারনী পর্যায়ে
তিস্তার বিশেষ কোনো নির্দিষ্ট স্থানে নয়, নিলফামারী থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত তিস্তার বাম ও ডান তীরে ভাঙন প্রতিরোধে কাজ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঁইয়া। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে লালমনিরহাট সদর উপজেলার তিস্তার ডান তীরে ভাঙনের কবলে পড়া হরিণচওড়া এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলেন, তিস্তা মহাপরিকল্পনা এখনো নীতিনির্ধারনী পর্যায়ে আছে। বাংলাদেশ সরকার এটি নিয়ে গবেষণা করেছে। ওই গবেষণার ওপর ভিত্তি করে নদীর দুই তীরের ভাঙন প্রতিরক্ষামূলক কাজ করা হবে, যেন সামগ্রিকভাবে আমরা তিস্তা নদীর ভাঙন ঠেকাতে পারি এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পারি। এর আগে যে মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা ছিল, সেটির অপেক্ষা না করে আমরা নিজেরাই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করব আর তা যত দ্রুত সম্ভব। এ সময় তিস্তার ভাঙন প্রতিরোধে নানা পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
লালমনিরহাটের ভাঙনের কবলে পড়া হরিণচওড়া এলাকা পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্বাবধায়ক সার্কেল-১ ও ২-এর প্রকৌশলী আহসান হাবিব, মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার, খুনিয়াগছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সরকার, জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ (ভিপি আনিছ)-সহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সচেতন সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি উত্তরাঞ্চলে হওয়া টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানিতে তিস্তায় বন্যার সৃষ্টি হয়। এতে প্লাবিত হয় তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল। গত তিন দিন ধরে বন্যার পানি নেমে যাওয়া শুরু করলে তিস্তার ডান ও বাম তীরের ২০টি পয়েন্টে দেখা দেয় ভয়াবহ ভাঙন। জেলার সদর উপজেলার হরিণচওড়া, রাজপুর, আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোবরধন, বাহাদুর পাড়া, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়িসহ ভাঙনপ্রবণ এসব পয়েন্টে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা, কয়েক হাজার হেক্টর আমনের ক্ষেতসহ ফসলি জমি।
এরমধ্যে শুধুমাত্র হরিণচওড়ায় গত তিন দিনে ২০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। অন্যত্র সড়িয়ে নেয়া হয়েছে শতাধিক বসতভিটা। ঝুঁকিতে রয়েছে আরো অন্তত ১৫ হাজার ঘরবাড়ি, ৩০-৪০ হাজার বিঘা আমনের ক্ষত, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ স্মৃতিবিজরিত বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকাতে কাজ করলেও ঠেকানো যাচ্ছে না।
T.A.S / জামান
মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ
ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন
গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল
আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু