ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

২২ অক্টোবর থেকে পাকশীসহ দেশের সকল রেলওয়ে কন্ট্রোল অফিসে কর্মবিরতি ঘোষণা


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ১১:২৩

আগামী ২২ অক্টোবর সকাল থেকে পাকশীসহ দেশের সকল রেলওয়ে কন্ট্রোল অফিসে কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে পাকশী রেলওয়ে কন্ট্রোল অফিসের সকল টিএনএল, ডিটিএনএল ও সিটিএনএলদের পক্ষে ডিটিএনএল মো. আব্দুল হামিদ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ কর্মবিরতির ঘোষণা করেন।

কর্মবিরতিকালে ডিটিএনএল মো. আব্দুল হামিদ ও রিয়াছিন আলী বলেন ,ট্রেন কন্ট্রেল অফিস বাংলাদেশ রেলওয়ের মূল চালিকাশক্তি। ট্রেন পরিচালনা ক্রান্ত সকল কার্যক্রমসহ জরুরি নির্দেশনা ট্রেন কন্ট্রোল অফিসের মাধ্যমে পরিচালনা করা হয়। এটিই রেলওয়ের একমাত্র অফিস, যেটি বছরে ৩৬৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকে। ঈদ, পূজা, সরকারি যে কোনো ধরনের ছুটি, ঝড়-বৃষ্টি, মহামারী, জরুরি অবস্থা এমনকি প্রাকৃতিক দুর্যোগ কোনোকিছুতেই কন্ট্রোল অফিসের কার্যক্রম বন্ধ করা হয় না। এমনকি ২৪ ঘণ্টা জরুরি সেল গঠনের মাধ্যমে রেল ব্যবস্থাকে সচল রাখা হয়।

তারা আরো বলেন, বিগত কভিড-১৯ করোনা মহামারীর সমও সকল সরকারি অফিস বন্ধ থাকলেও কন্ট্রোল অফিসের কার্যক্রম এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। এমনকি করোনার সময় অফিস আদেশে উল্লেখ থাকত কন্ট্রোল অফিস ২৪ ঘণ্টা সার্বক্ষণিক খোলা থাকবে। এর মাধ্যমে কন্ট্রোল অফিসের গুরুত্ব বোঝা যায়। এসব কারণে ১৯৬৮ সালে তৎকালীন পাকিস্তান সরকার কন্ট্রোলে কর্মরত কন্ট্রোলারগণের দায়িত্বকে কঠিন প্রকৃতির কষ্টসাধ্য দায়িত্ব বলে স্বীকৃতি দিয়ে ইনক্রিমেন্ট বেতন স্কেল ১৮৫/৩১৫ আরপিএস-এর ওপর ৩০ টাকা অতিরিক্ত ভাতা অফিস আদেশের মাধ্যমে ঘোষণা প্রদান করে। এরই ধারাবাহিকতায়  বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রেলওয়ের প্রথম ৩০ টাকার পরিবর্তে তিনটি অগ্রিম ইনক্রিমেন্ট দেয়া হয় এবং ১৯৮০ সাল থেকে উক্ত আদেশ দেয়ার পূর্ব পর্যন্ত ৪টি অগ্রিম ইনক্রিমেন্ট বেতনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এবং তার ওপর সকল ভাতাদি প্রদান করা হয়।

২০০৪ সালে রেলওয়ে অডিট অধিদপ্তর ৪টি ইনক্রিমেন্টের ওপর সকল ভাতাদি বন্ধের আদেশ দিলে কন্ট্রোলারগণ সংক্ষুব্ধ হয়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল বগুড়ায় একটি মামলা দায়ের করলে বিচারকগণ কন্ট্রোলারগণের পক্ষে সকল ভাতাদি প্রদানসহ রায় দেন। রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে আদালত সেটি খারিজ করে বগুড়ার আদেশ বহাল রাখে। এরপর ঢাকার ডিটিএনএল সাজাহান ভূঁইয়া কর্তৃক অপর একটি মামলা দায়ের করা হলেও বিচারক ওই মামলার রায়ও কন্ট্রোলারদের পক্ষে দেন। ওই রায়ের বিরুদ্ধে সরকারপক্ষ প্রশাসনিক আপিল আদালত ঢাকায় আপিল দায়ের করলেও সেটি আদালত নাকচ করে দেয়। এরপর সরকারপক্ষ পুনরায় সুপ্রিমকোর্টে আপিল করলে আপিল বিভাগ থেকে সরকারের ওই আপিল আবেদনও খারিজ করে পূর্বের প্রশাসনিক ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। পরবর্তীতে অবসরজনিত সকল সুবিধা পাওয়ার জন্য পাকশী অফিসের সিটিএনএল একটি মামলা দায়ের করে। ওই মামলার রায়ও সিটিএনএলের পক্ষে দেয়া হয়।

