ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

এপিটি শনাক্তকরণ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে: ক্যাসপারস্কি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:১

সরকারি, অর্থিক প্রতিষ্ঠান, এন্টারপ্রাইজ ব্যবসা ও টেলিযোগাযোগ খাতকে লক্ষ্য করে হাজারো অত্যাধুনিক সাইবার হুমকির তথ্য দিয়েছে ক্যাসপারস্কি’র গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (জিআরইএটি)। জিআরইএটি মেশিন লার্নিং কৌশল ব্যবহার করে ২০২৪ সালের প্রথমার্ধে অ্যাডভান্সড পারসিসটেন্ট থ্রেটস (এপিটি) শনাক্তকরণে ২৫ শতাংশ বৃদ্ধির রেকর্ড করেছে। ক্যাসপারস্কি সিকিউরিটি নেটওয়ার্ক (কেএসএন) থেকে বিশ্বব্যাপী সাইবার হুমকির তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে।

ক্যাসপারস্কি’র সল্যুশনে যুক্ত মেশিন লার্নিং মডেলগুলো বিপুল পরিমাণে ডেটা প্রক্রিয়া করতে র‍্যান্ডম ফরেস্ট এবং টার্ম ফ্রিকোয়েন্সি-ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি (টিএফ-আইডিএফ) এর মতো কৌশল ব্যবহার করে, যাতে দ্রুত সময়ে যেকোন হুমকি সঠিকভাবে শনাক্ত করা যায়। প্রচলিত শনাক্তকরণ সিস্টেম যেগুলো শনাক্ত করতে পারে না, মেশিন লার্নিং কৌশলগুলোর সমন্বয়ে গঠিত এই ইনডিকেটর অব কম্প্রোমাইজ (আইওসি) সেগুলো শনাক্ত করতে পারে। ফলে, এটি বেনামী হুমকি শনাক্তকরণের মাত্রা উন্নত করে এবং সামগ্রিক হুমকি শনাক্তকরণের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে।

ক্যাসপারস্কি’র চলমান মেশিন লার্নিং সিস্টেম প্রতিদিন লক্ষ লক্ষ ডেটা পয়েন্ট প্রক্রিয়া করে হুমকির রিয়েল-টাইম তথ্য সরবরাহ করছে। এই তথ্য বিশ্লেষন করে দেখা গেছে, ২০২৪ সালের প্রথমার্ধে হুমকি শনাক্তকরণ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মেশিন লার্নিং সিস্টেম সল্যুশন সময় হ্রাসের পাশাপাশি সাইবার ঝুঁকি হ্রাস করার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

ক্যাসপারস্কির জিআরইএটি-এর মেটা রিসার্চ সেন্টারের প্রধান আমিন হাসবিনি বলেন, “আমাদের প্রত্যাশার চেয়েও ফলাফল ভালো হয়েছে। এই প্রযুক্তি শনাক্তকরণের নির্ভুলতা উন্নত করেছে এবং সক্রিয় প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হুমকি মোকাবেলায় এগিয়ে থাকতে সহায়তা করছে। সবার জন্য একটি নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে দায়িত্বশীলতার সঙ্গে এসব টুল ব্যবহারের ওপর নির্ভর করছে সাইবার নিরাপত্তার ভবিষ্যৎ।”

ক্রমাগত পরিবর্তনশীল সাইবার থ্রেট জগতে কার্যকারিতা বজায় রাখতে ক্যাসপারস্কির মেশিন লার্নিং মডেলগুলো নিয়মিতভাবে নতুন ডেটা দিয়ে সংশোধন ও আপডেট করা হয়। নতুন হামলা হওয়ার সাথে সাথে এই মডেলগুলো দ্রুত তথ্য সরবরাহ করে, যাতে প্রতিরক্ষা সিস্টেম বাড়িতে প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা যায়।

সাইবার নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে জিটেক্স ২০২৪-এ একটি প্যানেলে অংশ নেবে ক্যাসপারস্কি, যেখানে এই গবেষনার ফলাফল নিয়ে আলোচনা করা হবে। হুমকি বিষয়ক মেশিন লার্নিং সম্পর্কে আরও জানতে Securelist.com

ক্যাসপারস্কি সম্পর্কে-

ক্যাসপারস্কি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত একটি গ্লোবাল সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান। সাইবার আক্রমনের বিরুদ্ধে সুরক্ষা কবজের মতো এক বিলিয়নের চেয়েও বেশি ডিভাইসের পাশাপাশি, ক্যাসপারস্কি তার ডিপ থ্রেট ইন্টেলিজেন্স ও সিকিউরিটি এক্সপার্টিজের দ্বারা এমন সিকিউরিটি সল্যুশন উদ্ভাবন করছে যা, ব্যবসা, সরকার, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বিশ্বব্যাপি গ্রাহকদের সুরক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটির শক্তিশালী সিকিউরিটির মধ্যে রয়েছে; লিডিং এন্ডপয়েন্ট প্রোটেকশন, বিশেষ সিকিউরিটি সল্যুশন সার্ভিস, এবং অত্যাধুনিক ডিজিটাল হুমকির বিরুদ্ধে লড়তে সাইবার ইমিউন সল্যুশন।

ক্যাসপারস্কি ২ লক্ষ ২০ হাজারেরও বেশি কর্পোরেট ক্লায়েন্টদের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষায় সাহায্য করছে। আরও জানতে ভিজিট করুন ক্যাসপারস্কি ওয়েবসাইটে।

এমএসএম / এমএসএম

শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

উত্তরা ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

‘জুলাই গণঅভ্যুত্থান-২৪’ নিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৯৭তম সভা অনুষ্ঠিত

বেপজা অর্থনৈতিক অঞ্চলে হানডা (বাংলাদেশ) গার্মেন্টসের ৪ কোটি ১৪ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি'র মোবাইল অ্যাপ “ShahjalalTouchPay” চালু

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্টোরেজ সল্যুশন্স চালু করল সার্ভিসিং২৪

কর্মসংস্থান বাড়াতে NHRDF ও পেন্সিলবক্সের “ফ্রিল্যান্সিং কোর্স” উদ্বোধন

ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন

বাংলাদেশ কৃষি ব্যাংকে "জুলাই পুনর্জাগরণ ২০২৫" উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ই-সিগারেট উৎপাদনকারী কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা জারি করায় বাংলাদেশ তামাক বিরোধী জোটের ধন্যবাদ জ্ঞাপন

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ক্যারিয়ার গঠনের বিষয় সেমিনার অনুষ্ঠিত