ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশে চীনের চিগো (CHIGO) ব্র্যান্ডের ডিসট্রিবিউটর হলো মিনিস্টার-মাইওয়ান গ্রুপ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৩:১০

বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ সম্প্রতি চীনের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড চিগো গ্রুপের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

উক্ত চুক্তির ফলে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বাংলাদেশে চিগো ব্র্যান্ডের এয়ার কন্ডিশনারের বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়োত্তর সেবা দান প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান জনাব এম রাজ্জাক খান রাজ এবং চিগো গ্রুপের ওভারসিজ মার্কেটিং কোম্পানির ভাইস জেনারেল ম্যানেজার জনাব ব্রুস স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা চুক্তিটিতে স্বাক্ষর করেন। এসময় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান জনাব এম রাজ্জাক খান রাজের জ্যেষ্ঠ পুত্র আল আকসা তানজিম খান ও একই প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন এবং অপারেশন বিভাগের প্রধান তানজির হোসেন এবং চিগো গ্রুপের পক্ষে  থেকে কোম্পানিটির  এশিয়া প্যাসেফিকের রিজিওনাল ম্যানেজার ইরউইনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এব্যাপারে জানতে চাইলে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান জনাব এম রাজ্জাক খান রাজ বলেন, “চিগো গ্রুপের সাথে মিনিস্টার -মাইওয়ান গ্রুপর এই চুক্তিটি দুই দেশের ব্যবসা প্রসারে একটি নতুন অধ্যায় সূচনা করবে। আমরা চিগো উদ্ভাবনী আর্ন্তজাতিক গুণগতমান সম্পন্ন নির্ভরযোগ্য ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের দেশের বাজারে আনতে পেরে অত্যন্ত আনন্দিত। কারণ বাংলাদেশে উন্নতমানের চিগো এসি পৌঁছে দেওয়া আমাদের নিজস্ব অঙ্গীকারের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আশা করি দেশের ক্রেতা সাধারণ সুলভ মূল্যে বিশ্বখ্যাত চিগোর এয়ার কন্ডিশনার পেয়ে খুশি হবে।’’

মিনিস্টার-মাইওয়ান গ্রুপ সম্পর্কে

২০০২ সালে প্রতিষ্ঠিত মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দেশীয় ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি। এটি দেশীয় জনগণের চাহিদা অনুযায়ী গুণগত সাশ্রয়ী মূল্যের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের জন্য বহুল পরিচিত। কোম্পানিটির পণ্য তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন,সিলিং এবং চার্জার ফ্যান, গ্রাইন্ডার, ব্লেন্ডারসহ এবং অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যসমূহ।

চিগো (CHIGO) গ্রুপ সম্পর্কে

চিগো, চীনে অবস্থিত, একটি বৈশ্বিক ইলেকট্রনিক্স শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, যা উদ্ভাবনী উচ্চমানের পণ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তাদের পণ্য তালিকায় রয়েছে রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনার, কমার্শিয়াল এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার সোর্স হিট পাম্প, রেফ্রিজারেশন ইকুইপমেন্ট, এবং অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স। চিগো ইলেক্ট্রনিক্স ব্র্যান্ডটি বিশ্বের ১৮০টিরও বেশি দেশ অঞ্চলে  সুনামের তাদের ব্যবসা পরিচালনা করছে।

T.A.S / T.A.S

এআই প্রযুক্তিনির্ভর স্মার্ট মোবিলিটির উন্নয়নে একসাথে অনার ও বিওয়াইডি

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষদের প্রকাশ্যে ঋণ দিল এনআরবিসি ব্যাংক

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে কোস্ট গার্ড

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯০৬তম সভা অনুষ্ঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন-এর মধ্যে বৈঠক

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৭তম সভা অনুষ্ঠিত

টেকনাফে ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকা ব্যাংক পিএলসি'র পক্ষ থেকে আড়াইহাজার থানায় দুটি পেট্রোল ভ্যান হস্তান্তর

সি৭৫-এর পর আরও শক্তিশালী পানিরোধী ফোন আনছে রিয়েলমি!

‘মথ’ নামক ডালে ক্ষতিকর রঙ মিশ্রিত করে ‘মুগ’ ডাল হিসেবে বিপণন সম্পর্কিত সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ক্র্যাবের ১০৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের ‘এসএমই ৩৬০’ চালু: দেশের প্রথম ব্যাংক-নির্ভর ৩৬০ বিজনেস সুইট

স্বপ্ন মূল্যে স্বপ্নের সবজি