রায় পাওয়ার পর রাজশাহীর (পশ্চিম) এফএএন্ডসিএও সুবিধা দিতে অস্বীকৃতি জানালে সিটিএনএল রায় বাস্তবায়ন মামলা করে। বাস্তবায়ন মামলার রায়ে আদালত রাজশাহীর (পশ্চিম) এফএএন্ডসিএওকে অবিলম্বে রায় বাস্তবায়ন করার নির্দেশ দেয়। একই সাথে আদালত রায় বাস্তবায়ন না করা হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেয়। এ কারণে রাজশাহীর (পশ্চিম) এফএএন্ডসিএও উক্ত রায় বাস্তবায়ন করে।

বাংলাদেশ রেলওয়ের আইনজীবীর লিখিত মতামত এবং জিএম পশ্চিম ও পূর্বের প্রশাসনিক আদেশের পরিপ্রেক্ষিতে মামলার বাদীগণ ছাড়াও পরবর্তীতে একই অফিসে যোগদানকৃত টিএনএল, ডিটিএনএল ও সিটিএনএলগণ একই সুবিধাপ্রাপ্ত হয়ে আসছিলেন, যা অর্থ মন্ত্রণালয়ের  ২৪.০৭.২০২২ইং তারিখে একটি কালো আইনের মাধ্যমে রোহিত করা হয়।  এছাড়াও গত ০৪.০৯.২০২৪ইং তারিখে অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) রেল ভবন ঢাকা আরেকটি অফিস আদেশ প্রদান করে। এতকিছুর পরও অর্থ মন্ত্রণালয় কিভাবে উক্ত সুবিধা বাতিল করার নির্দেশ দেয়  তা আমাদের বোধগম্য নয়। অপরদিকে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অন্য কর্মচারীরা (লোকোমাস্টার, গার্ড, টিটিআই, অ্যাটেন্ডেন্টগণ) মাইলেস নামের অতিরিক্ত সুবিধা পাচ্ছেন, যা একই অইনে প্রতিষ্ঠানের দুই রকম বাস্তবায়ন ও বৈষম্যের সৃষ্টি করায় আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। 

তৎকালীন ফ্যাসিবাদী সরকারের অর্থ মন্ত্রণালয়ের কতিপয় আজ্ঞাবহ দুর্নীতিবাজ ও সুবিধাভোগী কর্মকর্তার উক্ত সিদ্ধান্ত আদালত অবমাননার শামিল উল্লেখ করে তিনি আরো বলেন, ১৯৮০ সাল থেকে প্রাপ্ত সুপ্রিমকোর্টের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত কন্ট্রালারগণের (টিএনএল, ডিটিএনএল ও সিটিএনএল) ৪টি অগ্রিম ইনক্রিমেন্ট এবং ভাতাসহ আর্থিক সুবিধা পুনর্বহাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। একই সাথে ঘোষণা দিয়ে বলেন, উল্লিখিত দাবি পূরণ করা না হলে আগামী ২২ অক্টোবর সকাল ৮টা থেকে পাকশী রেলওয়ে কন্ট্রোল অফিসসহ দেশের সকল রেলওয়ে কন্ট্রোল অফিসে কর্মবিরতি পালন করা হবে।

জামান / জামান

র‍্যাবের অভিযানে রায়পুরায় ২ হাজার ৯শত ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে

জেলা বিএনপির নির্দেশে বিজয় মিছিলে, দ্বন্দ ভুলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‌্যালী

তাড়াশে বিএনপির উদ্যোগে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

লাকসাম প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ

বালাগঞ্জ থানার ২০০ মিটারের মধ্যে বিএনপির মঞ্চ, আগুন দিল কে

পাঁচবিবিতে শহীদ বিশালের বর্ষপূতিতে কবরে পুষ্পস্তবক অর্পণ

নাঙ্গলকোটের বক্সগঞ্জ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নেত্রকোণায় শহীদ রমজানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল অনুষ্ঠিত

সিলেটবাসীর সহযোগিতায় কারাগারের উন্নয়ন হয়েছে: ডিআইজি প্রিজন্স ছগির মিয়া

নেত্রকোণায় হাওরে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