বেনাপোল রক্ষার দাবিতে সুধী মহলের সাথে ছাত্রদের মতবিনিময়

বেনাপোলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্রদের সহিত বেনাপোলের স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজিবী, গাড়িচালক, চিকিৎসক, রাজনীতিক, ইমাম, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সকল পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বেনাপোলকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেনাপোল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শনিবার (৫ অক্টোবর ) দি সানরুফ হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল ছাত্রসমাজের উপদেষ্টা বেনাপোল হাই স্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান। এ ময়য় উপস্থিত ছিলেন- বেনাপোল পোর্ট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানের কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা, রেলস্টেশন মাস্টার, রেল পুলিশ কর্মকর্তা, বেনাপোল কাস্টমস কর্মকর্তা, বেনাপোল বাজার কমিটির নেতবৃন্দ, সিঅ্যান্ডএফ এজেন্ট নেতৃবৃন্দ, ট্রাান্সপোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ, বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় ছাত্ররা বেনাপোলকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে একটি হাসপাতাল নির্মাণ ও বেনাপোলের চলমান যানযট নিরসনে করণীয় সম্পর্কে উন্মুক্ত আলোচনায় সুধী মহলের মতামত জানতে চান। দুর্নীতি, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ সিন্ডিকেটসহ সকল সামাজিক বৈষ্যমের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের ঘোষাণা দিয়ে দেশ সংস্কারের কাজে অংশ নেয়া ছাত্রসমাজের পক্ষে বেনাপোলের ছাত্র প্রতিনিধিরা সুধী মহলের কাছে বেনাপোলের বেশ কয়েকটি সমস্যার কথা তুলে ধরে জরুরি প্রতিকার চান।
সেগুলোর মধ্যে- শিক্ষার্থীদের হাফ ভাড়ার প্রতি সর্বদা সুদৃষ্টি, স্থলবন্দরে বকশিশের নামে চাঁদাবাজি বন্ধ, পল্লী বিদ্যুতের দালালমুক্ত সেবা প্রদান, বেনাপোল বাজার ব্যবসায়ীদের সকলের অংশগ্রহণে ইলেকশানের মাধ্যমে কমিটি গঠন, যাত্রীদের টিকিট ছাড়া রেল ভ্রমণ করতে না দেয়া, থানায় বিনা হয়রানিতে ঘুষ ছাড়াই নাগরিক সেবা দেয়া, পৌরসভার পক্ষ হতে বেনাপোল বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে নিয়মিত বাজার মনিটরিং, সড়ক যানযটমুক্ত রাখতে দখলে রাখা ফুটপাথ অবমুক্ত এবং সড়কের ওপর যত্রতত্র বাস, ট্রাক ও পরিবহন না রেখে নির্ধারিত জায়গায় বা টার্মিনালে পাকিংয়ের ব্যবস্থা করা।
মতবিনিময় সভায় রাখা বক্তব্যে ছাত্ররা বেনাপোলের চলমান সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করেন। তবে ছাত্ররা যানযটের মূল কারণ হিসেবে বেনাপোলে একটি সক্রিয় সিন্ডিকেট চক্রকে দায়ী করেন। অবিলম্বে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানা হবে বলে হুঁশিয়ারি প্রদান করে প্রয়োজনে ছাত্ররা ট্রাফিকের কাজ করবেন বলে জানিয়েছেন।
T.A.S / জামান

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী

নরসিংদীতে ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে জামায়াত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের
