ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঝুলছে তালা, রোগীদের চরম ভোগান্তি
টাঙ্গাইলের ভূঞাপুরে টিএইচও আব্দুস সোবহান এবং আরএমও ডা. এনামুল হক সোহেলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। এতে আউটডোর সেবাকেন্দ্রগুলোতে সেবা নিতে আসা শত শত রোগী পড়েছেন চরম ভোগান্তিতে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমনি চিত্র দেখা গেছে।
জানা গেছে, হাসপাতালে বহির্বিভাগের একজন চিকিৎসককে ধাওয়া ও হামলার ঘটনায় সব চিকিৎসক নিরাপত্তাহীনতার কারণে হাসপাতালে এসে ফিরে গেছেন। এ ঘটনায় পর থেকে হাসপাতালের কর্মচারীরা টিএইচও আব্দুস সোবাহান ও আরএমও ডা. এনামুল হক সোহেলের অপসারণ চেয়ে কর্মবিরতি পালন করেন। এতে দিনব্যাপী হাসপাতালে চিকিৎসক ও কর্মচারী না থাকায় শত শত রোগী চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন।
এর আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার (টিএইচও) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে জেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তর বরাবর অভিযোগ দায়ের করেন চিকিৎসক ও কর্মচারীরা।
হাসপাতালে আসা রোগীরা জানান, সকালে চিকিৎসা নিতে গিয়ে দেখি হাসপাতালের গেটে তালা ঝুলছে। হাসপাতালে ভেতরে কোনো চিকিৎসক নেই। কর্মচারীরা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছেন। জরুরি বিভাগে চিকিৎসা নেব, সেখানেও শত শত মানুষের ভিড়। সেবা নিতে এসে হাসপাতালের এমন অবস্থা দেখে দিশাহারা হয়ে পড়েছি।
হাসপাতালের স্টোর কিপার রানা মিয়া জানান, রবিবার রাতে দুই ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের চিঠি নিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালের কর্মচারীরা কর্মবিরতি দিয়েছেন। হাসপাতালের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, টিএইচও আব্দুস সোবাহান এবং আরএমও এনামুল হক সোহেলের মধ্যে দ্বন্দ্বের জেরে হাসপাতালে অরাজকতা হচ্ছে। ওই দুই কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে যেতে বাধাপ্রাপ্ত ওই চিকিৎসক জানান, বহির্বিভাগে যাওয়ার সময় লোকজন বাধা দেয় এবং হামলা করার চেষ্টা করে। পরে নিরাপত্তাহীনতার কারণে দ্রুত হাসপাতাল ত্যাগ করি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আব্দুস সোবাহান বলেন, আরএমওসহ কয়েকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছেন। হাসপাতালে তালা ঝোলানোর বিষয়টি আমার জানা নেই। তিনজন চিকিৎসক চিকিৎসাসেবা দিচ্ছেন হাসপাতালে। যারা হাসপাতালে আসেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া জানান, হাসপাতালের দুই কর্মকর্তার সাথে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তারা কেউ কথা শোনেনি। পরে স্বাস্থ্য অধিদপ্তরে ঘটনাটি জানানো হয়েছে।
জামান / জামান
কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাঘায় লকডাউন প্রতিহতে সংগ্রামী দলের মশাল মিছিল
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত
ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১
জজের ছেলে তাওসিফ'র মৃত্যুর মূল কারণ-অতিরিক্ত রক্তক্ষরণ
জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের কমিটি ঘোষণা
বিরল রোগে আক্রান্ত মা ও ছেলে, অসহায়দের সাহায্যের আবেদন
নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
মানিকগঞ্জে স্কুল বাসে আগুন: দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক
ধামরাইয়ে বিএনপি'র লিফলেট বিতরণ
সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্টিত
মুকসুদপুরের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোরের নতুন জেলা প্রশাসক