যুগান্তরের সহ-সম্পাদক গাজী সাদেকের ওপর হামলায় চবিসাসের নিন্দা ও প্রতিবাদ

দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী সাদেকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নেতৃবৃন্দ। রবিবার (৬ আক্টোবর) চবিসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জানে আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে চবি সাংবাদিক সমিতির সভাপতি মোহাম্মদ আজহার ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান বলেন, সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। যে কোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাংবাদিকরা সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। পত্র-পত্রিকায় বস্তুনিষ্ঠ লেখনীর পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর বিরুদ্ধেও প্রতিবাদ করার চেষ্টা করেন সাংবাদিকরা। রাজধানীতে অপরাধী চক্রের কবল থেকে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে সমাজের সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদী ভূমিকা পালন করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক গাজী সাদেক। এ হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
তারা আরো বলেন, গাজী সাদেক কাজ শেষে কর্মস্থল দৈনিক যুগান্তরের অফিস থেকে শুক্রবার (৪ অক্টোবর) রাত পৌনে ৯টায় বের হন। বিমানবন্দর রেলওয়ে স্টেশন যাওয়ার উদ্দেশে কুড়িল বিশ্বরোড এলাকার প্রগতি ফিলিং স্টেশনের সামনে ফ্লাইওভারের মাথায় রাত সোয়া ১০টায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলযোগে একজন আরোহী ফ্লাইওভারে উঠছিলেন। ফ্লাইওভার দিয়ে উলটা পথে আসা সিএনজিচালিত অটোরিকশাযোগে ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলটি চাপা দিয়ে আরোহীর গতিরোধ করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাংবাদিক সাদেকসহ কয়েকজন পথচারী এ ঘটনার প্রতিবাদ করেন এবং মোটরসাইকেল আরোহীকে ঘটনাস্থল ত্যাগ করতে সহায়তা করেন। মোটরসাইকেল আরোহী চলে গেলে সাদেকের সঙ্গে থাকা পথচারীরাও গাড়িতে উঠে পড়েন। এরপর ওই সিএনজি থেকে চালকসহ তিন যাত্রী নেমে সাদেককে একা পেয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং এলোপাতাড়ি কিলঘুষি ও রড দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আরেক পথচারী ঘটনার ভিডিও শুরু করলে হামলাকারীরা সাদেককে হুমকি দিয়ে তার মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। এতে সাদেক হাত, মাথা ও পিঠে আঘাত পান।
এমতাবস্থায় মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর বলবৎ রাখতে এ ধরনের হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের নজির সৃষ্টি করা জরুরি বলে মনে করেন নেতৃবৃন্দ। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
T.A.S / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’
