ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বেনাপোলে বেপরোয়া ট্রাক সিরিয়াল সিন্ডিগেট


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ১:৪০

দেশের অর্থনীতির প্রধান নিয়ামক বেনাপোল স্থলবন্দরকে কেন্দ্র করে ভারতে রফতানিপণ্য বোঝাই ট্রাক জিম্মি করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে পরিবহন শ্রমিক নামধারী সংগঠন। বাংলাদেশ থেকে দৈনিক ২০০ থেকে ২৫০টি রপ্তানিপণ্যবাহী ট্রাক যায় ভারতে। রপ্তানি ট্রাকগুলোর সিরিয়ালের নামে ইচ্ছাকৃতভাবে বেনাপোল হাইওয়ে সড়ক ও বাইপাস সড়ক থেকে রফতানি গেট পর্যন্ত কৃত্রিম যানজট সৃষ্টি করে মাসে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা।

ভিআইপি সিরিয়ালের নামে পরিবহন শ্রমিকদের যোগসাজশে ট্রাকপ্রতি দুই হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকায় রফাদফা হয়। টাকা দিলেই এক ধাপে সিরিয়াল ভেঙে পৌঁছে যায় রফতানি গেটে। এই সিরিয়াল সিন্ডিকেটের কারসাজির ফলে বেনাপোল বন্দর এলাকায় দেখা দেয় ভয়াবহ যানজট। বেনাপোল বাজার থেকে রপ্তানি গেট ও চেকপোস্ট পর্যন্ত তৈরি হয় দীর্ঘ যানজট। এতে নাকাল অবস্থা বেনাপোলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারতগামী পাসপোর্টযাত্রীরা পড়ছেন নানা ভোগান্তেতি। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছতে পারছে না।

সরেজমিন স্থলবন্দরের রফতানি গেট এলাকায় দেখা যায়, সিরিয়ালে লম্বা লাইনে সারি সারি পণ্যবাহী রপ্তানি ট্রাক দাঁড়িয়ে আছে। এরমধ্যে সিরিয়াল ভেঙে একের পর এক গাড়ি বেপরোয়া গতিতে রপ্তানি পণ্যবাহী ট্রাক সামনে চলে যাচ্ছে। আর এসব ট্রাকের মধ্যস্থতা করছেন বহিরাগত নেতা ও  শ্রমিক সংগঠনের নেতারা। সাংবাদিক পরিচয়ে গাড়ি আগে নিচ্ছেন কেন- জানাতে চাইলে সিন্ডিকেটের লোক দ্রুত ওই স্থান ত্যাগ করে চলে যায়।

সিরিয়ালে দাঁড়িয়ে থাকা ঢাকা-মেট্রো-ট ১১-৬৮৯৭, ঢাকা মেট্রো-ট ২০-৪৫৮৯, খুলনা মেট্রো-ট-১৪-৩৮৯৭ চালকদের কাছ থেকে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব পণ্যবাহী ট্রাক বেনাপোল স্থলবন্দরে পৌঁছলে প্রবেশ থেকে আনলোড পর্যন্ত দিতে হয় মোটা অংকের চাঁদা। এরমধ্যে ট্রাক টার্মিনাল চাঁদা, সংগঠনের নামে চাঁদা, সিরিয়াল সিন্ডিকেট চাঁদা, নাইটগার্ড চাঁদা রয়েছে।

বেনাপোল কাস্টমস্ কার্গো শাখা থেকে জানা যায়, ভারতের পেট্রাপোল বন্দরে দেশের রপ্তানিপণ্য নিয়ে ২৫০ থেকে ৩৫০ ট্রাক প্রবেশ করে। প্রবেশকৃত ট্রাক ড্রাইভার ও রফতানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে ট্রাক শ্রমিক সংগঠন-২৪০৬-এর মধ্যস্থতায় ট্রাকপ্রতি সর্বনিন্ম দুই হাজার থেকে ছয় হাজার টাকা নিয়ে থাকে শ্রমিক নামধারী চক্রটি। চাঁদা না দিলে দিনের পর দিন সিরিয়ালের জন্য রফতানিকৃত পণ্য নিয়ে রাস্তার ওপর খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হয়। রপ্তানিকারকরা পণ্যর শিপমেন্ট ডেট ও গাড়ির ডেমারেজের হাত থেকে রেহাই পেতে বাধ্য হয়ে সিরিয়াল সিন্ডিগেটকে চাঁদা দিয়ে পণ্য ভারতে রফতানি করতে হয়।

