ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জয়পুরহাটে মানবাধিকার গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কার শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ৩:৩১

সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ। জয়পুরহাটে মানবাধিকার, গণতন্ত্র ও রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মানবিক রাষ্ট্র নির্মিত হয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) জয়পুরহাট জেলা কমিটির উদ্যোগে ভাদশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও গোলটেবিল বৈঠক প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওমর আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার মাসুদুর রহমান।

সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাবুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ভাদশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান, তরুণ উদ্যোক্তা প্রকৌশলী আব্দুল বাতেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী, সুজনের পত্নীতলা উপজেলা সমন্বয়কারী ফজলুল হক প্রমুখ।  

বক্তারা রিটার্নিং কর্মকর্তা নিয়োগে আরপিও অনুসরণ, সবক্ষেত্রেই না ভোটের বিধান, নির্বাচনী এলাকার সীমানা জটিলতার অবসান, ইলেক্ট্ররাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা, একই ব্যক্তি দুবারের বেশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা, শিক্ষা কমিশন প্রতিষ্ঠা, পরিবারতন্ত্র থেকে গণতন্ত্রকে পরিত্রাণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্থায়ী কমিটিগুলো শক্তিশালীকরণসহ বিভিন্ন প্রস্তাবণা পেশ করেন।

বক্তারা বলেন, সকল কিছু সংস্কারের পূর্বে পরিবার এবং নিজেদের আগে সংস্কার করতে হবে। একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাষ্ট্রের সকল ক্ষেত্রে সরকারি ও দলীয় প্রভাবমুক্ত করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিলে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক নাগরিকের মানবাধিকার সুরক্ষিত হলে রাষ্ট্রের গণতন্ত্র ফিরিয়ে বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব বলেও বক্তারা মত প্রকাশ করেন।

এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান