ঈশ্বরদীর রূপপুর পুলিশ ফাঁড়ির এসআই কান্তি কুমারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ
পাবনার ঈশ্বরদীর রূপপুর পুলিশ ফাঁড়ির এসআই কান্তি কুমারের বিরুদ্ধে পরমাণবিক প্রকল্পের চোরাই লোহা ও তামা আটকের পর বিক্রি করে অবৈধ অর্থ আয়, আসামি ধরে অর্থের বিনিময়ে ধারা পরিবর্তন করে চালান দেয়া, অর্থ নিয়ে ইটভাটার জন্য নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রি করায় সহযোগিতা, প্রকল্প এলাকা থেকে বিভিন্ন কারণে সেনাবাহিনীর হাতে ধরা পড়ার পর রূপপুর ফাঁড়ি পুলিশের হাতে জমা দিলে টাকা নিয়ে সেসব ব্যক্তিদের ছেড়ে দেয়া, কোম্পানির তামাসহ একটি হাইয়েস ড্রাইভারকে আটক করার পর কোম্পানি বাদী না হওযায় ৩০ হাজার টাকা নিয়ে ১৫১ ধারায় চালান দেয়া এবং রূপপুর পাকার মোড়ের বিভিন্ন দোকান থেকে প্রায় এক বছর তিন মাস ধরে বিভিন্ন কৌশলে টাকা আদায়সহ এলাকার কতিপয় চিহ্নিত সন্ত্রাসীকে নানাভাবে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যক্তি, প্রত্যক্ষদর্শী, বিভিন্ন দোকানি ও এলাকাবাসীদের দেয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, গত ২৫ আগস্ট ভোররাত সাড়ে ৩টায় সাহাপুর আজিজল হরিণের মোড় থেকে এএসআই রঞ্জনের নেতৃত্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠানের চুরি হওয়া ৮০ মণ লোহাভর্তি একটি কুত্তাগাড়ি আটক করা হয়। ২৫ আগস্ট দুপুরে ১৫০ কেজি লোহা আটক দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়। অবশিষ্ট প্রায় ৩ হাজার কেজি লোহা ৩১ আগস্ট বিক্রি করা হয়। অনেক ব্যক্তিকে প্রকল্পের বিভিন্ন কোম্পানিতে চাকরি বা বেড়ানোর জন্য প্রকল্প এলাকায় এসে অনিয়মের সাথে জড়িত হওয়ার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হতে হয়েছে। আটকের পর রূপপুর পুলিশ ফাঁড়িতে আটককৃত ব্যক্তিদের জমা দেয়া হলে মোটা অংকের টাকা নিয়ে ১৫১ ধারায় তাদের চালান দেয়া হয়। প্রায় সাড়ে ৬ মাস আগে আণবিক প্রকল্পের ভেতর থেকে ১২৫ কেজি ওজনের ১৯ টুকরা তামা নিয়ে ধরা পড়ে একটি হাইয়েস মাইক্রোবাসের ড্রাইভার। কোম্পানি বাদী না হওয়ায় ৩০ হাজার টাকা নিয়ে ওই ড্রাইভারকে ১৫১ ধারায় চালান করা হয়।
আটককৃত তামাসহ পুলিশ ফাঁড়ির অস্ত্রগারে রেখে পরবর্তীতে সুযোগ বুঝে কেজিপ্রতি ৪০০-৫০০ টাকা দরে চোরাই সিন্ডিকেড সদস্যদের কাছে বিক্রি করা হয়। এ বিষয় নিয়ে ফাঁড়ির অন্য সদস্যদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। পদ্মা নদী ও নদী এলাকা থেকে বিভিন্ন ইটভাটার জন্য বিশেষ সিন্ডিকেডের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রি করা হয়েছে। অর্থের বিনিময়ে এসব বালু ও মাটি কাটা সিন্ডিকেডকে সহযোগিতার অভিযোগও রয়েছে এসআই কান্তি কুমারের বিরুদ্ধে। এই বালু ও মাটি কাটাকে কেন্দ্র করে ইতোমধ্যে ওই পুলিশ ফাঁড়ি এলাকায় দুই যুবককে গুলির মুখে প্রাণ হারাতে হয়েছে। এমনকি সম্প্রতি নুরুল্লাহপুরের একটি ইটভাটার হতদরিদ্র শ্রমিকদের ফাঁড়িতে আটকে রেখে মোটা অংকের টাকা নেয়ার পর লিখিত মুচলেকায় ছেড়ে দেয়া হয়।
সূত্রমতে, সংশ্লিষ্ট বিভাগের ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশপ্রেমী দায়িত্বশীল কর্মকর্তাদের মাধ্যমে রূপপুর পুলিশ ফাঁড়ি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী ও নারী-পুরুষের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হলে থলের বিড়াল বেরিয়ে আসবে। মুঠোফোনে এসআই কান্তির কাছে এসব অভিযোগের বিষয় জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করেন।
এমএসএম / জামান
নানা আয়োজনে ময়মনসিংহে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ পালিত
রাজশাহীতে মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড
কাশিমপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মাগুরা-১ ও ২ আসনে বিএনপি, গণ অধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ
রাজস্থলীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
প্রাইভেটকারে বহন করা হচ্ছিল ১০ লাখ টাকা, পুলিশের তল্লাশিতে উদ্ধার
লাকসামে ইক্বরা কমপ্লেক্স’র বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
তানোরে শিশু সাজিদের পরিবারের পাশে দাঁড়াল বিএনপি
ঘুষেতেই গতি, নিয়মে ধীরগতি হাটিকুমরুল ভূমি অফিস
সরিষাবাড়িতে মহান বিজয় দিবস পালিত
সোনাদিয়ার চর থেকে অবৈধ বালি উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৪ লাখ জরিমানা