এ বিষয়ে বেনাপোলের রপ্তানিকারকদের একাধিক ব্যক্তি জানান, শ্রমিক ইউনিয়নের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রাক থেকে প্রকাশ্যে চাঁদাবাজি করে যাচ্ছে। চাঁদাবাজির কারণে রপ্তানি পণ্যবাহী  ট্রাক এই সিরিয়াল ভেঙে বেপরোয়া গতিতে সামনে যাওয়ার কারণে বেনাপোলে একাধিক দুর্ঘটনা ঘটছে। বড়আঁচড়া বটতলায় শ্রমিক সংগঠনের টংঘর বানিয়ে সেখানে রপ্তানি ট্রাক সিরিয়াল ভঙ্গ করে সামনে দিয়ে প্রতিদিন অর্ধ কোটি টাকার বাণিজ্য করছে। সংগঠনের নামে গোলদার, জিল্লুর সরাসরি টাকা উত্তোলন করছে।

গুঞ্জন রয়েছে, বিগত সরকারের সময় রপ্তানি ট্রাক সিন্ডিকেট বড় মাফিয়া চক্র দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এখান থেকে মাসে ৫০ লাখ টাকা মাসিক চুক্তি ছিল। কেননা বদলি ট্রাকচালক ও খালি ভারতীয় ট্রাকের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের সহজ পথ হিসেবে মোটা টাকায় চুক্তিতে চলত এই সিন্ডিকেট। আমরা বেনাপোলবাসী নিরাপদ সড়কের দাবিতে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধসহ সংশ্লিষ্ট নেতাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারী হাসান জানান, বেনাপোল বন্দরের ট্রাক শ্রমিক নামধারী সংগঠন রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের জিম্মি করে রেখেছে। ট্রাকপ্রতি চাঁদার টাকা না দিলে দিনের দিন ভারতে রফতানিকৃৃত পণ্যবোঝাই ট্রাক প্রবেশ করতে পারে না। সময়মতো রপ্তানি ট্রাক ভারতে প্রবেশ করাতে না পারলে দৈনিক ট্রাক ডেমারেজ, কাস্টমসের শিপমেন্টের ঝামেলা ছাড়াও সঠিক সময়ে ভারতে পণ্য না পৌঁছলে আমদানিকারকরা পণ্য রিসিভ করেন না। বিধায় আনেকটা বাধ্য হয়ে স্থানীয় শ্রমিক সংগঠনের নেতাদের ট্রাকপ্রতি দুই থেকে ছয় হাজার টাকা গুনতে হচ্ছে।

সিরিয়াল সিন্ডিগেটের চাঁদা আদায়ের বিষয়ে যশোর আন্তঃজেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি অসুস্থ থাকার কারণে ভারতে চিকিৎসা শেষে গতকাল এসেছি। আমরা এখন আর এই সংগঠন চালাচ্ছি না। শুনেছি সংগঠনের নামে কয়েকজন লাইনম্যান টাকা ওঠাচ্ছে। আমি ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি সনি ভাইকে বলেছি। তিনি চাঁদাবাজদের প্রশাসনের মাধ্যমে আটক করবেন বলে জানিয়েছেন।

শ্রমিক সংগঠন-২৪০৬-এর সভাপতি মনিরুজ্জামান ঘেনার মুঠোফোনে একাধিকবার কল করলেও সংযোগ মেলেনি।

উল্লেখ্য, বেনাপোল পৌরসভা কর্তৃক বেনাপোলে যানজট নিরসনের জন্য একটি বাস টার্মিনাল ও একটি ট্রাক টার্মিনাল চালু থাকলেও অদৃশ্য সিন্ডিকেটের কালো থাবায় সেখানে রাখা হচ্ছে না বাস ও ট্রাক।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, বেনাপোলে রপ্তানি ট্রাক থেকে সিরিয়ালের নামে শ্রমিক সংগঠনের চাঁদা ওঠানোর বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বাস ও ট্রাক সংগঠনের সাথে বসেছি এবং তাদের হুঁশিয়ার করেছি। আমাদের মোবাইল টিম বিষয়টি নজরদারিতে রেখেছে। চাঁদা ওঠালে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী

নরসিংদীতে ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে জামায়াত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি