ঘুষ-দুর্নীতির রসের হাঁড়ি মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ভূমি অফিস অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। জমি খারিজসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে দিনের পর দিন হয়রানির সাথে গুনতে হচ্ছে ঘুষের টাকা। বর্তমান তহসিলদার মো. রাজিবুর রহমান (আপেল) যোগদানের পর থেকেই রামরাজত্ব চলছে এ অফিসে। রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পদে পদে বাড়তি টাকা না দিলে কোনো সেবাই মিলছে না মির্জাপুর ভূমি অফিসে। জমি খারিজ ও প্রয়োজনীয় কাগজ নিতে দিনের পর দিন হয়রানির সাথে রয়েছে নানা ভোগান্তি। ভুক্তভোগীদের অভিযোগ, ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে জমি খারিজ পাওয়ার বিধান থাকলেও এখানে ৫-৬ মাস ধরে নানা অজুহাতে আটকে রাখা হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, গত প্রায় দুই বছর ধরে ইউনিয়নের বাসিন্দাদের কাছ থেকে এভাবেই অবৈধভাবে টাকা নিয়ে জমির খাজনা খারিজ করছেন মির্জাপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাজিবুর রহমান। কেউ টাকা দিতে না পারলে জমি খারিজের কাগজপত্র নেন না তিনি। এমনই এক ভুক্তভোগী মাকরকোলা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে গোলাম রব্বানী। তিনি গত জানুয়ারি মাসে মাকরকোলা মৌজার ৯৯ শতক জমি খারিজ করতে গিয়েছিলেন মির্জাপুর ভূমি অফিসে। তার ১৭ শতক জমি অন্য দাগে থাকায় উপ-সহকারী ভূমি কর্মকর্তা সেই জমি খারিজ করতে তাকে ৪ দিন ঘুরিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। গোলাম রব্বানী টাকা দিতে না পারায় খারিজের আবেদন নেননি ইউনিয়ন ভূমি কর্মকর্তা। টাকার অভাবে এখন পর্যন্ত তার জমি খারিজ করতে পারেননি।
এ ব্যাপারে গোলাম রব্বানী বলেন, টাকা দিতে না পারায় এই নায়েব আমারে সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন। উনি থাকতে আমি জমি খারিজ করতে পারব না। এভাবে চলতে থাকলে এখানকার সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে।
মির্জাপুর ইউনিয়নের তালতা গ্রামের আব্দুল মান্নান মাকেজ বলেন, আমি বীর গ্রামের আব্দুর রহিম মাস্টারের ছেলে বকুলের সাথে মাথাইলচাপড় মৌজার ৬২ শতক জমি খারিজ করতে গিয়েছিলাম। আমার কাছে নায়েব রাজিবুর রহমান আপেল ২০ হাজার টাকা দাবি করেন। কিসের জন্য ২০ হাজার টাকা লাগবে- জানতে চাইলে এসিল্যান্ডকে ১২ হাজার টাকা দিতে হবে এবং অন্যান্য খরচ আছে বলে তিনি তাকে জানান। অথচ পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিনের কাছে গেলে শুধুমাত্র ডিসিআরের টাকা জমা দিয়েই তার খারিজের কাজ হয়ে গেছে। সরাসরি এসিল্যান্ড অফিসে যাওয়ায় মির্জাপুরের উপ-সহকারী ভূমি কর্মকর্তা কেস নাম্বার ইচ্ছাকৃতভাবে ভুল করে দিয়েছিল, যাতে ফাইল খুঁজে পাওয়া না যায়।
এ ব্যাপারে মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মোজাহার আলী শেখের ছেলে আব্দুর রহিম জানান, তার ছোট ভাই সুকুমুদ্দিনের ১৩ শতক জমি খারিজের বিপরীতে এই নায়েব তার কাছ থেকে ১৩ হাজার টাকা নিয়েছেন। কিসের জন্য নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, এতকিছু আপনার জানার প্রয়োজন নেই।
একই ধরনের অভিযোগ করেছেন মৃত মনসব প্রামাণিকের ছেলে খাজেল উদ্দিন প্রামাণিক, ঘোলাগাড়ি গ্রামের আলহাজ সিদ্দিক মণ্ডলের মেয়ে ছবিলা খাতুন, তালতা গ্রামের ফজলুল হক, জুরান শেখসহ অসংখ্য সাধারণ খেটে খাওয়া মানুষ।
দালাল নিয়ন্ত্রণের মাধ্যমে খাজনা খারিজের নয়-ছয় খেলায় অফিসের এই কর্মকর্তা দুই-তিনজন বহিরাগত দিয়েও টাকা লেনদেন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সব অনিয়মকে নিয়মে পরিণত করা তার কাজ বলে একাধিক ব্যক্তি অভিযোগ করেন।
এ ব্যাপারে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম নবী বাদশা বলেন, সরকারদলীয় নেতা হওয়ার কারণে সাধারণ মানুষ আমার কাছে আসে। বিষয়গুলো নিয়ে মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে বর্তমান নায়েব আমার সাথেও অসৌজন্যমূলক আচরণ করেছেন। তার কথামতে, তিনি জেলা প্রশাসকের চাইতেও অনেক বড়। তিনি যেভাবে চাইবেন সেভাবেই কাজ করে নিতে হবে।
এ ব্যাপারে মির্জাপুর ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাজিবুর রহমান আপেল বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যাদের কাজ করে দিয়েছি তাদের কোনো সমস্যা নেই। কাগজপত্রের সমস্যার কারণে যাদের কাজ করতে পারিনি তাদেরই এমন সমস্যা হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, সাধারন মানুষ যেন হয়রানির শিকার না হয় এজন্য সরকার এখন অনলাইনে আবেদন করার সুযোগ করে দিয়েছে। এলাকার জনপ্রতিনিধি, সচেতন মানুষ এবং সংবাদকর্মী সকলের উচিত এ বিষয়ে গণসচেতনতা তৈরি করতে হবে, যেন নিজেরাই অনলাইনে আবেদন করেন। তাহলেই দুর্নীতির সূযোগ কমে যাবে। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)