ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৫-১১-২০২৫ দুপুর ৪:৪৮

নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার কর্তৃক অনলাইন সংবাদ মাধ্যম 'বাংলাদেশ বুলেটিন ডটকম'-এর নিজস্ব প্রতিবেদক ও আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাকিব আসলাম এবং দৈনিক সকালের সময় পত্রিকার  আশুলিয়া প্রতিনিধি সফি সুমনের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি।
​বুধবার (৫ই নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আশুলিয়া রাজস্ব সার্কেল ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাভার উপজেলা সাংবাদিক সমিতি ও স্থানীয় সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
​​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গণহত্যার দায়ে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও এর অঙ্গ সংগঠন ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার  বাদী হয়ে পেশাদার দুই সাংবাদিকের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন। তারা আরও অভিযোগ করেন, কোনো প্রকার প্রাথমিক তদন্ত ছাড়াই উপর মহলের নির্দেশে ওসিকে চাপ প্রয়োগ করে দ্রুততার সাথে মামলাটি নথিভুক্ত করতে বাধ্য করা হয়, যা দায়িত্বশীল সাংবাদিকতাকে চ্যালেঞ্জ করার সামিল। একাজে আশুলিয়া থানার ওসিকে কারা চাপ প্রয়োগ করেছেন এবং কারা এই আ.লীগ নেত্রীকে  সহযোগীতা করেছেন আমরা সাংবাদিক সমাজ তা জানতে চাই।
​বক্তব্যে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, "পেশাদার সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
​আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন আহমেদ বলেন, আমরা শুধু জনস্বার্থে তথ্য জানতে চাই। ব্যক্তিগত সুবিধা নিতে যাই না। তার ফলস্বরূপ আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এই মামলা আমাদের কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।
​এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, ছাত্রনেতা রিফাত আহমেদ ইমন, হৃদয় হাসান, মোহাম্মদ তামিম প্রমুখ। বক্তারা সকলে একযোগে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, আওয়ামী লীগের ঢাকা-১৯ আসনের পতিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের হয়ে আ.লীগ নেত্রী নাছরীন আক্তারের বিরুদ্ধে দলবল নিয়ে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, গুলি করে ছাত্র জনতা হত্যার নির্দেশ, চাঁদাবাজি, ভূমি দখল ও ভূমি জালিয়াতির অভিযোগ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে  সুষ্ঠু তদন্তের মাধ্যমে আ.লীগ নেত্রী নাছরীন আক্তারকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
​এ সময় সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহবায়ক সোহেল রানা, আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে গত ২ই নভেম্বর আশুলিয়া থানায় ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইন বিষয়ক সম্পাদক নাছরীন আক্তার বাদী হয়ে দুই পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলা গ্রহণে ওই আ.লীগ নেত্রীর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন নেতার সুপারিশ ও থানা পুলিশকে চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। 

Aminur / Aminur

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল

নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু

গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন