ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

ব্যখ্যা দিলেন নেতারা

বিএনপির ত্যাগীরা কেন অনুপ্রবেশকারী হচ্ছেন?  


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ১০-১০-২০২৪ রাত ৮:৬

বিএনপির দলীয় অন্তর্কোন্দলের কারণে আমাদের অনুপ্রবেশকারী বানানো হয়েছে। আমরা দীর্ঘদিন যাবত শহীদ জিয়ার আদর্শের দল বিএনপির রাজনীতি করি। আমাদের দলীয় পদ-পদবী থাকা সত্ত্বেও কিছু অনুপ্রবেশকারীই আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় গত শুক্রবার তুরাগ থানা বিএনপির প্রতিবাদ কর্মসূচি ঘিরে নানা সমালোচনার মুখে পড়েন ডিএনসিসি ৫২নং ওয়ার্ড তথা বাউনিয়া বিএনপির নেতারা।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে উত্তরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন ব্যাখ্যা দিলেন বিএনপি নেতারা। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর একটি অবহিতকরণ চিঠি দিয়েছেন ৪ নেতা।

চিঠিতে তারা উল্লেখ করেন, তুরাগ বিএনপির বিভিন্ন পদে থাকা আমাদের ৪ জনকে অন্যায়ভাবে অনুপ্রবেশকারী সাজানো হয়, যার প্রকৃত সত্য আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি। চিঠিতে বলা হয়, আমরা নিন্ম স্বাক্ষরকারী ৪ জন যথাক্রমে ১. আবু তাহের খান আবুল, যুগ্ম-আহ্বায়ক তুরাগ থানা বিএনপি। ২. মো. ইসহাক মিয়া, সিনিয়র সহ-সভাপতি ৫২নং ওয়ার্ড বিএনপি। ৩. আশরাফ খান, যুগ্ম-সম্পাদক ৫২নং ওয়ার্ড বিএনপি। ৪. সোহেল রানা, সদস্য ৫২নং ওয়ার্ড বিএনপি৷

দীর্ঘ ১৮ বছর থেকে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের নানা নির্যাতন ও জেল-জুলুমের পরও দলীয় আনুগত্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিন্দুমাত্র সরে যাইনি। আওয়ামী ফ্যাসিস্ট পুলিশ বাহিনীর নানা তৎপরতার পরও দলীয় সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিন্তু আমাদের দলীয় অন্তকোন্দল ও ওয়ার্ড কমিটির নেতাদের পক্ষে না থাকার কারণে নিমিষেই আমাদের অনুপ্রবেশকারী বানিয়ে সামাজিকমাধ্যমসহ নানা গণমাধ্যমে মিথ্যা সংবাদ সাজিয়ে আমাদের রাজনৈতিক ক্যারিয়ার কলঙ্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। সেই সাথে আমাদের নেতা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক যুগ্ম-আহ্বায়ক হাজী মোস্তফা জামানের রাজনীতিকে বিতর্কিত করার চেষ্টা করছে একটি পক্ষ। আমরা বেশ কিছুদিন থেকেই দেখছি, আমাদের দলের কিছু সিনিয়র নেতার সঙ্গে না থাকলেই অনুপ্রবেশকারীর তকমা দিয়ে সহজেই আমাদের অনেকের রাজনীতিকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। আমরা দলীয় পদধারী নেতারা এসব ঘৃন্য চক্রান্তকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক দলীয় শাস্তিমূলক ব্যবস্থার দাবি করেছি।

চিঠিতে ৪ জনের দলীয় পরিচয়সহ তথ্যাধি উপস্থাপন করে জানানো হয়, আবু তাহের খান আবুল, বর্তমানে তুরাগ থানা বিএনপির একজন যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এছাড়া রাজনৈতিক কারণে প্রায় ২০টির মতো নাশকতার মামলার আসামি করা হয়েছে, কিছু মামলায় সাজাও হয়েছে। ছাত্রদল থেকেই এই নেতা বিএনপির রাজনীতি শুরু করেন।

মো. ইসহাক মিয়া, সিনিয়র সহ-সভাপতি, ৫২নং ওয়ার্ড বিএনপি। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর থেকে তুরাগের হরিরামপুর ইউনিয়ন বিএনপির নানা পদে নিযুক্ত ছিলেন। সেই সাথে গত ১৮ বছরে তুরাগ থানায় ৭টি এবং উত্তরার অপর দুটি থানায় মোট ৮টি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়া একটি মামলায় ৩০ মাসের সাজাও পান তিনি।

আশরাফ খান, যুগ্ম-সম্পাদক, ৫২নং ওয়ার্ড বিএনপি। ২০০৮ সালে হরিরামপুর ইউপির ৮ নং ওয়ার্ড যুবদল দিয়ে রাজনীতি শুরু তার, পরে ২০১৩ সালে মূল দল বিএনপিতে পদধারী নেতা হন। তার নামেও বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা আছে। সর্বশেষ জুলাই-আগস্ট আন্দোলনে গত ২০ জুলাই তাকে গ্রেফতার করা হয়।৫ আগস্টের পর জামিনে মুক্ত হন তিনি।

সোহেল রানা, সদস্য ৫২ নং ওয়ার্ড বিএনপি। বিএনপির দলীয় কোনো পদে না থাকলেও বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে গত ৫ বছর থেকে নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, যা দলের বিভিন্ন নেতা ভালোভাবেই অবগত আছেন।

মতবিনিময় শেষে দলের প্রকৃত অনুপ্রবেশকারী ঠেকাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নেতারা।

জামিল আহমেদ / জামান

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান

তুরাগে রাজউকের খালি প্লট দখলের অভিযোগ সুরুজ মিয়ার বিরুদ্ধে

ই-কমার্স খাতে বিশেষ অবদানের জন্য বাফেসাপ আইকনিক অ্যাওয়ার্ড পেল ই-ক্রয় ডটকম

পুষ্টি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ শীর্ষক আলোচনা সভা

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের আলোচনা সভা

বাড়তি টাকা দিলে কাগজপত্র ছাড়াই বাসায় পৌঁছে যায় ট্রেড লাইসেন্স

অডিট আপত্তির ভিত্তিতে রেলওয়ে মহাপরিচালকের অপসারণ বেআইনি : রেলওয়ে পোষ্য সোসাইটি

জুলাই সনদের দাবি নিয়ে শাহবাগ অবরোধ

আড়াইহাজারে বিএনপি'র অফিসের ভাড়া চাওয়ায় ঘর মালিককে হত্যা

ডেমরায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

জুলাই গণঅভূখ্যান দিবস উপলক্ষে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি