নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল চবি রাজনীতি বিজ্ঞান বিভাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহফুজ পারভেজের সভাপতিত্বে বেলা ১১টায় এ ওরিয়েন্টেশন শুরু হয়। বিভাগের প্রভাষক তাহমিদা খানমের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন- চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন৷
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন। তিনি চবি উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষকবৃন্দসহ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও স্বাগত জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যাহ পাটোয়ারী বলেন, আজকে তোমরা একটি মুক্ত বিশ্ববিদ্যালয় পেয়েছ, যা আগে অনেকেই পায়নি। অনেক ত্যাগ ও কোরবানির মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। সেজন্য তোমাদের দায়িত্ব অনেক। একটি সুষম ও সমৃদ্ধিশালী দেশ গড়ার দায়িত্ব তোমাদের। সেই প্রজ্ঞা, যোগ্যতা ও দক্ষতা অর্জনের জন্য তোমরা পরিশ্রম করবে।
অধ্যাপক ড. আনোয়ারা বেগম বলেন, আমি পলিটিক্যাল সায়েন্সের অনেক রথী-মহারথীকে দেখেছি। অনেক জ্ঞানী মানুষ দেখেছি। তবে বিনয়ী মানুষ হওয়া কঠিন, ভালো মানুষ হওয়া কঠিন। আমি জোর দিয়ে বলতে চাই, ভালো মানুষ হও। রেজাল্ট গুরুত্বপূর্ণ, তবে বিষয়বস্তু বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই জানার আগ্রহ তৈরি হয়। কারণ, নলেজ নিজেই একটা লক্ষ্য।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, রাজনীতি বিজ্ঞান একটি ঐতিহ্যবাহী বিভাগ৷ এই বিভাগে অনেক গুণী শিক্ষক দায়িত্ব পালন করে গেছেন। সে ঐতিহ্য আমাদের ধরে রাখতে হবে৷ আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব নিয়মকানুন আছে তা সবাইকে মেনে চলার চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এক্সিলেন্স বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থী সবাইকে একসাথে কাজ করতে হবে।
উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, ছাত্র-ছাত্রী হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা। আমাদের বিশ্ববিদ্যালয় আজ সচল হওয়ায় সে প্রাণ ফিরে পেয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে একাডেমিক এক্সিলেন্স নিশ্চিত করা৷ আমরা বিশ্ববিদ্যালয়কে এমনভাবে সাজাতে চাই, যাতে মানুষ দেখতে আসতে চাইবে। আমরা এই বিশ্ববিদ্যালয়কে হার্ভার্ড, এমআইটি করতে পারব না, কিন্তু দেশের মধ্যে অনুসরণীয় একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মাহফুজ পারভেজ বলেন, শিক্ষার্থীরা হলেন আগামীদিনের দেশ গড়ার কারিগর। সেজন্য তাদের নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। পঠন-পাঠনের পাশাপাশি দেশ বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর, ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ বিভাগের অন্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মিঝি।
T.A.S / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’
