দুর্গোৎসব উপলক্ষে তালায় ১৯৬ পূজামন্দিরে সাজসাজ রব

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে। সাতক্ষীরার তালায় প্রশাসনিক, রাজনৈতিক,সামাজিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে চলছে আইন শৃঙ্খলা বিষয়ক সভা সেমিনার। ইতোমধ্যেই বিতরণ করা হয়েছে সরকারি অনুদান হিসেবে নগদ টাকা। তালা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব তথ্য জানা যায়।
এ সময় তালা উপজেলার বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন, তালা উপজেলা বি এন পির সাধারন সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু, ধানধিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথ,তালা থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম, তালা উপজেলার জামাতের আমির মাওলানা মফিদুল ইসলাম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক মো. গোলাম ফারুক, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা আনসার ভি,ডি,পি কর্মকর্তা শিরিন সুলতানা, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মো. হাফিজ সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা।
উল্লেখ্য, এবার তালা উপজেলায় মোট ১৯৬টি পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা উৎযাপন উপলক্ষে চলছে সাজ,সাজ রব। যা প্রতিটি পূজামন্দিরে সরকারী অনুদান হিসেবে ১৯ হাজার ৫ শত টাকা করে প্রদান করা হয়েছে। বক্তরা বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তবে সম্প্রতি তালায বন্যা দেথা দেয়ার কারণে আনন্দ ম্লান হতে বসেছে।
এদিকে বক্তরা তাদের বক্তব্যে আরো বলেন, পূজামন্দিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোন ধরনের অবনতি না ঘটে তার জন্য বি এন পি ও জামাতের নেতা কর্মিরা মিলে পাহারা দিবে। এসময় উক্ত অনুষ্ঠানে তালা উপজেলার ১২টি ইউনিয়নের পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন। এদিকে তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার জানান, আগামী ৯ অক্টোবর বুধবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আনুষ্ঠানিকতার মধ্যদিয়েই শুরু হবে এবং ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমী অর্থাৎ প্রতিমা বিসর্জন এর মধ্য দিয়েই পূজার সমাপ্তি ঘটবে। তবে এবছর এখন পর্যন্ত আমার যেটা মনে হয়েছে বা বুঝেছি, এবার পূজায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং ঘটার মতো কোনো আভাস ইঙ্গিত আছে বলে আমি মনে করছি না। এক কথায় প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই আসন্ন দুর্গোৎসব উদযাপিত হবে তাতে কোনো সন্দেহ নেই।
জামান / জামান

কোটালীপাড়ায় ইউএনওর দেওয়া রঙিন ঘরে অসহায় সোনাবানের মুখে সুখের হাসি

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষ্যে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দ উদযাপন

তানোরের বরেন্দ্রর ভূগর্ভের পানি সংকট নেই কোন সচেতনতা

মানবতার ফেরিওয়ালা সুমাইয়া: রেড ক্রিসেন্টের অক্লান্ত সৈনিক

মহিলা মেম্বার নাছিমার বিরুদ্ধে আশ্রয়নের ঘর বিক্রির টাকা আত্মসাৎতের অভিযোগ

বরগুনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫৬

সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত এসিল্যান্ডের মতবিনিময়

বাঁশখালীকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতা এড. ইফতেখার মহসিন

সুন্দরগঞ্জে গ্রাহকদের সাথে পল্লী বিদ্যুত সমতির ভয়াবহ দুর্নীতি ও প্রতারণা

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ভূরুঙ্গামারী উপজেলার শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক

খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা বহাল, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর
