ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বিএনপির স্বার্থে জনগণ ও জোটসঙ্গীদের ব্যবহার—অভিযোগ জনতার অধিকার পার্টির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১২-২০২৫ রাত ৮:১৯

বিএনপি তাদের স্বার্থসিদ্ধির জন্য জনগণকে ব্যবহার করেছে এবং দীর্ঘদিনের জোটসঙ্গীদের অবমূল্যায়ন করেছে—এমন অভিযোগ তুলেছেন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। এসময় দলের মহাসচিব এম এ রাজা রহমানসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
তারিকুল ইসলাম ভূঁইয়া বলেন, গত ১৫ বছরে দেশে একদলীয় প্রভাব বিস্তার, রাষ্ট্রযন্ত্রের একচেটিয়া ব্যবহার, ব্যাংক–বীমা–প্রশাসনসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে অস্বাভাবিক নিয়ন্ত্রণের কারণে জনগণ বঞ্চিত হয়েছে। বিরোধী দলগুলো জেল–জুলুম, মামলা–হামলা ও হয়রানির শিকার হলেও শেষ পর্যন্ত ছাত্র–জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা ছাড়তে হয়েছে—এটি ছিল জনগণের বিজয়।
কিন্তু যৌথ আন্দোলনের পর দায়িত্বশীল আচরণে ব্যর্থ বিএনপি ও জামায়াত
তারিকুল অভিযোগ করেন, আন্দোলনে একসঙ্গে থাকার পরও প্রার্থী ঘোষণার সময় বিএনপি জোটসঙ্গীদের সম্পৃক্ত করেনি। অনেক জায়গায় এমন প্রার্থী মনোনীত হয়েছে যারা পূর্বে সুবিধাভোগী ছিলেন; কেউ কেউ তো মনোনয়ন পাওয়ার পরও সরকারপন্থী স্লোগান তুলেছেন। এতে বহু প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া ছিল স্বাভাবিক—যা বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও হিংসার পরিচায়ক।
তারিকুল বলেন, “বিএনপির কিছু নেতা তাচ্ছিল্য ও উপেক্ষা দেখাচ্ছেন। অথচ আন্দোলনের কঠিন সময়ে যারা রাজপথে ছিলেন, তাদের অনেকেই আজ বঞ্চিত।” তার দাবি—ক্ষমতার মাটি আওয়ামী লীগের নিচ থেকে যেমন সরে গেছে, তেমনি যেকোনো দলের নিচ থেকেও সরে যেতে পারে।
তারেক রহমানের প্রতি সরাসরি আহ্বান তিনি বলেন, “বিএনপি হাই কমান্ডের কিছু নেতার ভুল সিদ্ধান্ত ও জোটসঙ্গীদের প্রতি অবহেলার কারণেই বিরোধী রাজনীতিতে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। এগুলো ঠিক না করলে বড় সংকট দেখা দেবে।”
তারিকুলের বক্তব্যে আরও উঠে আসে—আওয়ামী লীগ অন্তত জোটসঙ্গীদের কিছু সুবিধা দিয়েছে, কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থতা দেখিয়েছে।
নির্বাচনী অনিয়মের আশঙ্কা
তিনি আশঙ্কা প্রকাশ করেন—
➡️ কেন্দ্র দখল
➡️ ব্যালট বাক্স চুরি
➡️ রাতের ভোট
এসব আবারও ঘটতে পারে। তিনি বলেন, “যদি ব্যালট পেপার সরকারি নিয়ন্ত্রিত প্রেসে ছাপানো না হয়, তবে অবাধ নির্বাচন অসম্ভব হয়ে পড়বে।”
নিজস্ব পথে এগোনোর ঘোষণা জনতার অধিকার পার্টি এখন নিজস্ব পথেই এগোবে জানিয়ে তিনি বলেন, “রাজনীতি লটারি নয়—এটি জনগণের অধিকার ও দেশের ভবিষ্যৎ। ছোট দল বলে আমাদের তুচ্ছ করা যাবে না। পাঁচজন প্রকৃত সংগ্রামী মানুষই পাঁচ লাখ মানুষের ভিড়কে নেতৃত্ব দিতে পারেন।”
তিনি আরও জানান, পরিবর্তনের দাবিতে তাদের অবস্থান অব্যাহত থাকবে এবং জনগণের ঐক্যকে কেন্দ্র করেই ভবিষ্যতের রাজনীতি গড়ে উঠতে হবে।

Aminur / Aminur

উত্তরায় ফের রাজউকের খালি প্লট দখলের অভিযোগ

মনির ও আবু জাফর চৌধুরী সিন্ডিকেটের শত শত কোটি টাকার জালিয়াতি ফাস

৫ই আগস্টের হত্যা মামলার আসামি হয়েও অধরা

বিএনপির স্বার্থে জনগণ ও জোটসঙ্গীদের ব্যবহার—অভিযোগ জনতার অধিকার পার্টির

তেজগাঁও প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

গ্যাস সংকটে ভোগান্তি শেখদীতে

ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ'র কার্যক্রম গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়: যুক্তরাষ্ট্র দূতাবাস

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কল্যাণ সমিতিতে প্রভাব বিস্তারের চেষ্টায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: সমিতির নির্বাচন কমিশনার

পুরান ঢাকায় রাজউকের নীতিমালা অমান্য করে অবৈধ বহুতল ভবন নির্মাণ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোহাম্মদপুরে বিশেষ দোয়া ও মোনাজাত

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

ভুয়া ঠিকানা দিয়ে ঢাকার ডিসি অফিসে চাকরি করে ভোলার ফিরোজ