ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

গোপালগঞ্জে লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ জেলা প্রশাসকের


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ১০:৫৪

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অতিমাত্রায় বেড়ে যাওয়ায় এবং বিশেষজ্ঞদের মতে কারণ হিসেবে বেপরোয়া গতিতে মোটরসাইকেলচালকদের হতাহতের পরিমাণ বেশি হওয়ায় গোপালগঞ্জ জেলায় অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। সোমবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।

স্কুল-কলেজ চলাকালীন যেসব শিক্ষার্থীর ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁসহ শহরের বিভিন্ন অলিগলি ও মোড়ে জড়ো হয়ে আড্ডাবাজিতে লিপ্ত থাকে এবং যারা মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ে জড়িত তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন তিনি।

গোপালগঞ্জ সদর হাসপাতালে অর্থের বিনিময়ে এক বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীর মেডিকেল সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগের বিষয়ে একাধিক পত্র-পত্রিকায় নিউজ প্রকাশের ফলে জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন। বর্তমানে চাঞ্চল্যকর ওই মামলা বিচারিক আদালতের নির্দেশে গোপালগঞ্জ পিবিআইতে তদন্তনাধীন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংস্থাটি সঠিক ও গ্রহণযোগ্য প্রতিবেদন দেবে, সে প্রত্যাশাও করেন তিনি।

এছাড়া জেলায় মানবপাচার বন্ধে, ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও পলিথিনের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি। পলিথিন ক্রেতা-বিক্রেতা ও ব্যবহারকারীদের এ ব্যাপারে অধিকতর সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। পলিথিনের ব্যবহার নিষিদ্ধে অভিযান পরিচালনার পূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতায় জেলা-উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

এর আগে জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করায় জেলা পুলিশ, আনসার-ভিডিপি, র‍্যাব ও সেনা সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোছা. নাজমুন নাহারের সঞ্চালনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর মো. আাকিকুর রহমান রুশাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) আজহারুল ইসলাম, র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার এসএম রেজাউল ইসলাম, জেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মুজিবুল হক, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার উখিংমে, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদ আলম লস্কর, শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাসেদুজ্জামান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার রাসেল মুন্সী, জেল সুপার মো. আল মামুন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-রিচালক লাখসানা লাকী, গোপালগঞ্জ জেলা বিআরটিএর মোটরযান পরিদর্শক জিয়া উদ্দিন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বিএম জুবায়ের হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী জিন্নাত আলী, গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী মালিক সমিতির সভাপতি আলহাজ মোশারফ হোসেন, গণমাধ্যমকর্মী কেএম সাইফুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ কামিল ছরোয়ার, জেলা মটর-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য/প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জামান / জামান

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত

চৌগাছা সরকারী হাসপাতালে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা ব্যহত