ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

পাবনার ভাংগুড়ায় আ. লীগের হামলায় বিএনপির ২৫ কর্মী আহত, আটক ৪


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১:১১

পাবনার ভাংগুড়ায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের হামলায় বিএনপির ২৫ কর্মী-সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১২ অক্টোবর) উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুকুরপাড় গ্রামে শতাধিক সদস্যবিশিষ্ট ‘উদয় সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন (ক্লাব) রয়েছে, যা দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির কর্মী সালাম ফকির, শামসুল ইসলাম ও হেলাল উদ্দিনের নিয়ন্ত্রণে ছিল। সম্প্রতি খানমরিচ ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ফয়জুল ইসলাম, সানোয়ার হোসেন, আহম্মদ আলী ও রওশন আলী বিএনপির কর্মী সালাম ফকিরের কাছ থেকে জোরপূর্বক ক্লাবের চাবি নিয়ে নেন।

ক্লাব নিয়ে বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় শতাধিক আওয়ামী লীগ কর্মী-সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সালাম ফকিরসহ তার লোকজনের ওপর হামলা চালায়। এতে বিএনপির অন্তত ২৫ কর্মী-সমর্থক আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িত সন্দেহে চারজনকে আটক করেন। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

আহতদের মধ্যে ১৬ বিএনপি নেতাকর্মীকে পাবনা জেনারেল হাসপাতাল এবং ভাংগুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- বিএনপিকর্মী আব্দুল মালেক, আবুল কালাম, আকরাম হোসেন, সাদ্দাম হোসেন, আবুল কালাম-২, গাজীউর রহমান, আব্দুল জব্বার, ঈমন আলী, আব্দুল মমিন, ছাব্বির হোসেন, শাহিন হোসেন, হেলাল উদ্দিন, আবু তালেব, আলো প্রমাণিক, নিরজাব আলী, সাহাদত হোসেন, ছানোয়ার হোসেন। আব্দুল মালেকের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।  

ভাংগুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর মুজাহিদ স্বপন বলেন, ঘটনাটি শুনেছি এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি। 

ভাংগুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঘটনার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পলাতক থাকায় তাদের বক্তব্য জান যায়নি।

ভাংগুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ক্লাব নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

জামান / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত