ফেনীতে দোকানঘর উচ্ছেদ করে জবরদখল, থানায় অভিযোগ
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের লালপোলে একটি দোকানঘর উচ্ছেদ করে সন্ত্রাসি বাহিনী দিয়ে জবরদখল করে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে আওরঙ্গজেব নামে এক ব্যক্তি। জবরদখলকারী আওরঙ্গজেব সোনাগাজী উপজেলার সফরপুরের মফিজ উদ্দিনের ছেলে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যুৎ মিটারসহ উক্ত দোকানের মালমাল ও অন্যান্য সরঞ্জাম লুট করে উক্ত জায়গায় দেয়াল নির্মাণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এমরান হোসেন বাদী হয়ে আওরঙ্গজেব আরু ও ফজলুল করিমসহ ২০-২৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী।
সরেজমিন পরিদর্শন ও মামলার বিবরণে জানা য়ায়, পশ্চিম সিলোনিয়া মৌজার সিএস ১৯৯ খতিয়ান, এসএ ২৩৪ খতিয়ান, বিএস ৪১২ খতিয়ান, ৩১ ও ৪১২ খতিয়ানের অন্তর্গত সিএস দাগ নং ৪৬৬, বিএস ৩০৭ দাগে ৩.৮০ শতাংশ জায়গায় দোকানঘর নির্মাণ করে ভোগদখলে ছিলেন মহসিন। এক বছর আগে মহসিন মারা যাওয়ার পর তার ওয়ারিশরা ভোগদখলে রয়েছেন। উক্ত জায়গা নিয়ে ফেনী দেওয়ানি আদালতে মামলা চলমান।
মামলার বাদী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নালিশী ভূমিতে দেওয়ানি আদালতে মামলা নং-১৮১/১৯ চলমান থাকলেও বিরোধীয় জায়গায় কোনো আইন-আদালতের তোয়াক্কা না করে আওরঙ্গজেব ২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকানঘরটি উচ্ছেদ করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন।
অন্যদিকে আওরঙ্গজেব দলিলমূলে বিএস ৭৪১ দাগে ৮ শতাংশ ও বিএস ৪৬৪ দাগে ১৪ শতাংশসহ দুই দাগে ২২ শতাংশ জায়গা ক্রয়সূত্রে মালিক বলে জানা গেছে।
জবরদখলকারী আওরঙ্গজেবের সাথে কথা বললে তিনি জানান, দলিলমূলে ২৫ শতাংশ জায়গার মালিক তিনি। কিন্তু খতিয়ান ও নামজারিতে ২২ শতাংশ জায়গা রয়েছে বলে তিনি স্বীকার করেন। খতিয়ান ও নামজারি ছাড়া কিভাবে দলিল করেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অন্যদিকে দুই লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
এসব অভিযোগের বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিমের সাথে কথা বললে তিনি জানান, সরেজমিন পরিদর্শনে দোকানঘর জবরদখলের প্রমাণ পেয়েছেন। তবে দেওয়ানি বিষয়ে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন।
আইন নিজের হাতে নিয়ে দোকানঘর উচ্ছেদ করার নিয়ম আছে কিনা- এমন প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জিয়াউল হক জানান, আদালতের উচ্ছেদ আদেশ ছাড়া কিছুতেই নিজ দায়িত্বে কোনো স্থাপনা উচ্ছেদ করা যাবে না। এটা করে থাকলে সেটা আইন অবমাননা।
এমএসএম / জামান
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল