চাকরি ফিরে পেতে জয়পুরহাটের কেন্দুল দাখিল মাদ্রাসার সুপারের সংবাদ সম্মেলন

সকল প্রকার জুলুম-নির্যাতনের অবসান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অবৈধভাবে চাকরি হারানো মাদ্রাসার সুপার মো. মাসুদ মোস্তফা দেওয়ান।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে পদচ্যুত করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই সম্পূর্ণ বিধিবহির্ভূত, বেআইনি ও এখতিয়ারহীনভাবে থানা নির্বাহী অফিসার স্মারক-৭২৩ তাং-৬/১২/৯৯ তারিখে কোনো প্রকার তদন্ত বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ৭ দফা ভিত্তিহীন ও হাস্যকর অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন। এ বিষয়ে ২২৪/২০০০নং রিট মোকদ্দমা দায়ের করলে ওই বহিষ্কারাদেশ হাইকোর্ট বিভাগে স্থগিত হয়।
সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়, একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ১২/৪/২০০১ তারিখে জেলহাজতে নেয়ার কারণ দেখিয়ে ১৫/৪/২০০১ তারিখের অ্যাডহক কমিটির মিটিংয়ের বরাতে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু তাকে এই বহিষ্কারাদেশের কোনো কপি দেয়া হয়নি। মূলত ১২/৪/২০০১ তারিখ ছিল কথিত কমিটির প্রথম মিটিং, যা ৬ মাসের জন্য অনুমোদন লাভ করেছে মাদ্রাসা বোর্ডের স্মারক-১০২৭/৬/জয়-৮২ তারিখ-২/৫/২০০১-এর মাধ্যমে। ওই কমিটি ভুয়া ও জালিয়াতিমূলক। মূলত আমার রিট মোকদ্দমার প্রতিপক্ষ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তদানীন্তন রেজিস্ট্রার তমিজ উদ্দীন, তদানীন্তন জয়পুরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার ফজলুল করিম এবং মাদ্রাসার সহ-সুপার আয়োজ উদ্দীন যোগসাজশের মাধ্যমে এই ভুয়া কমিটি গঠনের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করার ষড়যন্ত্র ও তা বাস্তবায়ন করেন। মাদ্রাসায় এখন পর্যন্ত কোনো বৈধ কমিটি নেই।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ২০০১ সালের সেপ্টেম্বর মাসের ৬ তারিখে সন্ত্রাসী সহ-সুপারের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী তাকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করে চাকরি থেকে ইস্তফাপত্র, কতিপয় স্ট্যাম্প, ডেমি ও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে গুরুতর যখম অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। সহ-সুপারের বর্ণচোরা দলবাজি ও সব সময় ক্ষমতাসীনদের সাথে সখ্যতার কারণেই তিনি এতদিন প্রকৃত সত্য কারো কাছে প্রকাশ করতে পারেননি।
এরপর ০৬/০৯/২০০১ তারিখে তাকে পদত্যাগ দেখিয়ে ১০/০৯/২০০১ তারিখের মাদ্রাসার কথিত (ভূয়া ও জাল-জালিয়াতিমূলক) অ্যাডহক কমিটির সিদ্ধান্ত মোতাবেক তার পদত্যাগপত্র গ্রহণ ও উপজেলা নির্বাহী অফিসের স্মারক নং ৬১২, তাং ১২/০৯/২০০১ মূলে তার পদ শূন্য ঘোষণা করা হলেও বিষয়টি তাকে জানানো হয়নি। এমনকি ওই পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের চাকরিবিধি অনুযায়ি হয়নি। বেসরকারি মদ্রাসা শিক্ষকগণের চাকরিবিধি ১৯৭৯-এর ধারা ৫ (চাকরিতে ইস্তফাদান)-এ সুষ্পষ্টভাবে বলা হয়েছে, ‘একজন নিয়মিত শিক্ষকতার চাকরি থেকে (১) যে কোন শিক্ষাবর্ষের প্রথম ৬ মাসের মধ্যে এক মাস পূর্বে নোটিসের মাধ্যমে ইস্তফা দিতে পারেন, (২) কোনো শিক্ষাবর্ষের শেষ ৬ মাসের মধ্যে ইস্তফা দিতে হলে পূর্বে লিখিত আবেদন পেশ করতে হবে। তার কথিত পদত্যাগপত্র শিক্ষাবর্ষের শেষ ৬ মাসের মধ্যে হওয়ায় ৩ মাস আগে লিখিত নোটিস পেশ করার বাধ্যবাধকতা থাকলেও মাত্র ৫ দিনের মধ্যেই তা গ্রহণ করে আইনের গুরুতর ব্যত্যয় ঘটানো হয়েছে। এছাড়া সে সময় হাইকোর্ট বিভাগে চাকরিসংক্রান্ত তার একটি রিট মোকদ্দমা বিচারাধীন ছিল। সর্বোপরি তার পদত্যাগ গ্রহণ করার পরও তাকে বকেয়া বেতন-ভাতা এবং কল্যাণ তহবিলের টাকা পরিশোধ করা হয়নি। তিনি কারো কাছে দায়িত্বও হস্তান্তর করেননি। যে কমিটিতে তার ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে, ওই কমিটিও ছিল জাল-জালিয়াতিমূলক ও অবৈধ।
তার দাবিমতে, দখলদার ও তথাকথিত সুপার আয়েজ উদ্দীনের নেতৃত্বে একটি দখলদার ও সন্ত্রাসী গোষ্ঠী মাদ্রাসাটি সম্পূর্ণ অবৈধভাবে দখলে রেখেছে। তারা তার ওপর নির্মম নির্যাতন চালিয়ে জোরপূর্বক চাকরি থেকে বিতাড়ন করার কারণে ১০ সদস্যের পরিবার নিয়ে তিনি বিপর্যস্ত জীবনযাপন করছেন। এমতাবস্থায় অনতিবিলম্বে ন্যায়, জাস্টিস ও ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে পুরো মাদ্রাসার ওপর তদন্ত, দখলদার ও অবৈধ সুপার আয়েজ উদ্দীনসহ তার সন্ত্রাসী সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাকে চাকরিতে পুনর্বহালের বিনীত আবেদন করেছেন।
এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনসহ প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার এই বিপ্লবী সরকার জাস্টিস ও ইনসাফ প্রতিষ্ঠায় কার্যকর ও আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে।
এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
